ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষে পরিচালক সুমন মৈত্র নিয়ে এসেছেন এক গভীর মানবিক চলচ্চিত্র ‘অ২’। যা নির্বাচিত হয়েছে এই বছরের ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাংলা প্যানোরামা বিভাগে। এই চলচ্চিত্রটি ঋত্বিক ঘটকের চেতনা, ভাষা ও বাস্তবতার প্রতি এক শিল্পসম্মত শ্রদ্ধা নিবেদন।

'অ২' স্বাধীনভাবে নির্মিত বাংলা চলচ্চিত্র। এই স্বনির্ভর উদ্যোগ আজকের বাংলা ছবির পরিসরে এক সাহসী পদক্ষেপ। যা প্রমাণ করে যে সৃজনশীল বিশ্বাস ও আত্মনিবেদন থাকলে অর্থ নয়, শিল্পই আসল চালিকা শক্তি।
 
 চলচ্চিত্রটির কেন্দ্রে রয়েছে 'অপু'র জীবনের অপূর্ণতা ও লেখালিখির প্রতি তীব্র টান। সে এক উপন্যাস লিখতে চায়—যেখানে মিশে থাকে নিজের বাস্তব, স্বপ্ন ও অতৃপ্তি। অপরদিকে, 'দুর্গা' —যেন এক আধুনিক 'নীতা'—নিজের অস্তিত্ব, ভালবাসা ও বেদনাকে পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত। এই দুই চরিত্রের মধ্যে ফুটে ওঠে মানুষ ও সমাজের অন্তর্দ্বন্দ্ব, যা ঋত্বিক ঘটকের চলচ্চিত্র ভাষার প্রতিধ্বনি বহন করে।

ছবি প্রসঙ্গে সুমন মৈত্র বলেন, “অ২ আসলে এক সময়ান্তরিত সংলাপ—ঋত্বিক ঘটকের কলকাতা আর আজকের সৃষ্টিশীল মানুষের অন্তর্দ্বন্দ্বের মধ্যে। এটি কেবল তাঁকে শ্রদ্ধা জানানো নয়, বরং আমাদের প্রজন্মের পক্ষ থেকে তাঁর ভাবনাকে পুনরায় অনুভব করার প্রচেষ্টা।”
 
 ছবি জুড়ে থাকবে নতুন মুখের আধিক্য। সেই সঙ্গে থাকবেন ছোটপর্দার পরিচিত কিছু মুখ। যাঁদের এই প্রথমবার বড়পর্দায় দেখা যেতে চলেছে। জানা যাচ্ছে, এই তালিকায় রয়েছেন অভিনেত্রী অঙ্কিতা ব্রহ্ম, যাঁকে দর্শক 'গাঁটছড়া' ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখেছিলেন। এছাড়াও থাকছেন অভিনেতা রৌণক ভট্টাচার্য। সম্প্রতি আকাশ আটের ধারাবাহিক 'আদিশক্তি আদ্যাপীঠ'-এ দেখা গিয়েছে তাঁকে। 
আরও পড়ুন: সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
 
 এ ছাড়াও এই চলচ্চিত্রে অভিনয় মেহুলি সরকার, শ্রেয়সী রায় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস গাঙ্গুলি, অরুণ চ্যাটার্জি, মৌমিতা পাল, সুমি সেন, সৌভাগ্য মুখার্জি ও জয়িতা বিশ্বাস। প্রত্যেকের অভিনয়ে ধরা পড়েছে নীরব প্রতিবাদ, যন্ত্রণার গভীরতা ও মানবতার সুর।
 
 আগামী ৪ নভেম্বর ২০২৫, ঋত্বিক ঘটকের শতবর্ষে মুক্ত ‘অ২’ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়—এটি এক প্রতীকী উচ্চারণ, যা স্মরণ করিয়ে দেয় যে সিনেমা আজও প্রতিবাদের, অনুভবের এবং আশার এক জীবন্ত ভাষা। ৪ নভেম্বর ২০২৫, ঋত্বিক ঘটকের শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে সুমন মৈত্র পরিচালিত ‘অ২’ এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে চলেছে। 'অ২' শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়—এটি এক প্রতীকী উচ্চারণ, যা স্মরণ করিয়ে দেয় যে সিনেমা আজও প্রতিবাদের, অনুভবের এবং আশার এক জীবন্ত ভাষা।
