আজকাল ওয়েবডেস্ক: মহিলা বিশ্বকাপে ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচে একগুচ্ছ রেকর্ড হল। অস্ট্রেলিয়ার ৩৩৮ রান ৯ বল বাকি থাকতেই তুলে নেয় ভারত। নায়ক জেমাইমা রড্রিগেজ। তিনি ১২৭ রানে অপরাজিত থাকেন। সেই সঙ্গে ভেঙেছেন একগুচ্ছ রেকর্ড।
প্রথমত, মহিলাদের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার নজির গড়েছেন হরমনপ্রীতরা। চলতি টুর্নামেন্টেই ৩৩১ রান তাড়া করেছিল অস্ট্রেলিয়া। মহিলাদের ওয়ানডেতে সেটাই সর্বোচ্চ রান তাড়া ছিল এতদিন। কিন্তু জেমিদের দাপটে ভেঙে খানখান সেই রেকর্ড। হাসতে হাসতে ৩৩৮ রান তাড়া করেছে ভারত। জিতেছে ৯ বল বাকি থাকতেই।
ওয়ানডে বিশ্বকাপের নকআউট ম্যাচে প্রথমবার ৩০০ রান বা তার বেশি টার্গেট তাড়া করে জিতল কোনও দল। এর আগে পুরুষ বা মহিলা কোনও দলই ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে ৩০০ রান তাড়া করে জিততে পারেনি। সেই অসাধ্য সাধন করেছে ভারতের মহিলা দল। এছাড়াও মহিলাদের বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি রান উঠেছে বৃহস্পতিবারের সেমিফাইনালে। অস্ট্রেলিয়া ৩৩৮ রান করার পর ভারত ৩৪১ রান করে। সবমিলিয়ে দু’দলের সংগ্রহ ৬৭৯ রান, মহিলাদের বিশ্বকাপে একম্যাচে সর্বোচ্চ।
এছাড়াও মহিলা বিশ্বকাপের নকআউট পর্বে কনিষ্ঠতম হিসাবে সেঞ্চুরি করেছেন অজি ওপেনার ফিবি লিচফিল্ড। ২২ বছর বয়সে তিনি সেঞ্চুরি করেছেন বৃহস্পতিবার ভারতের বিরুদ্ধে। বিশ্বকাপে টানা ১৫ ম্যাচ জেতার নজির ছিল অস্ট্রেলিয়ার। ১৯৯৭ সালে এই নজির গড়ে মহিলা অজি দল। বৃহস্পতিবার জিতলে সেই রেকর্ড টপকে যেতেন অ্যালিসা হিলিরা। কিন্তু ভারতের কাছে নিজেদের সেই রেকর্ড আর ভাঙতে পারলেন না হিলিরা।
রেকর্ড করেছেন জেমাইমাও। প্রথম ক্রিকেটার হিসাবে মহিলাদের একদিনের বিশ্বকাপের নকআউট পর্বে রান তাড়া করতে নেমে শতরান করেছেন। দলকে জিতিয়েছেন।
ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবেও বিশ্বকাপের নকআউট পর্বে শতরান করেছেন জেমাইমা। ২০১৭ সালের বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন হরমনপ্রীত কৌর। আরও একটি নজির গড়েছেন জেমাইমা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সফল রান তাড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ ইনিংসের নজির গড়েছেন তিনি। আর দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসাবে বিশ্বকাপের নকআউট পর্বে শতরান করেছেন জেমাইমা।
