আজকাল ওয়েবডেস্ক: শনিবার আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে পুরোদমে প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। প্রথম ম্যাচের আগে, কোহলি ব্যাট হাতে অনুশীলনে নেমে পড়েছেন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

 

আরসিবির অফিসিয়াল ‘এক্স’ অ্যাকাউন্টে শেয়ার করা এক ভিডিওতে দেখা গিয়েছে, নেট সেশনে থ্রোডাউন স্পেশালিস্টদের বিপক্ষে দুর্দান্ত সব শট খেলছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফর্মে ফেরা কোহলি তাঁর চেনা ছন্দেই রয়েছেন। কোহলি দুর্দান্ত ফর্ম নিয়েই আইপিএলে নামছেন। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শিরোপা জেতানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। 

?ref_src=twsrc%5Etfw">March 17, 2025

 

পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর, সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮৪ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন তিনি। পাঁচ ইনিংসে ৫৪.৫০ গড়ে ২১৮ রান করে তিনি টুর্নামেন্টের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হন। টানা তৃতীয় মরশুমেও আরসিবির হয়ে দুর্দান্ত ফর্ম বজায় রাখতে চাইবেন কোহলি।

 

২০২৩ ও ২০২৪ দুই মরশুমেই তিনি ৬০০-র বেশি রান করেছেন এবং ২০২৪ আইপিএলে ১৫ ইনিংসে ৬১.৭৫ গড়ে ৭৪১ রান করে অরেঞ্জ ক্যাপও জিতেছিলেন। এবারও ব্যাটিংয়ে কোহলির ওপরই অনেকটা নির্ভর করবে আরসিবি। সম্প্রতি কোহলিকে পুনরায় আরসিবির অধিনায়ক করা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত এই দায়িত্ব দেওয়া হয় রজত পাতিদারের হাতে।