“বাঙালি হওয়া শুধু ব্যক্তিগত নয়, আজ সেটা গর্বের সঙ্গে সামাজিক!”এই ভাবনাকেই সামনে রেখে ওটিটি প্ল্যাটফর্ম হইচই নিয়ে এল এক অভিনব সাংস্কৃতিক আন্দোলন ‘বোল্ডলি বাঙালি’। 

এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য হল বাঙালির বাঙালিয়ানা দৃঢ়ভাবে যেন সারা বিশ্ব জানতে পারে। এই উদ্যোগের ফলে বাঙালি যেন তার বাঙালিয়ানা আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে পারে। হইচই-এর এই উদ্যোগে সানন্দে সামিল হয়েছে টলিপাড়ার সব জনপ্রিয় ব্যক্তিত্বরা। এই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, টোটা রায়চৌধুরী,আবীর চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো তারকারা। রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর মতো দর্শকপ্রিয় অভিনেত্রীরাও। 

মোট কথা, হইচই-এর মূল বক্তব্য হল, নিজের সাংস্কৃতিক পছন্দ, সংস্কৃতি দৃঢ়ভাবে দেখলে মানুষ তা নিয়ে আগ্রহী হয়। তা হয়ে ওঠে আকর্ষণের কেন্দ্র। বাঙালির আসল রুচি, সংস্কৃতি আর স্বকীয়তাকে শুধুমাত্র ঘরোয়া নয়, বরং গ্লোবাল কুলনেস'-এর প্রতীক করে তোলা। খাবার থেকে ফ্যাশন, সাহিত্য থেকে সিনেমা - বাঙালির রুচি বিশ্বের অন্যতম পরিশীলিত। কিন্তু এখন সময় এসেছে সেই রুচিকে আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ করার, শুধু ব্যক্তিগত নয়, সামাজিক পরিসরেও। তার-ই প্রতিফলন এই প্ল্যাটফর্মের আগামী সিরিজ এবং সব ছবি। উদ্যক্তাদের দাবি, এবার তাঁদের প্ল্যাটফর্মের আসন্ন সিরিজ বাঙালিয়ানায় ভরপুর হওয়ার পাশাপাশি তা দর্শককে ভাবাবে। 

এই প্ল্যাটফর্মের দাবি, বাঙালিয়ানা মানেই আর নস্ট্যালজিয়া নয়, বরং আধুনিক পরিশীলন। আর সেই সঙ্গে আত্মবিশ্বাসী সাংস্কৃতিক প্রকাশ অন্যদেরও অনুপ্রাণিত করে বাঙালি সংস্কৃতিকে জানতে ও ভালবাসতে। এই উদ্যোগের মাধ্যমে হইচই চায় বাঙালি সংস্কৃতি, সিনেমা, সঙ্গীত ও জীবনযাপন যেন আজকের সামাজিক ও পেশাগত আলোচনার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। তাঁদের এই উদ্যোগ যে সফল হবে এবং মানুষ গ্রহণ করবে, সেই বিষয়ে আশাবাদী উদ্যোক্তারা।