আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার ভারতের মেয়েরা ইতিহাস গড়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে। আর ঠিক তার কয়েক ঘণ্টা পরেই মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মিচেল মার্শদের কাছে ধরাশয়ী হল ভারতীয় দল।
গোটা ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়েছে অস্ট্রেলিয়া। তারকা সমৃদ্ধ ভারতীয় লাইন আপকে একাই ধসিয়ে দিলেন জস হ্যাজলউড। একবারের জন্য ম্যাচে ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। জস হ্যাজলউড একটানা চার ওভার টেস্ট ম্যাচের লাইন লেন্থে বল করে গেলেন।
আর তাতেই ম্যাজিকের মত কাজ হল। হয় মারতে গিয়ে, না হয় কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল, তিলক, স্যামসনরা। ৩৭ বলে ৬৮ রান একা লড়ে গেলেন অভিষেক শর্মা। কিন্তু এই রান ডিফেন্ড করতে শুরু থেকেই উইকেট তুলতে হত ভারতীয় বোলারদের।
সেটা না করতে পারায় সহজেই চার উইকেটে ম্যাচ জিতে যায় অস্ট্রেলিয়া। এদিন উইকেটে স্পিনারদের জন্য খুব একটা বেশি কিছু ছিল না। তা সত্ত্বেও ভারত এদিন খেলিয়েছিল তিন স্পিনার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেলকে।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মিচেল মার্শ। শুরুতেই হ্যাজলউড ফেরান শুভমান গিলকে(৫)। এদিন তিন নম্বরে নেমেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু তিনিও বেশিক্ষণ টেকেননি। ২ রান করে নাথান এলিসের শিকার হন।
রান পাননি অধিনায়ক সূর্যকুমার যাদব(১) এবং তিলক ভার্মাও(০)। দু'জনেই শিকার হন জস হ্যাজলউডের। তবে পরপর উইকেট পড়লেও একদিক থেকে খেলা ধরে রেখেছিলেন অভিষেক শর্মা। মনে হচ্ছিল, তিনি এক পিচে ব্যাট করছেন আর বাকিরা অন্য পিচে।
তবে এদিন ব্যাটিং অর্ডারে সবথেকে বড় চমক দেখা যায় হর্ষিত রানাকে নিয়ে। শিভম দুবের আগে নামেন রানা। একদিক থেকে যখন অভিষেক মারছিলেন তিনি স্ট্রাইক রোটেট করে সাহায্য করেন দলের রান বাড়াতে। তিনি ফেরেন ৩৫ রানে।
হর্ষিত এবং অভিষেকের পার্টনারশিপেই ১০০ পেরোয় ভারত। অভিষেক(৬৮) ফেরার পর আর রান এগোয়নি ভারতের। অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ১২৬। মনে হচ্ছিল মার্শ এবং হেডের বিধ্বংসী মারেই অস্ট্রেলিয়া ম্যাচ বের করে দেবে।
শুরু হলও সেভাবে। ট্র্যাভিস হেড করলেন ১৫ বল খেলে ২৮। অন্যদিকে, মিচেল মার্শ করলেন ৪৬ রান। কিন্তু লড়াই করার মতো পর্যাপ্ত রান ছিল না ভারতের কাছে। হেড এবং মার্শ ফেরার পরেও টিম ডেভিডরা ম্যাচ বের করে দিলেন সহজেই।
ভারতীয় বোলাররা যতক্ষণে উইকেট নেওয়া শুরু করলেন ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। জস ইংলিস, টিম ডেভিড এবং মিচেল ওয়েন তিনজনেই কম রানে ফেরেন। তবে কাজের কাজটা হয়ে গিয়েছিল। মার্কাস স্টয়নিস শেষ পর্যন্ত থেকে ম্যাচ বের করেন।
ভারতের হয়ে দুটি করে উইকেট নেন জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। এদিনের ব্যর্থতার পর প্রশ্ন উঠে গেল দল নির্বাচন নিয়েও। পরের ম্যাচ হোবার্টে।
