সম্প্রতি পাপারাজ্জিদের ভূমিকা নিয়ে জয়া বচ্চনের মন্তব্য ঘিরে যখন বলিউডে তর্ক-বিতর্ক তুঙ্গে, ঠিক তখনই সেই প্রসঙ্গে নিজের মত স্পষ্টভাবে জানালেন অভিনেত্রী হুমা কুরেশি। তিনি সরাসরি বলেন, তারকারা যতই পাপারাজ্জিদের নিয়ে অভিযোগ করুন না কেন, বাস্তবটা হল, প্রয়োজন হলে অনেক সেলেব্রিটি নিজেই ফোটোগ্রাফারদের ফোন করেন।
এক সাক্ষাৎকারে হুমা কুরেশি বলেন, “আমরা সবাই কমবেশি জানি, ইন্ডাস্ট্রিতে কীভাবে বিষয়গুলো কাজ করে। যখন কোনও তারকা চান যে তাঁকে দেখা হোক, তখন অনেক সময় নিজেরাই পাপারাজ্জিদের খবর দেন।” তাঁর মতে, এই সত্যিটা অস্বীকার করার কোনও মানে নেই। কেউ যদি বলেন, সব সময় ক্যামেরার সামনে পড়ে তাঁরা বিরক্ত-তা পুরোপুরি সত্য নয় বলেই ইঙ্গিত দেন হুমা।
উল্লেখ্য, কিছুদিন আগেই জয়া বচ্চন প্রকাশ্যে পাপারাজ্জিদের আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, তারকাদের ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরা ঢুকিয়ে দেওয়া ঠিক নয়। সেই মন্তব্য ঘিরেই নতুন করে শুরু হয় আলোচনা-পাপারাজ্জি সংস্কৃতি কি মাত্রাতিরিক্ত হয়ে উঠছে?
এই প্রসঙ্গে হুমা আরও বলেন, পাপারাজ্জিরাও আসলে নিজেদের কাজটাই করছেন। তাঁদের ছবি তোলার কারণেই তারকারা খবরের শিরোনামে থাকেন, আবার তারকারাও প্রচারের সুবিধা পান। “এটা এক ধরনের পারস্পরিক নির্ভরতার সম্পর্ক,” বলেন হুমা। তিনি মনে করেন, শুধুমাত্র পাপারাজ্জিদের দোষারোপ করলে ছবির অর্ধেকটাই দেখা হয়।
তবে একই সঙ্গে অভিনেত্রী এটাও স্বীকার করেন, কখনও কখনও সীমা লঙ্ঘন হয়। ব্যক্তিগত জায়গায় ঢুকে পড়া বা অস্বস্তিকর প্রশ্ন করা কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। সেক্ষেত্রে নিয়ম ও শালীনতা বজায় রাখা জরুরি বলেই মত তাঁর।
সব মিলিয়ে, জয়া বচ্চনের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হুমা কুরেশির বক্তব্য বলিউডে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। একদিকে তারকাদের ব্যক্তিগত পরিসরের প্রশ্ন, অন্যদিকে প্রচারের বাস্তবতা—এই দুইয়ের মাঝামাঝি দাঁড়িয়ে হুমা যেন স্পষ্ট করে দিলেন, পাপারাজ্জি সংস্কৃতি শুধুই একতরফা সমস্যা নয়, বরং ইন্ডাস্ট্রিরই এক অবিচ্ছেদ্য অংশ।
