বলিউডের আইকনিক কাপুর পরিবার এবার আসছে এক ছাদের নীচে, পর্দায়। আরমান জৈন প্রযোজিত ও নির্মিত নতুন শো ডাইনিং উইথ দ্য কাপুরস  দর্শকদের নিয়ে যাবে রাজ কাপুরের কিংবদন্তি পরিবারে অন্দরে— যেখানে থাকবে হাসি-ঠাট্টা, নস্টালজিয়া, পারিবারিক গল্প আর খানদানি রসায়নের এক অনন্য মিশেল। এই বিশেষ অনুষ্ঠান রাজ কাপুরের জন্মের ১০০ বছর পূর্তি উপলক্ষে তৈরি।

শুক্রবার, ৩১ অক্টোবর প্রকাশিত হয়েছে অনুষ্ঠানের মুক্তির তারিখ ও একটি নতুন পোস্টার। পোস্টারে দেখা গিয়েছে রণধীর কাপুর, নীতু কাপুর, রীমা জৈন, রণবীর কাপুর, করিনা কাপুর খান, করিশ্মা কাপূর, ঋদ্ধিমা কাপুর সাহনি, আগস্ত্য নন্দা এবং নভ্যা নভেলি নন্দাকে। তবে পোস্টার প্রকাশের পরই ভক্তদের নজর পড়ে আলিয়া ভাটের অনুপস্থিতি। রণবীর-পত্নী হিসাবে এখন তিনিও সেই পরিবারেরই অংশ। অথচ তাঁকে দেখা গেল না কোথাও।

পোস্টারের ক্যাপশনে লেখা ছিল — ‘কাপুর পরিবারের লাঞ্চ ইনভাইট এসে গেছে, আর আপনি আমন্ত্রিত। দেখুন ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’, ২১ নভেম্বর থেকে, শুধুমাত্র নেটফ্লিক্সে।’

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Netflix India (@netflix_in)