সুপ্রিয় বসাক, জলপাইগুড়ি : পাহাড়ে ফের আশঙ্কার মেঘ। উত্তরবঙ্গ ও পাহাড় জুড়ে টানা বৃষ্টির জেরে ফের তৈরি হতে পারে বিপর্যয়ের পরিস্থিতি। অবিরাম বৃষ্টি এবং পাহাড় থেকে গড়িয়ে আসা জলে ফুলে উঠছে ডুয়ার্সের বিভিন্ন নদী। দার্জিলিং জেলার দুধিয়া এলাকার বালাসন খোলার জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যার জেরে সম্প্রতি চালু হওয়া বিকল্প হিউম পাইপ সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনের। বৃষ্টির তীব্রতা যদি অব্যাহত থাকে তবে সেতুটি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই সেতু দিয়ে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ রাখা হয়েছিল বলে প্রশাসন সূত্রে খবর।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ বন্যার পর কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশে হিউম পাইপের সাহায্যে দুধিয়ায় বিকল্প এই সেতুটি তৈরি করে যান চলাচল শুরু করা হয়েছিল। গত ৫ অক্টোবর পুরনো দুধিয়া সেতুটি ভেঙে যাওয়ার পর দীর্ঘদিন বন্ধ ছিল ওই রাস্তাটি। নতুন সেতু চালুর পর ফের স্বাভাবিক হতে শুরু করেছিল পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা। তবে প্রবল বর্ষণে আবারও সেই পথে যাতায়াত কতটা নিরাপদ সেই নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
আরও পড়ুন: পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। বালাসন খোলার জলে স্রোত বৃদ্ধি পেয়েছে, আর সেতুর নীচে জলের উচ্চতা দ্রুত বাড়ছে বলে জানা গিয়েছে। প্রশাসন ইতিমধ্যে এলাকায় নজরদারি জোরদার করেছে এবং সেতুর দু’প্রান্তে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি গাড়ি চালক ও স্থানীয়দের সতর্ক থাকার বার্তা দিয়েছে দার্জিলিং জেলা প্রশাসন। প্রবল স্রোতের কারণে রাতে ওই রুটে ভারী যান চলাচল সাময়িকভাবে সীমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদেরও আবহাওয়া ও রাস্তাঘাটের পরিস্থিতি সম্পর্কে আপডেট জেনে তবেই যাত্রা করার অনুরোধ জানানো হয়েছে।
এর সঙ্গে অবিরাম বৃষ্টি ও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় পাহাড়ের বেশ কিছু অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। প্রশাসন পরিস্থিতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নতুন করে বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
