বিভাস ভট্টাচার্য
নিউরো সার্জারিতে নতুন দিশা দেখাচ্ছে 'ইন্টারভেনশনাল রেডিওলজি'। যার মাধ্যমে মস্তিষ্কের বিভিন্ন সমস্যার বড়সড় কোনো কাটাছেঁড়া না করেও করা যাচ্ছে সমাধান। ফলে রোগীর ঝুঁকিও অনেক কমে যাচ্ছে এবং রোগীও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারছেন।
রাজ্যের অন্যতম সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল এনআরএস-এর তরফে জানানো হচ্ছে এই পদ্ধতিতে সাফল্য তাদের হাসপাতালে যথেষ্টই উল্লেখযোগ্য। গত দেড় বছর ধরে একসঙ্গেই কাজ করছে এই হাসপাতালে নিউরো সার্জারি এবং ইন্টারভেনশনাল রেডিওলজি।
বিষয়টি নিয়ে বলতে গিয়ে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে কর্মরত অ্যাসোসিয়েট প্রফেসর ডাঃ পার্থসারথি দত্ত এবং ইন্টারভেনশনাল রেডিওলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ জ্যোতিষ রায় জানান, 'একটা সময় ছিল যখন মস্তিষ্কের ভিতরে কোনো অ্যানিউরিজম বা কোনো ভাস্কুলার ম্যালফর্মেশন বা অন্য কোনো সমস্যায় অস্ত্রোপচারের প্রয়োজন হলে মস্তিষ্ক 'খুলে' গোটা বিষয়টি করতে হত। কিন্তু এই পদ্ধতিতে ১ বা ২ মিমি একটি ছিদ্র করে সেখান দিয়ে বিশেষ ক্যাথিটার ঢুকিয়ে সমস্যার সমাধান করা হচ্ছে। যেখানে রক্তপাত বলতে গেলে প্রায় হচ্ছেই না। এই পদ্ধতির একটি বিশেষ দিক হল এর ফলে রোগী অনেক দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারেন।' এমনকি, এক্ষেত্রে অনেক সময় রোগীকে অজ্ঞান না করিয়েও তাঁর সমস্যার সমাধান করা সম্ভব বলে জানাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: ১২৭ নট আউট, ভারতবাসীর নয়নের মণি জেমিমার জীবনে রয়ে গিয়েছে এক বড় আক্ষেপ, জানেন সেই গল্প?
একদিকে যেমন রোগের সমাধান সেই সঙ্গে কষ্টদায়ক ব্যাথার উপশম, ইন্টারভেনশনাল রেডিওলজি সেখানেও ত্রাতার ভূমিকা পালন করছে। ডাঃ পার্থসারথি দত্ত এবং ডাঃ জ্যোতিষ রায় জানান, বয়স্ক ব্যক্তিরা শারীরিক নানা ব্যাথায় ভোগেন। এই পদ্ধতিতে যে নার্ভ থেকে ব্যাথা হচ্ছে সেই নার্ভ 'ব্লক' করে দিয়ে ব্যাথা সামাল দেওয়া যায়। ফলে গাদা গাদা ব্যাথা নিরোধক ওষুধের প্রয়োজন হয় না।
আরেকটি যে বড় বিষয় চিকিৎসকরা উল্লেখ করেছেন সেটা হল অর্থের সাশ্রয়। রাজ্য সরকারি হাসপাতালে যেহেতু বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় সেজন্য এই আধুনিক চিকিৎসায় রোগীকে এক টাকাও খরচ করার দরকার পড়ে না।
উদাহরণ হিসেবে তাঁরা জানান, 'বেসরকারি হাসপাতালে মস্তিষ্কের 'অ্যানিউরিজম কোইলিং' বা 'এভিএম এমবোলাইজেশন' করতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু সরকারি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা করা হয়।' এনআরএস হাসপাতাল দিন দিন এই পরিষেবা বাড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আরও পড়ুন: সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
