২০২৫ সালের আর মাত্র কয়েকদিন বাকি। বছর শেষে হাতে টাকা-পয়সা থাকবে? আর্থিক সমস্যায় জর্জরিত হবেন না তো? এই প্রশ্নের উত্তর পেতে চান সকলেই। চলতি বছরের সেই ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা।
2
8
এক অন্ধ বুলগেরিয়ান হলেন বাবা ভাঙ্গা। যাঁর ভবিষ্যৎবাণী করার ক্ষমতা বারবার তাক লাগিয়েছিল বিশ্বকে। বুলগেরিয়ার এই দৈবশক্তিধারী ১৯৯৬ সালে মারা যান। কিন্তু তার আগে তিনি একবিংশ শতাব্দীরও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন।
3
8
৯/১১ হামলা থেকে শুরু করে প্রিন্সেস ডায়নার মৃত্যু, চেরনোবিল বিপর্যয়, এমনকী ব্রেক্সিট সম্পর্কেও ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন, যা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে। সেই বাবা ভাঙ্গাই ২০২৫ সালের ডিসেম্বরে ৫ রাশির ভাগ্যের হদিশ দিয়ে গিয়েছেন। তাহলে বছর শেষে কারা থাকবেন সৌভাগ্যের শীর্ষে? জেনে নেওয়া যাক-
4
8
মেষঃ বাবা ভাঙ্গার পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষ ভাগটা মেষ রাশির জীবনে নতুন দিশা খুলে দেবে। কর্মজীবনে বড় সুযোগের ইঙ্গিত রয়েছে। চাকরি পরিবর্তন, পদোন্নতি বা নতুন ব্যবসা শুরু করার সম্ভাবনা প্রবল। তবে সাফল্য ধরতে হলে নিজের সিদ্ধান্তে স্থির থাকতে হবে।
5
8
মিথুন- পেশাগত জীবনে হাতের মুঠোয় থাকবে সাফল্য। সব বাধা কেটে সহায় হবে ভাগ্য। বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আর্থিক পরিস্থিতির উন্নতি করে ভবিষ্যৎ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পাবেন এই রাশির মানুষেরা।
6
8
কর্কটঃ সঞ্চয়, সম্পত্তি ক্রয় বা দীর্ঘমেয়াদি বিনিয়োগ-যা কিছু করবেন, তা লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির। আবেগপ্রবণ সিদ্ধান্তে না গিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তাভাবনা করলে বছরের শেষে আর্থিক স্থিতি দৃঢ় হবে। ব্যক্তিগত জীবনেও শান্তি ও আত্মবিশ্বাস ফিরে আসবে।
7
8
তুলাঃ তুলা রাশির জাতকদের জন্য এ সময়টি হবে ভারসাম্য ও উন্নতির হাতছানি। সৃজনশীল পেশায় যারা যুক্ত আছেন, তাদের জন্য বিশেষ সাফল্যের সুযোগ আসতে পারে। নতুন কাজ শুরু, বিদেশ ভ্রমণ বা চুক্তিভিত্তিক প্রজেক্ট-সব ক্ষেত্রেই ভাগ্য অনুকূল। যা করবেন, আত্মবিশ্বাস নিয়ে করলে আর্থিক দিক থেকে লাভ নিশ্চিত।
8
8
মকরঃ সারা বছরের পরিশ্রমের ফল পেতে চলেছেন মকর রাশির জাতকরা। ব্যবসায় মুনাফা, নতুন দায়িত্ব অথবা প্রতিষ্ঠানের উচ্চপদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক উন্নতির পাশাপাশি স্বাস্থ্যের দিকেও সতর্ক থাকা জরুরি, নচেৎ অতিরিক্ত চাপ ক্ষতির কারণ হতে পারে।