ডেট মিউচুয়াল ফান্ড, কম ঝুঁকি, ভাল রিটার্ন: রক্ষণশীল বিনিয়োগকারীরা ডেট ফান্ড মিউটুয়াল ফান্ড পছন্দ করেন। কারণ এই ফান্ডগুলো সরকারি সুরক্ষিত, মানসম্পন্ন কর্পোরেট বন্ড, ট্রেজারি বিলে-সহ স্থির আয়ের উপকরণে ক্ষেত্রে বিনিয়োগ করা হয়। এখানে বিনিয়োগের রিটার্ন সাধারণত অনেক ব্যাঙ্ক এফডি-এর চেয়ে বেশি হয়ে থাকে। পাওয়া যায় বেশকিছু সুবিধাও। যখনই টাকার প্রয়োজন হয় তখনই বিনিয়োগকারীরা তহবিল থেকে প্রয়োজনীয় পরিমাণ টাকা তুলতে পারেন। দীর্ঘ মেয়াদে, ইনডেক্সেশন সুবিধাও (ইনডেক্সেশন সুবিধা হল মুদ্রাস্ফীতির কারণে বিনিয়োগের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়ার প্রভাব থেকে বিনিয়োগকে রক্ষা করা) করের বোঝা কমিয়ে দেয়, যা ডেট ফান্ডকে এককালীন মূলধনের জন্য একটি ভাল বিকল্প করে তুলেছে।
2
6
কর্পোরেট এফডি, সুদের হার বেশি, তবে বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ প্রয়োজন: ব্যাঙ্ক ডিপোজিটের তুলনায় কর্পোরেট ফিক্সড ডিপোজিটগুলোতে সুদের হার বেশি। অনেক ভাল সংস্থা ৭.৫ শতাংশ থেকে ৯.৫ শতাংশ পর্যন্ত বার্ষিক সুদ দিয়ে থাকে। যা ইক্যুইটি-স্তরের ঝুঁকি (ইক্যুইটি-স্তরের ঝুঁকি বলতে মূলত শেয়ার বা ইক্যুইটি বিনিয়োগে থাকা ঝুঁকিগুলিকে বোঝায়। যেমন- বাজারের ওঠানামা, কোম্পানির পারফরম্যান্স, বা অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য হ্রাস) না নিয়ে কিছুটা ভাল রিটার্ন পেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এটিকে আকর্ষণীয় বিকল্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা। শক্তিশালী পরিশোধের ক্ষমতা নিশ্চিত করার জন্য বিনিয়োগকারীদের শুধুমাত্র 'ট্রিপল এ' ক্রেডিট রেটিংয়ের কোম্পানিগুলোকেই বেছে নিতে হবে। প্রবীণ নাগরিকদের জন্য রিটার্ন আরও বেশি, যা অতিরিক্ত আয়ের নিরাপত্তা দেয়।
3
6
এনএসসি- সরকারের সুরক্ষা এবং কর সুবিধা: ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিশ্চিত রিটার্ন প্রত্যাশী ঝুঁকি-বিমুখ বিনিয়োগকারীদের কাছে পছন্দের বিকল্প। সরকার সমর্থিত, এনএসসি পাঁচ বছরের লক-ইন-সহ ৭.৭ শতাংশ বার্ষিক সুদ দেয়। সেই সুদ বার্ষিকভাবে চক্রবৃদ্ধি হারে বাড়ে। এবং মেয়াদপূর্তিতে সম্পূর্ণ অর্থ দিয়ে থাকে। এর পাশাপাশি, এই প্রকল্পে বিনিয়োগ করলে ভারতীয় আয়কর আইনের ৮০সি ধারায় করছাড়ের সুবিধামেলে। এইসব বৈশিষ্টের জন্য এনএসসি মধ্যরোজগেরে বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য এবং কর-সাশ্রয়ী বিকল্প।
4
6
সোনা বিনিয়োগ- মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা: সোনা মুদ্রাস্ফীতি এবং বাজারের অনিশ্চয়তার বিরুদ্ধে অন্যতম শক্তিশালী দীর্ঘমেয়াদী সুরক্ষাবলে মনে করা হয়। সময়ের সঙ্গে সোনায় বিনিয়োগ ভাল রিটার্ন দেয়,বিশেষ করে অর্থনৈতিক সংকটের সময়। বিনিয়োগকারীরা গহনার পরিবর্তে সোনার আর্থিক বিভইিন্ন রূপ, যেমন- সভরেন গোল্ড বন্ড, ইটিএফ এবং ডিজিটাল গোল্ড পছন্দ করছেন, কারণ এগুলো সংরক্ষণের সমস্যা দূর করে এবং স্বচ্ছ মূল্য দিয়ে থাকে। অনেক বিশেষজ্ঞ ঝুঁকি ভারসাম্য বজায় রাখার জন্য বিনিয়োগের অন্তত ১০-১৫ শতাংশ সোনায় রাখার পরামর্শ দেন।
5
6
এককালীন ইক্যুইটি ফান্ড- দীর্ঘমেয়াদী সম্পদ: যারা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বিনিয়োগে থাকতে পারেন, তাদের জন্য ইক্যুইটি মিউচুয়াল ফান্ডগুলো এফডি-র চেয়েও অনেক বেশি রিটার্ন দেয়। সাধারণত, ইক্যুইটি ফান্ডগুলো দীর্ঘ সময় ধরে বার্ষিকভাবে ১২-১৪ শতাংশ রিটার্ন দিয়েছে। বাজার ওঠানামা করলেও, সময়ের সঙ্গে সঙ্গে অস্থিরতা থিতিয়ে যায়, যা ইক্যুইটি ফান্ডকে তরুণ বিনিয়োগকারী বা দীর্ঘমেয়াদী সম্পদ তৈরিতে আগ্রহী ব্যক্তিদের কাছে জনপ্রিয় করে তুলেছে। এর সম্ভাব্য লাভের সুযোগ বেশিরভাগ রক্ষণশীল বিনিয়োগ মাধ্যমের চেয়ে অনেক বেশি।
6
6
কিষাণ বিকাশ পত্র (কেভিপি)- অর্থের দ্বিগুণ হওয়ার নিশ্চয়তা: কিষাণ বিকাশ পত্র এমন বিনিয়োগকারীদের জন্য তৈরি করা হয়েছে যারা নিয়ম-ভিত্তিক, অনুমানযোগ্য বৃদ্ধি পছন্দ করেন। বার্ষিক ৭.৫ শতাংশ সুদ মেলে কিষাণ বিকাশ পত্র থেকে। বিনিয়োগ করা অর্থ ১১৫ মাসে এই প্রকল্পে দ্বিগুণ হয়। উদাহরণস্বরূপ, ১ লক্ষ টাকার বিনিয়োগ মেয়াদপূর্তিতে গ্যারান্টি-সহ ২ লক্ষ টাকায় পরিণত হয়।