আজকাল ওয়েবডেস্ক: মুম্বই শহরে আবার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিজের মামাকে খুন করেছে তাঁরই ভাগ্নে। খবর অনুযায়ী ঘটনাটি বৃহস্পতিবার ঘটেছে৷ নিজের মামাকে খুন করার অভিযোগে এক ছাব্বিশ বছরের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে, যখন অভিযুক্তের স্ত্রী প্রসবের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। ঠিক কী কারণে এই ভয়াবহ কাণ্ড তা এখনও জানা যায়নি। পুরো ঘটনা তদন্তাধীন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ভাগ্নের নান গণেশ রমেশ পূজারি। তার মামা মারিয়াপ্পা রাজু নায়ার এবং সে দু'জনেই মুম্বইয়ের গোরগাঁওয়ের বাসিন্দা। সম্প্রতি পূজারির স্ত্রীর প্রসবের জন্য তাঁরা দু'জনে থানের একটি হাসপাতালে গিয়েছিলেন। সেখানেই তাদের মধ্যে কিছু বিষয় নিয়ে চরম বাকবিতণ্ডা শুরু হয়। পুলিশের অনুমান ওই ঘটনায় এই হত্যাকাণ্ডের সূত্রপাত। 

 

পুলিশ জানিয়েছে, সেই বচসার জেরেই পূজারি তার চল্লিশ বছর বয়সী মামার মাথা হাসপাতালের সিঁড়ির ধাপে সজোরে ঠুকে দেয়। এরপর সে মামাকে তুলে নিয়ে ফের সিঁড়িতে আছড়ে মারে। এর ফলেই মৃত্যু হয় মারিয়াপ্পা রাজু নায়ারের।ঘটনার একটি দৃশ্য এক সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে পূজারি তার মামা নায়ারকে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত পূজারিকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন: কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী 

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুম্বই শহরে আরও এক ভয়াবহ ঘটনার কথা সামনে এসছে। পরকীয়া সন্দেহের জেরে একের পর এক হামলা, খুন। এমনই এক ঘটনা ঘটে। সন্দেহের বশে প্রেমিকার ওপর হামলা চালানোর পর আত্মহত্যা করলেন ২৪ বছর বয়সি এক যুবক। ঘটনাটি ঘটেছে মুম্বইতে। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, গত শুক্রবার সনু বারাই নামের ওই যুবক প্রথমে তাঁর প্রাক্তন প্রেমিকাকে ছুরি মারেন। তারপর নিজেই নিজের উপর হামলা চালান। ঘটনায় সনু বারাইয়ের মৃত্যু হয়েছে। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রেমিকা মণীষা যাদব।

 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র অনুযায়ী জানা গিয়েছে, যে সনু এবং মণীষার মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মাত্র আট দিন আগেই তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। জানা গিয়েছে, সনু বারাই বারবার মণীষার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করতেন। এমনকী তিনি অন্য কোনও সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করতেন। এই আক্রোশই এই ভয়াবহ কাণ্ডের জন্ম দিয়েছে বলে অনুমান করা হচ্ছে।

 

 

পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে সনু তাঁর মাকে বাইরে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরোন। খবর অনুযায়ী, বাড়ির রান্নাঘর থেকে তিনি গোপনে একটি ছুরি নিয়ে বেরিয়েছিলেন। এরপর সনু মণীষাকে একটি নার্সিং হোমের সামনে 'শেষবারের মতো' দেখা করার জন্য ডাকেন। তাঁদের মধ্যে কথা বলার সময়ই বচসা শুরু হয়। রাগে দিকবিদিকশুন্য হয়ে সনু বারাই মণীষাকে ছুরি দিয়ে আঘাত করেন।

 

প্রেমিকাকে আক্রমণের পর ২৪ বছর বয়সি ওই যুবক নিজের ওপরও ছুরি চালান। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলিতে দেখা যায়, নার্সিং হোমের প্রবেশদ্বারে রক্তাক্ত সনু বারাই অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন। তাঁর চারপাশে রক্ত ছড়িয়ে রয়েছে। পরে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয় বলে জানান চিকিৎসকরা। বর্তমানে আহত মণীষা যাদবের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।