আজকাল ওয়েবডেস্ক:‌ রুদ্ধশ্বাস ম্যাচ। ভারত যে জিতে যাবে তা ভাবতে পারেননি অজি অধিনায়ক অ্যালিসা হিলি। বৃহস্পতিবার নবি মুম্বইয়ে মহিলাদের বিশ্বকাপ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করে ৫ উইকেটে জিতেছে হরমনপ্রীতের ভারত। উঠে গিয়েছে ফাইনালে। রবিবার সামনে দক্ষিণ আফ্রিকা।


প্রসঙ্গত, মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর তাই এমন হারে কার্যত বিধ্বস্ত অজি অধিনায়ক অ্যালিসা হিলি। তিনি অবসরের ইঙ্গিতও দিলেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে তিনি জানালেন ‘অস্বস্তি’ লাগছে তাঁর। এছাড়াও পরের বিশ্বকাপে খেলবেন কি না, এ ব্যাপারেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন হিলি।


অজি অধিনায়কের কথায়, ‘‌গোটা প্রতিযোগিতায় আমরা ভাল খেলেছি। সেই কারণেই পরাজিতদের সারিতে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে। জেতার মতো রান করলেও শেষ পর্যন্ত আমরা হেরে গেলাম। বিপক্ষের উপর অনেক চাপ তৈরি করলেও তা কাজে লাগাতে পারলাম না।’‌ 


পরের বিশ্বকাপ নিয়ে হিলি জানান, ‘‌আমি খেলব না। পরের ওয়ানডে সার্কেলে তো এটাই সৌন্দর্য। সেখানে নতুন কিছু হয়তো দেখতে চলেছি। তবে তার আগে আগামী বছরের মাঝামাঝি টি–টোয়েন্টি বিশ্বকাপ। যা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আমার মনে হয়, আমাদের ওয়ানডে দলে হয়তো বড় কিছু পরিবর্তন হতে চলেছে।’‌
প্রসঙ্গত, ৮২ রানের মাথায় জেমাইমা রদ্রিগেজের ক্যাচ ফেলেন হিলি। সেটাই টার্নিং পয়েন্ট হয়ে যায়। ১২৭ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে ভারতকে ফাইনালে পৌঁছে দেন জেমি। এই হারের ধাক্কাতেই কি অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক? তবে সেমিফাইনালে পরাজয় থেকে অস্ট্রেলিয়া যে শিক্ষা নিতে চায়, সে কথাও জানিয়েছেন হিলি। তাঁর কথায়, ‘‌ভুল থেকে আমরা শিখব। আশা করি ভুলগুলো শুধরে ফিরে আসব।’‌