২০২৫ সাল শেষ হওয়ার আগে জ্যোতিষ জগতে তৈরি হচ্ছে এক বিরল সময়। একসঙ্গে দেখা যাবে দুটি শক্তিশালী শুভ যোগ- বুধাদিত্য যোগ ও লক্ষ্মী-নারায়ণ যোগ।
2
10
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন শীঘ্রই বুধাদিত্য যোগ ও লক্ষ্মী-নারায়ণ যোগ তৈরি হওয়ায় কিছু রাশির জীবনে বিরাট ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
3
10
গত ৬ ডিসেম্বর মঙ্গল গ্রহের বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছে বুধ। যেখানে আগে থেকেই ছিল গ্রহদের রাজা সূর্য। আবার শুক্রও আগামী ২০ ডিসেম্বর একই রাশিতে গমন করবে। ফলে তিনটি গ্রহ দুটি শক্তিশালী রাজযোগ তৈরি করছে।
4
10
বৃশ্চিক রাশিতে, বুধ ও সূর্য বুধাদিত্য রাজযোগ তৈরি করছে। এই যোগ সাধারণত বুদ্ধি, কর্মক্ষমতা, সাফল্য ও মান-সম্মান ইঙ্গিত করে। আর বুধ ও শুক্রের সংযোগে হচ্ছে লক্ষ্মী নারায়ণ যোগ। যা অর্থভাগ্য, সম্পদ বৃদ্ধি ও সুসময় নিয়ে আসে।
5
10
২০২৫ সালে এই দুটি যোগ একসঙ্গে সক্রিয় হওয়ায় শুভফল বৃদ্ধি পাবে বলে জ্যোতিষীদের ধারণা। মূলত চার রাশির ওপর বিশেষ প্রভাব পড়বে। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
6
10
মিথুনঃ এই রাশির মানুষের জন্য ২০২৫ সালের শেষ সময় অত্যন্ত শুভ। চাকরিতে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। অর্থ সঞ্চয়ের পথ প্রশস্ত হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে।
7
10
সিংহঃ সিংহ রাশির জাতকদের জন্য এই সময় হবে সাফল্যের সোনালি সময়। পদোন্নতি বা কাঙ্ক্ষিত চাকরির সুযোগ আসতে পারে। আয় বৃদ্ধি ও সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। সমাজে সুনাম ও মান-সম্মান বাড়বে। বন্ধ থাকা কাজও দ্রুত সফল হবে।
8
10
তুলা রাশিঃ তুলা রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি দেখা যাবে।হঠাৎ অর্থলাভ হতে পারে। বিনিয়োগে লাভ পেতে পারেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্য মিলবে।
9
10
বৃশ্চিকঃ দুই যোগের প্রভাবে বিশেষভাবে লাভবান হতে পারে বৃশ্চিক রাশি।কেরিয়ারে বড় উন্নতির সম্ভাবনা রয়েছে। আকস্মিক আয় বা লাভ হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে। মানসিক প্রশান্তি ও পারিবারিক সুখ বাড়বে।
10
10
জ্যোতিষীদের মতে, ২০২৫ সালের শেষে এই শুভ যোগগুলো খুব সহজে তৈরি হয় না। গ্রহদের শুভ অবস্থান বহু মানুষের ভাগ্য খুলে দিতে পারে।