শুক্রবার ০২ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | মান-অভিমানের পালা শেষ, এবার তৃণমূলে 'ঘর ওয়াপসি' রাজ্যের এই নেতার

Pallabi Ghosh | ২১ এপ্রিল ২০২৫ ১৪ : ৪১Pallabi Ghosh


আজকাল ওয়েবডেস্ক: মান-অভিমানের পালা সরিয়ে রেখে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির হাত শক্ত করতে দীর্ঘ প্রায় চার বছর পর তৃণমূল কংগ্রেসে 'ঘর ওয়াপসি' হতে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা জেলার অন্যতম হেভিওয়েট কংগ্রেস নেতা মোশারফ হোসেন মণ্ডল মধুর। মঙ্গলবার বহরমপুরে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেবেন জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। 

মোশারফ হোসেন মণ্ডল তৃণমূল কংগ্রেসে ফিরে আসার খবর স্বীকার করে নিয়ে দলের বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকার জানান, 'শুধু মোশারফ নন, বিরোধী দলগুলির আরও বেশ কিছু পরিচিত মুখ তৃণমূলে যোগদান করতে চলেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সামনে রেখে অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে এবং রাজ্যের ধর্ম নিরপেক্ষ চরিত্র এবং শান্তি বজায় রাখার জন্য অনেকেই তৃণমূল কংগ্রেসে ফিরে আসছেন। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আগামীদিনে শিবির করে আমরা বিরোধী দলগুলোর নেতা-কর্মীদেরকে তৃণমূলে যোগদান করাব।'

তৃণমূল নেতৃত্বের আশা মোশারফের যোগদানের ফলে মুর্শিদাবাদ তথা নওদা ব্লকে তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বৃদ্ধি পাবে। অন্যদিকে মোশারফ হোসেন আগামীকাল তৃণমূল কংগ্রেসে যোগদান করার আগে দল বিরোধী কাজে যুক্ত থাকার জন্য, সোমবার কংগ্রেস তাঁর দলীয় সদস্যপদ প্রত্যাহার করে, দল থেকে বহিষ্কার করেছে। 

জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, 'মোশারফ হোসেন বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি করে চলছিলেন। তাঁকে দলের বিভিন্ন কর্মসূচিতে পাওয়া যেত না। নওদা ব্লক এবং অন্য কয়েকটি ব্লকে তিনি কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছিলেন। সেই কারণে আজ থেকেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হল।'
 
প্রসঙ্গত নওদা ব্লকের প্রাক্তন কংগ্রেস নেতা মোশারফ হোসেন ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে লড়াই করে জয়ী হন এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মনোনীত হয়েছিলেন। তবে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তিনি তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান করেন। এরপর দল বিরোধী কাণ্ডে তাঁর জেলা পরিষদের সদস্যপদ খারিজ হয়ে যায়। একুশের বিধানসভা নির্বাচনে নওদা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করলেও, তিনি তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন। 

তবে সামনের বছরের বিধানসভা নির্বাচনের আগে মোশারফ হোসেনের ফের একবার তৃণমূলে ফিরে আসা এলাকার রাজনীতির সমীকরণে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জেলার রাজনৈতিক মহল। 

তৃণমূল কংগ্রেসে যোগদানের কথা স্বীকার করে নিয়ে মোশারফ হোসেন বলেন, 'বর্তমানে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস দিশাহীনভাবে চলছে এবং বিজেপির সুরে কথা বলে। এই মুহূর্তে বাংলার মানুষের কাছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র ভরসা এবং আস্থার জায়গা। তাই আমি ফের একবার তৃণমূল কংগ্রেসে ফিরে যাচ্ছি। আমার সঙ্গে প্রায় চার হাজার কর্মী-সমর্থকও তৃণমূলে যোগদান করবেন। মঙ্গলবার বহরমপুরে তৃণমূল নেতৃত্বের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে আমি দলীয় পতাকা গ্রহণ করব।'
 
মোশারফ হোসেন দাবি করেছেন, 'কংগ্রেস আমাকে দল থেকে বহিষ্কার করার আগে গত ১৮ তারিখ আমি কংগ্রেসের জেলা এবং রাজ্য সভাপতিকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের সদস্যপদ এবং জেলা সাধারণ সম্পাদকের পদ ছেড়ে দিয়েছি।'


MurshidabadTMC

নানান খবর

নানান খবর

মুক্তির নিশ্চয়তা না পেলেও আপাতত আশ্বস্ত, রিষড়া ফিরলেন বিএসএফ জওয়ানের পরিবার

ঝড়ের রাতে বারাসতে উত্তমকুমারের বাড়িতে বিপর্যয়, ভেঙে পড়ল মহানায়কের স্মৃতিবিজড়িত গাছ

যুবসমাজে ফুসফুসে ক্যানসার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি! নেপথ্যে কি শুধুই ধূমপান না পরিবেশ দূষণও

মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর

মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন

বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি

শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা

বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট

আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা

আইসিএসই পরীক্ষায় ৯৯.‌০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া

অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়

সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির

'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ

স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও

সোশ্যাল মিডিয়া