কমলালেবু খেয়ে ফেলে দেন খোসা! সঠিক ভাবে কাজে লাগালে হাজার সমস্যার সমাধান
নিজস্ব সংবাদদাতা
১২ ডিসেম্বর ২০২৫ ২২ : ১৬
শেয়ার করুন
1
6
কমলা সুস্বাদু ও পুষ্টিকর ফল হিসাবে জনপ্রিয়। কিন্তু তার খোসাও যে দৈনন্দিন ব্যবহার ও সৌন্দর্যচর্চায় এতটা কার্যকর, তা অনেকেই জানেন না। বেশিরভাগ সময় খোসা ফেলে দেওয়া হয়, অথচ এর সুগন্ধ, তেল ও ভিটামিন নানা কাজে দারুণ উপকারী।
2
6
কমলার খোসায় থাকে প্রচুর ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক তেল। খোসা শুকিয়ে গুঁড়ো করে ফেসপ্যাকে মিশিয়ে নিলে ট্যানিং কমে, ত্বক পরিষ্কার ও উজ্জ্বল দেখায়। শীতকালে যখন ত্বক রুক্ষ হয়ে যায়, তখন কমলার খোসা দিয়ে বানানো স্ক্রাব ত্বককে নরম রাখে। এটি মৃত কোষ সরিয়ে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে এবং রোমছিদ্র পরিষ্কার করে।
3
6
চুলের জন্যও কমলার খোসা সমান উপকারী। খোসা শুকিয়ে গুঁড়ো করে দই বা অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে স্ক্যাল্পে লাগালে খুশকি কমে, মাথার ত্বক সতেজ থাকে এবং চুলে স্বভাবিক জেল্লা আসে। ঘরের ভিতর গন্ধ দূর করতে কমলার খোসা অসাধারণ কাজ করে। রোদে শুকিয়ে কাপড়ের ছোট পুটলিতে ভরে আলমারি বা ঘরে রাখলেই হালকা, সতেজ সুবাস ছড়িয়ে থাকে।
4
6
কমলার খোসা দিয়ে খুব সহজেই তৈরি করা যায় প্রাকৃতিক কিচেন ক্লিনার। কয়েকদিন খোসা ভিনেগারে ভিজিয়ে রাখলে যে মিশ্রণ তৈরি হয়, তা তেল-চিটচিটে দাগ পরিষ্কারে বেশ কার্যকর।
5
6
মশা এবং ছোটখাটো পোকামাকড় দূরে রাখতেও কমলার খোসা কাজে লাগে। খোসা শুকিয়ে বা জ্বালিয়ে ঘরের কোণে রাখলে অনেক সময়ই পোকামাকড় আসে না, কারণ এই গন্ধ তারা সহ্য করতে পারে না।
6
6
গাছের জন্য কমলার খোসা চমৎকার প্রাকৃতিক সার। খোসা শুকিয়ে মাটিতে মিশিয়ে দিলে মাটির গুণমান বাড়ে, গাছ পায় পুষ্টি আর এটি প্রাকৃতিক কম্পোস্ট হিসেবেও কাজ করে।