বক্স অফিসে রমরমিয়ে চলছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দনা অভিনীত হরর-কমেডি ‘থামা’। দুরন্ত গল্প ও দারুণ কমেডির ককটেলের এই ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছে। আর হ্যালোইনের এই আবহে তো ‘থামা’-র জনপ্রিয়তাও আরও বাড়ছে।

 

এই ছবিতে এক ভ্যাম্পায়ার-এর চরিত্রে দেখা গিয়েছে আয়ুষ্মানকে।  রক্তচোষা বেতাল হলেও ছবিতে আয়ুষ্মানের স্টাইলে মুগ্ধ দর্শককুল। আয়ুষ্মান অভিনীত এই চরিত্রে মজেছে বিভিন্ন বয়সী দর্শক। সম্প্রতি, অভিনেতার এক খুদে ভক্তের মা তাঁর ছেলের ‘থামা’ সাজের কস্টিউমে সাজা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহূর্তে সেই ছবিটি নজর কাড়ে আয়ুষ্মান খুরানার, যিনি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন — “সবথেকে মিষ্টি থামা!” অভিনেতার সেই পোস্ট মুহূর্তেই হয়েছে ভাইরাল। তাঁর প্রতিক্রিয়া থেকেই স্পষ্ট, নিজের চরিত্রের এতটা প্রভাব দেখে আয়ুষ্মান আপ্লুত।

 


দ্বিতীয় সপ্তাহেও দুর্দান্ত দৌড় বজায় রেখেছে ‘থামা’। যদিও সামান্য পতন দেখা গিয়েছে, তবুও ছবিটি ইতিমধ্যেই ১০০ কোটি টাকার গণ্ডি পার করেছে। ট্রেড ওয়েবসাইট স্যাকনিলকের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভারতে ছবির কালেকশন ছিল আনুমানিক ৩.২৫ কোটি টাকা, যার ফলে ছবির মোট কালেকশন দাঁড়িয়েছে ১০৮.২৫ কোটি টাকা। এর আগের সপ্তাহে সোমবারে ৪.৩ কোটি টাকা, মঙ্গলবারে ৫.৭৫ কোটি টাকা এবং বুধবারে ৩.৬৫ কোটি টাকা আয় করেছিল এই হরর কমেডি।

ছবিটি মুক্তির দিনেই আয় করেছিল ২৪ কোটি টাকা, প্রথম তিন দিনে মোট ৫৫.৬ কোটি টাকা এবং প্রথম সপ্তাহের শেষে পৌঁছে যায় ৯৫.৬ কোটি টাকাতে। হর্ষবর্ধন রানের ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়াত’-এর সঙ্গে একসঙ্গে মুক্তি পেলেও দর্শক স্পষ্ট করে দিয়েছেন তাঁদের পছন্দ ‘থামা’-ই এখন তাঁদের প্রিয়।

এর রহস্যময় ভয়ের ছায়া, অন্যরকম কমেডি আর আয়ুষ্মান–রশ্মিকার ঝলমলে পারফরম্যান্স 'থামা'কে করেছে বছরের অন্যতম জনপ্রিয় এন্টারটেইনার।

দীনেশ ভিজনের প্রযোজনায় ম্যাডক ফিল্মসের এই হরর কমেডি ‘থামা’ আসলে ম্যাডক হরর ইউনিভার্সের পঞ্চম ছবি। পরিচালনায় আদিত্য সারপোতদার। আয়ুষ্মান খুরানা ও রশ্মিকার সঙ্গে এখানে অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল। ছবির গল্প ঘুরে বেড়ায় এক ভ্যাম্পায়ার দুনিয়ায়, যেখানে প্রেম, রহস্য আর রোমাঞ্চ মিশে গেছে একসঙ্গে। আয়ুষ্মান ও রশ্মিকা প্রেমিক-প্রেমিকার ভূমিকায়, যাঁদের নিয়তি একে অপরের সঙ্গে বাঁধা। কিন্তু নওয়াজউদ্দিনের চরিত্র আসার পরেই গল্প নেয় অপ্রত্যাশিত মোড়।

দীপাবলিতে মুক্তি পাওয়ার পর ‘থামা’ এখনও দর্শককে টানছে থিয়েটারে। ম্যাডক ইউনিভার্সের আগের হিটগুলি ‘স্ত্রী’ (২০১৮), ‘ভেড়িয়া’ (২০২২), ‘মুঞ্জ্যা’ (২০২৪)-র মতো এবার ‘ঠাম্মা’ও সেই ধারার যোগ্য উত্তরসূরি। এখন অপেক্ষা ‘ভেড়িয়া ২’-এর, যেখানে থাকছেন বরুণ ধাওয়ান, ‘শক্তি শালিনী’ ও অনীত পাড্ডা।