আজকাল ওয়েবডেস্ক: গম্ভীর হয়ে প্রশ্নটি করলেন সঞ্জনা গণেশন, ''আমাকে সাক্ষাৎকার দেবে বলেই কি বারবার পাঁচ উইকেট নিচ্ছো?'' সঞ্চালকের এমন প্রশ্নে খানিকটা হতভম্ব হয়ে যান জশপ্রীত বুমরাহ। মজা করে সময় নিয়ে উত্তর দেন বুম বুম বুমরাহ।
লর্ডসে এই সাংবাদিক-ক্রিকেটার দম্পতির খুনসুটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলে দিয়েছে। লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নেন বুমরাহ। ভারতের তারকা পেসার রয়েছেন দুরন্ত ফর্মে। ৭ ম্যাচে ইনিংসে পাঁচবার পাঁচ উইকেট নেন বুমরাহ।
সেই প্রসঙ্গ তুলে ধরেন সঞ্জনা, ''জসপ্রীত, শেষ সাতটি টেস্ট ম্যাচে পাঁচ বার তুমি ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছো। অভ্যাস তৈরি করে ফেলোছো। আমাকে ইন্টারভিউ দেবে বলেই কি পাঁচ উইকেট নিচ্ছো?'' এখানেই শেষ নয়। সঞ্জনার প্রশ্ন, ''আমি তোমার ইন্টারভিউ নেব, এটাই কি তোমার কাছে বাড়তি অনুপ্রেরণার হয়ে দাঁড়াচ্ছে?'’
আরও পড়ুন: 'পরিশ্রম করে রোজগার করি', হঠাৎই এমন কথা কেন বলতে গেলেন বুমরাহ?
বুমরাহর জবাব, ''আমার মনে হয় ওটাই আসল কারণ। ক্যামেরায় তোমার সঙ্গে কথা বলাটা অনুপ্রেরণা জোগায়।'' বুমরাহর সংযোজন, ''ভালো লাগছে যে ঠিকঠাক যাচ্ছে এখন। কোনও কিছুর পিছনে ছুটতে চাই না। এখন ভাল মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি।'' ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তবু তেমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে। আবার দ্বিতীয় ইনিংসে তাঁকে খেলতে গিয়ে অসৎ উপায় অবলম্বন করেন ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলি। সময় নষ্ট করেন। বুমরাহ বল করতে এলে তিনি উইকেট থেকে সরে যান। হাতে আঘাত পেয়েছেন এই অজুহাতেও সময় নষ্ট করতে থাকেন। তৃতীয় দিনের শেষ বেলায় ২ ওভার করতে পারত ভারত। কিন্তু ইংল্যান্ডের ওপেনাররা সময় নষ্ট করায় এক ওভার করার সুযোগ পান বুমরাহরা।

নানা অছিলায় সময় নষ্ট করা দেখে ভারতীয় ফিল্ডাররা হাততালি দিতে শুরু করেন। কিন্তু ক্রলি ও ডাকেট পালটা তর্ক জুড়ে দেন। গিলকে দেখা যায় আঙুল উঁচিয়ে কিছু বলছেন। বুমরাহ হাসছেন। চতুর্থ দিনের খেলায় অনেক বারুদ লুকিয়ে আছে বলেই মনে হচ্ছে।
বুমরাহ তাঁর প্রথম ইনিংসের পারফরম্যান্স প্রসঙ্গে বলেন, ''ক্লান্ত ছিলাম। তাছাড়া এখন আর ২১–২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো যায় না। পাঁচ উইকেট নিলেই লাফিয়ে উল্লাস করার বয়স পেরিয়ে এসেছি। পরের বল করাই এখন লক্ষ্য।''
Jasprit Bumrah makes it to the Lord's Honours Board for the first time ????
— ICC (@ICC)
More from Day 2️⃣ ???? https://t.co/TzTN3fH2l3 pic.twitter.com/QhTeMKsIZtTweet by @ICC
এই নিয়ে ১৫ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর মধ্যে ১৩টিই দেশের বাইরে। যার ফলে তিনি টপকে গেলেন অগ্রজ কপিল দেবকে। টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন কপিলও। তাছাড়াও তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এশিয়ান বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারী হিসেবে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ। এই চারটি দেশে আক্রমের উইকেট সংখ্যা ১৫১টি।
ঐতিহাসিক লর্ডসের ‘অনার্স বোর্ড’-এ নাম ওঠায় বুমরাহ রোমাঞ্চিত। ভারতের তারকা পেসার বলেন, ''এটা অবশ্যই ভালো লাগার ব্যাপার। ভবিষ্যতে ছেলেকে বলার মতো গল্প পেলাম।'' লর্ডস টেস্টে ভাল কিছু করতে ভারতের আশাভরসা সেই জশপ্রীত বুমরাহ।
