বক্স অফিসে রীতিমত সুনামির ঢেউ তুলেছে ধুরন্ধর। দর্শক থেকে শুরু করে সমালোচক সকলের থেকেই প্রশংসা পাচ্ছে রণবীর সিংয়ের ছবি। ৮ দিনেই প্রায় ২৫০ কোটি টাকার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে এই ছবি। মোট কত আয় হল দ্বিতীয় শনিবার পর্যন্ত?
প্রথম সপ্তাহে ধুরন্ধর ছবিটি ভারতীয় বক্স অফিসে ২০৭ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। এটি গুটিকয় হিন্দি ছবির অন্যতম যেটি দ্বিতীয় শুক্রবারও ৩০ কোটি টাকার গণ্ডি টপকাল। শুধু তাই নয়, মুক্তির দিন তুলনায় দ্বিতীয় শুক্রবারও বেশি আয় করল ধুরন্ধর। ১২ নভেম্বর বক্স অফিসে এই ছবিটি ৩২ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। ফলে ৮ দিনের লক্ষ্মীলাভ মিলিয়ে আদিত্য ধর পরিচালিত ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ২৩৯ কোটি ৭৫ লাখ টাকায়।
৮ দিনে ভারতের বাইরে ধুরন্ধর ছবির মোট আয় ৮৫ কোটি টাকা। ফলে বিশ্বজুড়ে রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত ছবিটি ৩৭২ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে।
প্রসঙ্গত, ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ধুরন্ধর। আদিত্য ধর পরিচালিত এই ছবিতে ভারতীয় গুপ্তচর হামজার চরিত্রে দেখা যাচ্ছে রণবীর সিংকে। তিনি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন প্রমুখ। ইতিমধ্যেই এই ছবিতে অক্ষয় খান্নার এন্ট্রি সিন এবং সেই গান রীতিমত ভাইরাল। চর্চায় রয়েছে তাঁর অভিনয়ও। ধুরন্ধর ছবির স্ক্রিনপ্লে থেকে সকলের অভিনয়, সঙ্গীত তুমুল প্রশংসা পাচ্ছে।
দ্বিতীয় শুক্রবারের আয়ের নিরিখে পু'ষ্পা ২: দ্য রাইজ', 'সাইয়ারা' সকলকে ছাপিয়ে গেল 'ধুরন্ধর'। দ্বিতীয় শুক্রবার বক্স অফিসে আল্লু অর্জুনের এই ছবি ২৭ কোটি টাকা আয় করেছিল। চলতি বছরের অন্যতম চর্চিত ছবি 'সাইয়ারা' অষ্টম দিনে মোট আয় ছিল ১৮ কোটি টাকা। দ্বিতীয় শুক্রবারের সর্বোচ্চ আয়ের নিরিখে প্রথমে রয়েছে 'পুষ্পা: দ্য রুল'। সেই ছবির আয় ছিল ১২৭ কোটি টাকা। এরপর ভিকি কৌশলের 'ছাবা', শ্রদ্ধা কাপুরের 'স্ত্রী ২', সানি দেওলের 'গদর ২' এবং রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' রয়েছে। 'স্ত্রী ২' ছবির অষ্টম দিনের আয় ছিল ৯২ কোটি ৯০ লাখ টাকা। 'গদর ২' এবং 'অ্যানিম্যাল' যথাক্রমে দ্বিতীয় শুক্রবার ৯০ কোটি ৫৪ লাখ এবং ৮৭ কোটি ৫৬ লাখ টাকা আয় করেছিল।
