আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার সকালে অ্যামহার্স্ট স্ট্রিট থানার অন্তর্গত কে. সি. সেন স্ট্রিটে এক ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল গোটা শহরবাসী। জানা গিয়েছে সকাল প্রায় ১১টা ৩০ মিনিট নাগাদ কলকাতা পৌরসভার কর্মীরা যখন ১৩৬, কে. সি. সেন স্ট্রিটের একটি ম্যানহোল পরিষ্কারের কাজ করছিলেন, তখনই হঠাৎ তাঁদের নজরে আসে একটি মানুষের কঙ্কালসদৃশ দেহ। সঙ্গে সঙ্গেই কাজ বন্ধ করে পুলিশে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে অ্যামহার্স্ট স্ট্রিট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দেহটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির। মৃতদেহটি অত্যন্ত পচাগলা ও ক্ষয়প্রাপ্ত অবস্থায় ছিল। দেহটি দীর্ঘদিন ধরে ম্যানহোলের ভেতরে পড়ে ছিল বলেই পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান। পরে সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে 

 

পুলিশ জানিয়েছে, মৃতদেহের পরিচয় এখনও পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে অ্যামহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। কবে এবং কীভাবে ওই ব্যক্তি ম্যানহোলে পড়লেন তা জানার চেষ্টা চলছে। নাকি এটা খুন? তাও খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কও ছড়িয়েছে। সকলেই অত্যন্ত ভীত সন্ত্রস্ত। 

 

ঘটনার জেরে পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং নিখোঁজ ব্যক্তিদের তালিকা যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা হিসেবে নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না এলে এই মুহূর্তে কিছু বলা যাবে না এই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু কীভাবে হয়েছে এবং আদৌ এটি হত্যা নাকি অন্য কোনও কারণ লুকিয়ে আছে তা খতিয়ে দেখা হচ্ছে। ।