আজকাল ওয়েবডেস্ক: লর্ডসে ফিরেই স্বমহিমায় যশপ্রীত বুমরা। ৭৪ রানে তুলে নিলেনউইকেটহেডিংলির পর লর্ডস। মাঝে এজবাস্টন টেস্ট খেলেননি

চলতি সিরিজে বল নিয়ে বারবার বিতর্ক দেখা দিচ্ছে। লর্ডস টেস্টে দ্বিতীয় দিনে তা সীমা ছাড়াল। ভারত অধিনায়ক শুভমান গিলকে বারবার দেখা গেল আম্পায়ারদের সঙ্গে বল নিয়ে কথা বলছেন। ক্ষোভ প্রকাশ করেছেন মহম্মদ সিরাজ

?ref_src=twsrc%5Etfw">July 11, 2025

নতুন বল নেওয়ার পর মাত্র ৬৩ বল খেলতেই তা আকার হারায়। পরে পরিবর্তিত বলটিও মাত্র ৪৮ বল পরেই আবার বদলাতে হয়হ্যারি ব্রুক, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকসজোফ্রা আর্চারকে ফেরান বুম বুম বুমরাহএই নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন ভারত অধিনায়ক শুভমান গিল। পল রাইফেল এবং শরফুদ্দৌলার সঙ্গে বেশ উত্তেজিতভাবে কথা বলতেও দেখা যায় তাঁকে।   

 

আরও পড়ুন: 'ওকে বলেছিলাম ১০০ করার...', পন্থের রান আউটের জন্য দায়ী তিনি, লোকেশ রাহুল একজনই হন

 

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকদের বুমরাহ বলেন, ''বারবার বল বদলাতে হচ্ছে। এতে আমাদের কিছু করার নেই। আমি এ নিয়ে কিছু বললে জরিমানা হয়ে যেতে পারে। আমি পরিশ্রম করে রোজগার করি, জরিমানা দিয়ে দিতে চাই না।'' বুমরাহর সংযোজন, ''আমরা যা বল পেয়েছি, সেটি দিয়েই বল করেছি। মাঝে মাঝে বল ভাল থাকে, মাঝে মাঝে খারাপ থাকে। এটা খেলারই অংশ। আমরা কিছুই করতে পারি না, মানিয়ে নিতে হয়''

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৭৪ রানে ৫ উইকেট নিয়েছেন বুমরাহ। তবু তেমন উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাকে। আবার দ্বিতীয় ইনিংসে তাঁকে খেলতে গিয়ে অসউপায় অবলম্বন করেন ইংল্যান্ডের ওপেনার জাক ক্রলি। 

Jasprit Bumrah picked up his first five-for at Lord's, England vs India, 3rd Test, Lord's, London, 2nd day, July 11, 2025

সময় নষ্ট করেন। বুমরাহ বল করতে এলে তিনি উইকেট থেকে সরে যান। হাতে আঘাত পেয়েছেন এই অজুহাতেও সময় নষ্ট করতে থাকেন। তৃতীয় দিনের শেষ বেলায় ২ ওভার করতে পারত ভারত। কিন্তু ইংল্যান্ডের ওপেনাররা সময় নষ্ট করায় এক ওভার করার সুযোগ পান বুমরাহরা

নানা অছিলায় সময় নষ্ট করা দেখে ভারতীয় ফিল্ডাররা হাততালি দিতে শুরু করেন। কিন্তু ক্রলিডাকেট পালটা তর্ক জুড়ে দেন। গিলকে দেখা যায় আঙুল উঁচিয়ে কিছু বলছেন। বুমরাহ হাসছেন। চতুর্থ দিনের খেলায় অনেক বারুদ লুকিয়ে আছে বলেই মনে হচ্ছে।

বুমরাহ তাঁর প্রথম ইনিংসের পারফরম্যান্স প্রসঙ্গে বলেন, ''ক্লান্ত ছিলামতাছাড়া এখন আর ২১২২ বছরের মতো উচ্ছ্বাস দেখানো যায় না। পাঁচ উইকেট নিলেই লাফিয়ে উল্লাস করার বয়স পেরিয়ে এসেছিপরের বল করাই এখন লক্ষ্য'' 

এই নিয়ে ১৫ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর মধ্যে ১৩টিই দেশের বাইরে। যার ফলে তিনি টপকে গেলেন অগ্রজ কপিল দেবকে। টেস্টে বিদেশের মাটিতে ১২ বার এক ইনিংসে পাঁচ উইকেট বা তার বেশি পেয়েছেন কপিলও। তাছাড়াও তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এশিয়ান বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারী হিসেবে শীর্ষে উঠে এসেছেন বুমরাহ। এই চারটি দেশে আক্রমের উইকেট সংখ্যা ১৫১টি। 

তিহাসিক লর্ডসের ‘অনার্স বোর্ড’-এ নাম ওঠা বুমরাহ রোমাঞ্চিতভারতের তারকা পেসার বলেন, ''এটা অবশ্যই ভালো লাগার ব্যাপারভবিষ্যতে ছেলেকে বলার মতো গল্প পেলাম'' লর্ডস টেস্টে ভাল কিছু করতে ভারতের আশাভরসা সেই জশপ্রীত বুমরাহ। 

আরও পড়ুন: পিএসজি না চেলসি, ক্লাব বিশ্বকাপে শেষ হাসি কার জন্য তোলা? হাইভোল্টেজ ফাইনাল জবাব দেবে সব প্রশ্নের