রবিবার ২৪ আগস্ট ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: আমি বাঙালি, বাংলা ছবি করতে চাই, এখানে এত প্রতিভা, আমি কি পাত্তা পাব: চন্দ্রশেখর

উপালি মুখোপাধ্যায় | | Editor: শ্যামশ্রী সাহা ১১ ফেব্রুয়ারী ২০২৪ ০৬ : ০৫
ধানবাদের ছেলে। কথায় অবাঙালি টান। সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’ দিয়ে শুরু। সম্প্রতি তিনি সিদ্ধার্থ আনন্দের ‘ফাইটার’-এ ডাবল এজেন্ট ‘জারিনা বেগম’। অনিল কাপুর, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশনের সঙ্গে কাজ করা চন্দ্রশেখর দত্তর একটাই আফসোস, বাংলা ছবির পরিচালকেরা কি তাঁকে ডাকবেন না? অন্তরঙ্গ আলাপচারিতায় জানালেন সেকথা...

প্রশ্ন: ‘ফাইটার’ সুপারহিট, চন্দ্রশেখর দত্ত সাফল্য উপভোগ করছেন?
চন্দ্রশেখর: জবরদস্ত। খুব ভাল বাণিজ্য। দর্শকদের থেকে খুব ভাল সাড়া মিলেছে। সব কিছু খুব ভাল উপভোগ করছি।

প্রশ্ন: ‘জারিনা বেগম’কে দর্শক ভয় পাচ্ছে না নিন্দেমন্দ করছে?
চন্দ্রশেখর: লোকে প্রচণ্ড ভালবাসছে। জানেন, হলে আমায় দেখে সবাই সিটি দিয়েছে! পর্দায় যতবার দেখিয়েছে ততবার উল্লসিত তারা। মাঝের কিছু অংশ যদিও নেতিবাচক স্তর। ওটাই আসলে ছবির মূল আকর্ষণ।

প্রশ্ন: পর্দায় ‘ডাবল এজেন্ট’ হতে গিয়ে কী কী করলেন?
চন্দ্রশেখর: প্রথমে অডিশন। পরীক্ষায় পাশ করার পরে পরিচালকের সঙ্গে দীর্ঘ আলোচনা। সিদ্ধার্থ আনন্দ বললেন, ভাল করে চরিত্রটার জন্য তৈরি হও। একজন বিশেষজ্ঞের সহযোগিতায় তিনটে বই পড়েছিলাম। আর একগুচ্ছ ছবি দেখেছিলাম। এসবের পরে মনে হল, চরিত্রে এমন কিছু মেশাতে হবে যা দর্শক দেখলেই নাড়া খাবে। বিশেষ করে চলনে-বলনে-কথনে। তার জন্য প্রত্যেক মাসে একদিন করে প্রশিক্ষণ নিতাম। র এজেন্টের হাবভাব কেমন হবে, এয়ারফোর্সে পা রাখার পর সে কেমন করে নিজেকে উপস্থাপিত করবে... সব। টোনড ফিগার করতে হয়েছিল। মানে কোমর বা কাঁধ চওড়া হবে না। নারীর পেলবতা থাকবে সারা শরীরে। যাতে কণ্ঠস্বর না শোনা পর্যন্ত সবাই যাতে মেয়ে বলে ভুল করে। আর ছিল টানটান চিত্রনাট্য। সব মিলিয়ে উৎরে গেলাম। 

প্রশ্ন: র এজেন্টদের জীবন কেমন?
চন্দ্রশেখর: ভীষণ অন্যরকম। ওঁদের তো কোনও আত্মপরিচয় নেই! আজ এক পরিচয়ে বাঁচছে তো কাল অন্য পরিচয়ে। ঠিক যেন অভিজাত শ্রেণির বহুরূপী। রং বদলায়, চরিত্র বদলায়, দেশ বদলায়, ভাষা বদলায়, পেশা বদলায়। এত বৈচিত্র্য খুব কম পেশায় দেখা যায়। ওঁরা কোনও দিন থিতু হতে পারেন না। খুব ইন্টারেস্টিং। 

প্রশ্ন: কাজের সূত্রে অনিল কাপুর, হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোনকে খুব কাছ থেকে দেখলেন, কেমন ওঁরা?
চন্দ্রশেখর: অনিল কাপুর শরীরের যা যত্ন নেন, কেউ দেখে বলবেই না তিনি ৬০ পেরিয়ে গিয়েছেন! তেমনি অভিয়ের ধার। আর হৃতিক-দীপিকা হোমওয়র্ক করে আসতেন। মেকআপ নিয়ে সেটে পা রাখা মানেই ওঁরা চরিত্রে ঢুকে গিয়েছেন। খুব কম সময়ে অনেক বেশি ভাল কাজ দিতে ওঁদের দেখেছি। কাজের সময় কোনও গল্প, হুল্লোড় নেই। প্রচণ্ড পরিশ্রমী। ভীষণ প্রফেশনাল। তাছাড়া, তিন-চার মাস ধরে এয়ারফোর্স অ্যাকাডেমিতে ওঁরা ক্লাস করতেন।

প্রশ্ন: চরিত্রের খাতিরে বোরখা পড়লেন, ইচ্ছার বিরুদ্ধে মুসলিম নারীদের এই পোশাক পরার যন্ত্রণা টের পেলেন?
চন্দ্রশেখর: এর পিছনে একটা গল্প আছে। প্রথম বোরখা পরার পরে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। বাধ্য হয়ে শেষে বোরখার উপরে হিজাব পরানোর অনুরোধ জানিয়েছিলাম। না হলে অভিনয় করব কী করে?

প্রশ্ন: ভারত-পাকিস্তান নিয়ে আজও "চায়ে পে চর্চা", সেই অনুভূতিতে তৈরি ছবি ততটাও সফল হল?
চন্দ্রশেখর: কম কী হল? বিশ্বে ৩৫০ কোটি টাকা ব্যবসা করেছি আমরা। খারাপ কী? তাও তো ১২টা দেশে দেখানো যায়নি। সেটা হলে আরও ব্যবসা হত।

প্রশ্ন: সত্যিই কি ‘নিষিদ্ধ’ করার মতো বিতর্কিত কিছু আছে ছবিতে?
চন্দ্রশেখর: সত্যিই কিচ্ছু ছিল না। একটা সংলাপের জন্য এত কিছু! ভারত-যুক্তরাজ্যের দ্বন্দ্ব নিয়ে একটি বক্তব্যে আপত্তি। তার জন্য একটা ছবি নিষিদ্ধ! যার কোনও মানেই নেই।

প্রশ্ন: পাকিস্তানের অভিনেতাদের দাবি, অকারণ ঘৃণা ছড়াচ্ছে ভারত... দুই দেশের মধ্যে কি তা হলে দ্বন্দ্ব আর নেই? 
চন্দ্রশেখর: এক, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ছবি বানাতে পারে তা হলে আমাদের দেশ কী দোষ করল? দুই, সত্যিই যদি দ্বন্দ্ব না থাকত তা হলে দুই দেশের আর্থিক পরিকাঠামো অনেক উন্নত হত। স্বাস্থ্য, শিক্ষার মান বাড়ত। হ্যাঁ, আমরা দুই দেশ ক্রিকেট খেলি। বিনোদন দুনিয়ায় শিল্পীদের আনাগোনা হয়। ব্যস, ওই পর্যন্তই।



প্রশ্ন: ‘রামলীলা’ থেকে ‘ফাইটার’— প্রায়ই সবই নেতিবাচক চরিত্র... 
চন্দ্রশেখর: কোথায়! ‘জারিনা বেগম’ পুরোপুরি ইতিবাচক। সেটা নাটক তুলতে সবশেষে দেখানো হবে। বলতে পারেন ‘কেরালা স্টোরি’তে ‘মুসলিম ধর্মগুরু’র চরিত্র বা ‘খাকি’র ‘মন্ত্রী’ চরিত্র পুরোদস্তুর খলনায়ক। আবার ‘নকাব’, ‘লাখো মে এক’ কিন্তু পজিটিভ। মিলিয়েমিশিয়ে কাজ করেছি।

প্রশ্ন: বারবার এই ধরনের চরিত্রে আপনিই কেন? ভাল পারেন বলে? নাকি আপনার চেহারায় ভাল মানায়...তাই?
চন্দ্রশেখর: আমি চরিত্র বাছার সময় নেগেটিভ-পজিটিভ দেখি না। নানা ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করি। কতটা অভিনয় করতে পারব, নিজের শিল্পসত্ত্বা কতটা তৃপ্ত হবে সেদিকে দেখি। বাণিজ্যিক ছবিতে কাজ খুবই কম। ‘রামলীলা’র পরে এটা দ্বিতীয়। নানা স্তরের চরিত্রের মধ্যে দিয়ে ১৫ বছর ধরে যেতে যেতে তবে এই জায়গায় পৌঁছোতে পেরেছি। পরিচালকেরাও মনে হয় সেটাই দেখেন। এবার চেহারার কথা। সিরিজ ‘লাখো মে এক’-এ গ্রাম্য, মারাঠি যুবকের ভূমিকায় অভিনয় করেছিলাম। আবার ‘খাকি: দ্য বিহার চ্যাপ্টার’-এর জন্য ২৫ কিলো ওজন বাড়াতে হয়েছিল। বিহারি গুণ্ডাদের সঙ্গে মিশতে হয়েছিল। কারণ, আমি মানুষটা ভীষণ পলিশড। ধানবাদ থেকে ২৫ বছর আগে বলিউডে চলে এসেছি। উত্তর দিতে দিতে মনে হচ্ছে, প্রত্যেকটা চরিত্রই আমায় মানসিক এবং অভিনয়-দুই দিক থেকেই কোনও না কোনও ভাবে সমৃদ্ধ করেছে। তাই এদের শুধুই ‘নেগেটিভ’ বা ‘পজিটিভ’ বলে দাগিয়ে দেওয়াটা বোধহয় উচিত নয়।  

প্রশ্ন: ভিন্ন ধারার ছবিতে অভ্যস্ত অভিনেতার কাছে বাণিজ্যিক ধারার ছবিতে কাজ অস্বস্তির না উপভোগ্য?
চন্দ্রশেখর: ভাল প্রশ্ন। যদি হোমওয়র্ক করে যাওয়ার সুবিধে থাকে তা হলে বলব ঠিক আছে। যদি আচমকা সেটে গিয়ে সব কিছু বুঝতে হয়, করতে হয়— তা হলে সেটা সত্যিই খুব কঠিন।

প্রশ্ন: হোমওয়র্ক করা থাকলে দরকারে রণবীর, হৃতিকের মতো গাছের ডাল ধরে নাচতে পারবেন?
চন্দ্রশেখর: (একটু থেমে) আমি ঘোড়ায় চড়া, সাঁতার, ভলিবল, ব্যাডমিন্টন, গাড়ি চালানো পারি। একই ভাবে নাচটাও পারি। এখন দেখার, কোনও পরিচালক আমায় সেটা করে দেখানোর সুযোগ দেবেন কিনা। 

প্রশ্ন: তা হলে তথাকথিত ‘নায়ক’ও ‘অভিনেতা’ হতে পারেন?
চন্দ্রশেখর: দু’জনের উদাহরণ দেব। মিঠুন চক্রবর্তী, ইরফান খান। দুজনেই দুই ধারার চরিত্রে অভিনয় করে মাইলস্টোন তৈরি করে দিয়ে গিয়েছেন। প্রত্যেক ধারার ছবিতে মিশে গিয়ে অভিনয় করে। মিঠুনদার ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’-এর পাশাপাশি ‘প্রেম পূজারি’ ‘শুকনো লঙ্কা’, ‘নোবেল চোর’ বা সাম্প্রতিক ‘কাবুলিওয়ালা’! প্রত্যেকটা অনবদ্য! দিনের শেষে আমিও বাঙালি। গর্ব হয় ওঁকে নিয়ে। ওঁর মতো কাজ করার স্বপ্ন দেখি। মিঠুনদা আমার গুরু।

প্রশ্ন: শিকড় যদি এই বাংলায়, বাংলা ছেড়ে গেলেন কেন? জাতীয় স্তরের স্বীকৃতি পেতে? নাকি বলিউড যা পারবে বাংলা তা দিতে পারবে না?
চন্দ্রশেখর: এর পিছনেও মিঠুনদার হাত। ওঁর মতো প্রথমে পুণে-সহ অভিনয় নিয়ে বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি। তারপর বলিউডে কাজ শুরু করেছি। বড় স্বপ্ন দেখতে ভালবাসি। দেশ ছেড়ে বিদেশে যেতে চাই। পাশাপাশি, বাংলাতেও কাজ করব।

প্রশ্ন: কার ছবিতে কাজ করবেন?
চন্দ্রশেখর: আফসোস, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক নেই। ওঁদের ছবিতে তো আর কাজ করতে পারব না। এখনকার সৃজিত মুখোপাধ্যায়ের কাজ খুব ভাল লাগে। মুশকিল কি জানেন, আমি বাঙালি। বাংলা ছবিতে কাজ করতে চাই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পড়ে বড় হয়েছি। কয়েক মাস বাংলায় থাকলেই আগের মতো ঝরঝরে বাংলা বলতে পারব। কিন্তু আমায় কাজ দেবে কে? এখানে এত প্রতিভা। তাঁদের পাশে আমি কি পাত্তা পাব? (দরাজ হাসি)

প্রশ্ন: তা হলে বাংলা থেকে মুম্বইয়ে অভিনেতারা গেলে নিরাপত্তাহীনতায় ভোগেন! ওঁরা যদি দুই জায়গাতেই রাজপাট চালান?
চন্দ্রশেখর: এত ছোট মন হলে শিল্প করব কী করে? ওঁরাও যাবেন। আমরাও আসব। তবে না আদানপ্রদান বাড়বে। শিল্প সমৃদ্ধ হবে। সবাই এখন সব জায়গায় কাজ করছেন। এই নিয়ে মাথাব্যথা নেই। 



প্রশ্ন: পুরনো পাড়া, বন্ধু, প্রাক্তন প্রেমিকা... আর টানেন?
চন্দ্রশেখর: (থমকে গিয়ে) এখনও বন্ধুরা আমার ছবি প্রথম দিনে প্রথম শো-তে দেখে। এক বন্ধু খুব বদমায়েশ। বলল, তোর সঙ্গে প্রিমিয়ারে ছবি দেখব। মুম্বইয়ে এসেছি। বললাম, চলে আয়। ও বাবা!, প্রিমিয়ারে নিয়ে গিয়ে দেখি ওর পিছনে আরও সাত জন! এদিকে প্রেক্ষাগৃহে ৫০ জনের সিট। তার মধ্যে সাতটা সিট আমার বন্ধুদের দখলে। কী ছবি? বনশালিজির ‘রামলীলা’! লজ্জায় সে দিন মাথা কাটা গিয়েছিল।

প্রশ্ন: প্রেমের কথা এড়িয়ে গেলেন, বাঙালি মেয়েকে বিয়ে করবেন না অন্য ভাষার?
চন্দ্রশেখর: আজ আমি যেখানে সেই জায়গায় পৌঁছোতে ১৫টা বছর লেগে গেল! এখন যদি প্রেম, বিয়ে নিয়ে ভাবি তা হলে আবার পিছিয়ে যাব। ওই পথে আমি নেই। আরও পাঁচ বছর প্রচণ্ড পরিশ্রম করে তারকা হয়ে যাই। তারপরে না হয় ভাবব?

 








নানান খবর

দুই বোনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে আসছে 'কন্যা', রোহন সেনের পরিচালনায় কেমন হবে ছবির ক্লাইম্যাক্স?

'টাকা পাই বলেই কাজলের সঙ্গে কাজ করি, নয়তো...' মায়ানগরীর বুকে দাঁড়িয়ে এ কী বলে বসলেন যিশু সেনগুপ্ত?

দাম্পত্যের ৩৭ বছর পর ঠিক কী কারণে বিয়ে ভাঙছে গোবিন্দা-সুনীতার? সত্যিটা সামনে এনে কী জানালেন অভিনেতার আইনজীবী?

শুধু অভিনয় পোষাচ্ছে না! ‘স্মাগলিং’ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন অঙ্কুশ, কী পরিণতি নায়কের

‘মহামানব’ আবারও প্যাঁচে ফেলার ফাঁদ বুনছেন’! বিস্ফোরক জিতু কমল, ফের কোন বিতর্কে জড়ালেন

এবার 'এমএমএস' ফাঁসের ইঙ্গিত তমান্না ভাটিয়ার! নেপথ্যে রয়েছে কোন বলি ব্যক্তিত্বের হাত?

হাত জোড় করলেন! বললেন, 'বদলে গিয়েছি'! ৪ মাস পর আবির্ভাব সায়ন্তের, কার কাছে চাইলেন সুযোগ

‘হাসির আড়ালে দার্শনিক মন…’, জন্মদিনে অচেনা মোশারফ করিমকে চেনালেন তাঁর প্রিয় পরিচালক

প্রথমবার জুটিতে রণিতা-বিশ্বজিৎ! কোন চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক?

সম্পর্কের টানাপোড়েন অতীত! নুসরতের নাম না করেই ‘অর্ডার ছাড়া বর্ডার পার’-এর প্রশংসা অঙ্কুশের

'ডগ বাইটকে লভ বাইট বলে চালায়' কুকুরপ্রেমীদের ঝাঁঝালো আক্রমণ 'রামু'র!

‘শিক্ষিত গুন্ডার মতো…মায়া লাগে অমিতাভকে দেখলে’ ‘বিগ বি’কে নিয়ে বিস্ফোরক মৌসুমী চট্টোপাধ্যায়!

আটকে গেল ‘রাউডি রাঠৌর ২’! কেন বাতিল অক্ষয়ের হিট ছবির সিকুয়েল, রয়েছে বড় কারণ

হাসপাতালে গড়াগড়ি ‘ধুরন্ধর’-এর ১০০-র বেশি শিল্পী! টাকা বাঁচাতেই কি ‘সস্তা খাবার’ খেয়ে অসুস্থ ইউনিটের সদস্যরা?

‘মাকে বন্ধ ঘরের আড়ালে…’! প্রয়াত সঞ্জয়ের স্ত্রী প্রিয়াকে নিয়ে বিস্ফোরক বোন মন্দিরা, আনলেন ভয়ঙ্কর অভিযোগ

'সিংহের মতো দাপিয়ে খেলব, যেদিন বুঝব হচ্ছে না, সরে যাব', আইপিএল নিয়ে সোজাসাপটা কোহলি

'টাকা দে, নয়তো মরে যা, আরেকটা বিয়ে করব', পণের জন্য স্ত্রীর উপর অকথ্য অত্যাচার, তরুণীর পরিণতিতে শিউরে উঠলেন প্রতিবেশীরা

কেন স্ত্রীকে খুন করে তাঁর হৃৎপিণ্ড নিয়ে ঘুরছিল স্বামী? পুলিশি জেরার জবাব দিল অভিযুক্ত

Kone Dekha Alo: কেমন হবে লাজবন্তী ও বনলতার জীবন কোন খাতে বইবে?

আর কবে ট্রফি জিতবেন রোনাল্ডো, সৌদি সুপার কাপও হারলেন, মরুদেশে তিনি ব্যর্থ এক নায়ক

কলকাতা পয়া মাঠ, জোড়া পুরস্কার কাকে উৎসর্গ করলেন আলাদিন?

'স্ত্রী নিখোঁজ, খুঁজে দিন প্লিজ', থানায় জানিয়েই ফোন বন্ধ স্বামীর, বাড়ির উঠোনে ছড়ানো ন্যাপথলিন দেখেই ভয়ঙ্কর খুনের কিনারা পুলিশের

২০২৭ বিশ্বকাপের ভেন্যু প্রকাশ, ৪৪টি ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়, বাকি দশটা ম্যাচ কোথায় হবে?

চার চাকা গাড়ি করে পরপর নুনের বস্তা চুরি! বিজেপি নেতার কীর্তি ফাঁস করলেন তৃণমূল কাউন্সিলর

বন্ধ স্কুলের দরজা, আটকে পড়েছিল ৮ বছরের ছাত্রী, পালাতে গিয়ে গরাদেই আটকে গেল মাথা! সারারাত ওই অবস্থায় কাটানোর পর যা হল

ত্বকচর্চায় বাড়াবাড়ি করলেই সর্বনাশ! রূপটানের সময় কোন কোন ভুল একেবারেই করবেন না?

'ওকে আমার সামনে আসতে বারণ করো', গুরু গ্রেগের সঙ্গে বিতর্কিত অধ্যায় নিয়ে মুখ খুললেন শেহবাগ

হতে পারতেন বড় চাকুরে, ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা ডুরান্ড ফাইনালে থামিয়ে দিলেন 'বন্ধু' জবির দৌড়

প্যান কার্ড হারিয়েছেন? বাড়িতে বসেই কয়েক মিনিটে আবেদন করুন, জেনে নিন পদ্ধতি

হুগলির কলেজে আইন বিভাগে পুনর্মিলন উৎসব, হাজির প্রধান বিচারপতি, প্রাক্তনীদের ভিড়ে জমজমাট অনুষ্ঠান

ভূতের চোখ নাকি! প্রথম লাইট বাল্ব দেখে এভাবেই আঁতকে উঠেছিল কলকাতার মানুষ, রাতের অন্ধকারে উপড়ে ফেলা হত বিদ্যুতের খুঁটিও

দেরিতে বিয়ে হলেই সন্তানধারণে সমস্যা হতে পারে? এই ধারণা কতটা ঠিক? কী বলছে বিজ্ঞান?

ম্লান ডায়মন্ডের দ্যুতি, হাফ ডজন গোলে ফের ডুরান্ড নর্থ ইস্টের

মোহনবাগান ১৭০১, ইস্টবেঙ্গল ৪০৮০, অপ্টা র‍্যাঙ্কিংয়ে লাল-হলুদকে পিছনে ফেলে সবুজ-মেরুনই দেশের একনম্বর

রাতে শোওয়ার আগে দুধে মেশান এই একটি জিনিস! সুখের সাগরে ভাসবেন, শরীর পাবে আরাম

কথায় বলে মদ যত পুরনো হয়, নেশা তত ভাল হয়, কিন্তু জানেন যে সুরারও মেয়াদ উত্তীর্ণ হয়

মিষ্টি পেয়ারা, ভয়ঙ্কর ফাঁদ! সুপারফুড হলেও কিছু মানুষের জন্য মৃত্যুফাঁদ, কারা ভুলেও ছোঁবেন না জানুন

আফ্রিকায় মানুষের চুলের মতো পাতলা ‘অদ্ভুত’ সুড়ঙ্গের সন্ধান, ৫০ কোটি বছরের পুরনো সেগুলি, কোন কাজে ব্যবহার হত?

ওজন ঝরাতে মুঠো মুঠো স্প্রাউট খান! একটি ভুলেও শরীরের পুরো বারোটা বাজবে, জেনে নিন কী করবেন না

সোশ্যাল মিডিয়া