ডিএসটি-র প্রভাবে সেপ্টেম্বর থেকে নভেম্বরে জিএসটি-র নতুন হার ধার্য করা হয়েছে। এরপর থেকেই বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমতে শুরু করেছে।
2
8
এসবিআই তার রিপোর্টে বলেছে ২০২৬ সালে এই হার আরও ৩৫ বিপিএস কমবে। এরফলে আগামী বছর থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও কমবে।
3
8
বিগত বাজেট থেকেই জিএসটি নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর থেকেই ধীরে ধীরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে অনেকটা বদল হতে শুরু করে।
4
8
এই হার আগামী বছরে আরও কমবে। ফলে যাদের আয় কম তাদের পক্ষে এটি আরও সুখকর হবে। দেশে বহু মানুষ দারিদ্রসীমার নিচে রয়েছেন। তাদের কাছে এটি একটি বিরাট স্বস্তি।
5
8
এসবিআই আরও বলেছে যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমে তাহলে সেখান থেকে দেশের পরিস্থিতির উন্নতি হবে। গোটা বিষয়টি নিজের নজরে রেখেছে আরবিআই। টাকার দামের পতন হলেও তার প্রভাব এর ওপর হবে না।
6
8
সেপ্টেম্বর মাস থেকেই ধীরে ধীরে কমেছে দাম। এই দাম আগামী বছরে আরও স্বস্তি দেবে। এসবিআই জানিয়েছে এই অনুসারে চললে দেশের অর্থনীতি আরও দৃঢ় হবে। ফলে আগামী বছরে জিজিপি আরও ভাল জায়গায় থাকবে।
7
8
দেশের ব্যাঙ্কগুলিকে এই সময় খানিকটা ধীরে চলো নীতি নেওয়ার কথা জানিয়েছে এসবিআই। লোন থেকে শুরু করে বিভিন্ন বন্ড দিতে যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে জোর দিতে হবে।
8
8
বিশ্বের অর্থনীতির নিরিখে ভারত এখন অনেকটা এগিয়ে রয়েছে। এই পরিস্থিতি আগামী বছরে আরও ভাল হবে বলেই রিপোর্ট দিল এসবিআই।