গত সপ্তাহে শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন নচিকেতা। জানা গিয়েছিল, বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। দেরি না করে তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর পরীক্ষা করে দেখা যায় হৃদ্যন্ত্রে সমস্যা দেখা দিয়েছে শিল্পীর। খবর, নচিকেতার বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। এখন একদম সুস্থ গায়ক। ফিরেছেন বাড়িতেও। হাসপাতাল থেকে ছুটি পেয়েই নিজের সুস্থতার খবর সমাজমাধ্যমে ভাগ করেছেন নচিকেতা। যে চিকিৎসকদের অধীনে ছিলেন তিনি, তাঁদের সঙ্গে ছবি ভাগ করে নচিকেতা লেখেন, 'অবশেষে খাঁচা ভেঙে...।'
কয়েকদিন আগে কোচবিহার থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখতে গিয়েছিলেন। হাসপাতালে গায়কের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তাঁর সুস্থতার খবরাখবর নিয়েছিলেন। এমনকী নচিকেতার স্বাস্থ্য নিয়ে কথা বলেছিলেন চিকিৎসকদের সঙ্গেও।
বরাবরই মুখ্যমন্ত্রীর আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় নচিকেতাকে। একটি অনুষ্ঠানে একমঞ্চে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল নচিকেতাকে। তখন গায়ককে প্রায় কড়া গলায় ভাল করে খাওয়াদাওয়া করার পরামর্শ দিয়েছিলেন তিনি। কেন এত রোগা হয়ে যাচ্ছেন, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী। গায়ককে স্নেহের বশে বেশ বকাঝকাও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ক'দিন আগে যখন নচিকেতা অসুস্থ হয়েছিলেন, তখন গায়কের সঙ্গে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, 'সুস্থ হয়ে ওঠো নচিদা।' সেই সময় তাঁর কাছে গায়কের স্বাস্থ্যের খবর জানতে চাওয়া হয়েছিল। আজকাল ডট ইন-কে অভিনেতা বলেছিলেন, “নচিদার শরীরটা তো সত্যিই ভাল নেই। তার উপর পরপর শো ছিল। গানের অনুষ্ঠানে একটা প্রবল শারীরিক চাপ তো পড়েই। আর এখন তো দূরে কোথাও অনুষ্ঠানও করতে চান না নচিদা। এই ধকলটা-ই শেষমেশ... কিন্তু এখন অবস্থা স্থিতিশীল। শুনলাম সব বিপদ কেটে গিয়েছে। ওই বেসরকারি হাসপাতালে নচিদা যেখানে ভর্তি, ওঁর পরিবারও রয়েছেন ওঁর রয়েছেন। আর নচিদা তো ফাইটার, তাই কিছু হবে না। দুর্ধর্ষ কামব্যাক করবে।”
জয়দীপের সেই পোস্টে এক নেটিজেন জানিয়েছিলেন এদিন অর্থাৎ রবিবার আসানসোলেও নচিকেতার একটি গানের অনুষ্ঠান করার কথা ছিল। সেই মন্তব্যের প্রেক্ষিতে আরেক নেটিজেন জানিয়েছিলেন, শিল্পীর অসুস্থতার কারণেই সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। যদিও এখন সুস্থ নচিকেতা। খুব তাড়াতাড়ি তিনি মঞ্চে ফিরবেন বলেও খবর।
