আজকাল ওয়েবডেস্ক:‌ জেমাইমা রড্রিগেজ। গোটা ভারতের নয়নের মণি এখন তিনি। অসাধ্যসাধন করেছেন। তাঁর ব্যাটিংয়ের কাছেই হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে শতরানের পর গিটারের মতো করে সেলিব্রেশন করেছেন জেমাইমা। তবে বাস্তবেও খুব ভাল গিটার বাজান জেমাইমা। আর ভারত বিশ্বকাপ জিতলে জেমাইমার গিটারের সঙ্গে গান গাইতে চান সুনীল গাভাসকর।


এর আগে একবার এই জুটিকে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল। সানি–জেমি জুটি ঝড় তুলে দিয়েছিলেন বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ভারত যদি বিশ্বকাপ জেতে, তাহলে আবার এই জুটিকে মঞ্চে দেখা যাবে। সেরকমই কথা দিয়েছেন গাভাসকার। 


গাভাসকারের কথায়, ‘‌যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমি জেমাইমার সঙ্গে একটা গান গাইব। যদি ও রাজি থাকে তাহলে। জেমাইমা গিটার বাজাবে, আমি গান গাইব। কয়েক বছর আগে বিসিসিআইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একবার গান করেছিলাম। একটা ব্যান্ড গান গাইছিল, আমরা ঠিক করি ওদের সঙ্গে গান করব। জেমাইমা গিটার বাজাচ্ছিল আর আমি এই গলা নিয়ে গান গাইছিলাম। যদি ভারত বিশ্বকাপ জেতে তাহলে আবার সেটা করতে চাই। যদি ও আমার মতো একজন বয়স্ক মানুষের সঙ্গে গানবাজনা করতে রাজি হয়, তাহলে আমিও রাজি।’‌


এদিকে, রবিবার মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল। সামনে দক্ষিণ আফ্রিকা। যারা এই প্রথমবার ফাইনালে উঠল। ভারত এর আগে দু’‌বার ফাইনালে উঠলেও একবারও বিশ্বকাপ জিততে পারেনি। এবার ঘরের মাঠে স্বপ্নপূরণ হবে। অপেক্ষা আর দু’‌দিনের।