ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তিলোত্তমায় আসছেন ফুটবলের ‘ঈশ্বর’ লিওনেল মেসি। তাঁর বহুচর্চিত ভারত সফরের প্রথম ধাপ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। তবে এবারের সফর আরও বেশি জমজমাট হতে চলেছে। কারণ, যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির এই স্মরণীয় দিনে তাঁর সঙ্গে একই মঞ্চে দেখা যেতে পারে বলিউডের 'বাদশা' শাহরুখ খানকে।

 


এই খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং শাহরুখ খান। সবাই কমবেশি জানেন, শাহরুখ শুধু বলিউডের তারকা নন, আইপিএল-এর দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এরও অন্যতম কর্ণধার। বৃহস্পতিবার বিকেলে নিজের ‘এক্স’ (আগেকার টুইটার) হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে তিনি তাঁর কলকাতা সফরের কথা ঘোষণা করেন। বরাবরের মতো, এবারও তাঁর পোস্টে ছিল সূক্ষ্ম রসবোধের ছোঁয়া। 

 


এক্স হ্যান্ডেলে শাহরুখ লেখেন, 'এইবার আমার কলকাতায় কোনও ‘নাইট’ কাটানোর পরিকল্পনা নেই... বরং আশা রাখছি দিনটা পুরোপুরি ‘মেসি’ হবে। ১৩ তারিখ যুবভারতী স্টেডিয়ামে দেখা হচ্ছে।"

?ref_src=twsrc%5Etfw">December 11, 2025

 

 


শাহরুখের এই বার্তা যেন গোটা বাংলার ফুটবলপ্রেমী তথা সিনেপ্রেমীদের মধ্যে এক নতুন উন্মাদনার সৃষ্টি করেছে। একদিকে ফুটবলের বিশ্বজয়ী মহাতারকা, অন্যদিকে বিনোদন জগতের সম্রাট— দুই বিশ্ব-আইকনের একই মঞ্চে উপস্থিতি নিঃসন্দেহে এক বিরল দৃশ্য হতে চলেছে। জানা গিয়েছে, মেসির এই সফর শুধু একটি সৌজন্য সাক্ষাৎ নয়। কলকাতায় তাঁর এই সফরের সূচনায় তাঁর জন্য একটি বিশেষ দিনের আয়োজন করা হয়েছে। 

 


জানা যাচ্ছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ দমদম বিমানবন্দরে পা রাখবেন লিওনেল মেসি। পরের দিন সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি ম্যাচ। সকাল সাড়ে দশটায় কিক অফ। মেসি বলে পা দেবেন না। তবে তাঁর উপস্থিতিতে খেলবে মোহনবাগান অলস্টার এবং ডায়মন্ড হারবার অলস্টার। ভারতীয় ফুটবলে একটি শতাব্দীপ্রাচীন ক্লাব, অন্যটি সর্বকনিষ্ঠ। প্রীতি ম্যাচের বল গড়ানোর আগে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির হাতে মোহনবাগানের তরফ থেকে তুলে দেওয়া হবে ঐতিহাসিক শিল্ড জয়ের বিশেষ জার্সি।