'ধুরন্ধর' থেকে 'ছাবা': ২০২৫-এ মুক্তি পেল কোন কোন বলিউড ছবি? কারাই বা ঝড় তুলল বক্স অফিসে?
১৭ ডিসেম্বর ২০২৫ ১৮ : ১৮
- 1
- 15
২০২৫ প্রায় শেষের পথে। এই বছর একাধিক বিগ বাজেট হিন্দি ছবি মুক্তি পেয়েছে। কিছু ভাল ব্যবসা করেছে, কিছু আবার একেবারেই মুখ থুবড়ে পড়েছে। 'ছাবা' থেকে 'ধুরন্ধর' এর মতো কিছু ছবি আবার দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। বছর শেষ হওয়ার আগে দেখুন এই বছর কোন কোন বলিউড ছবি মুক্তি পেয়েছে, এবং কে কেমন ব্যবসা করল। ছবি-সংগৃহীত
- 2
- 15
ছাবা: ১২০ বাজেটে নির্মিত এই ছবিটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল। ছত্রপতি সম্ভাজি মহারাজের উপর নির্মিত এই ছবিটিতে মুখ্য ভূমিকায় ছিলেন ভিকি কৌশল, রশ্মিকা মন্দানা, অক্ষয় খান্না, প্রমুখ। ভারতীয় বক্স অফিসে 'ছাবা' ৭১৬ কোটি ৯১ লাখ টাকার ব্যবসা করেছিল, এবং গোটা বিশ্বজুড়ে ৮০৭ কোটি ৯১ লাখ টাকা। ছবি-সংগৃহীত
- 3
- 15
সাইয়ারা: এই রোমান্টিক হিন্দি ছবিটি মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে যেন আলোড়ন ফেলে দিয়েছিল। মাত্র ৫০ কোটি টাকায় তৈরি হওয়া ছবিটি ভারতে ৩৯৮.৮৩ কোটি টাকা আয় করেছে। আর বিশ্বজুড়ে ৫৬৯.৭৫ কোটি টাকা। আহান পাণ্ডে এবং অনীত পাড্ডা অভিনীত ছবিটি ১৮ জুলাই মুক্তি পেয়েছিল। ছবি-সংগৃহীত
- 4
- 15
ওয়ার ২: যশরাজ স্পাই ইউনিভার্সের এই ছবিটি ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি হলেও, বক্স অফিস থেকে লাভ করতে পারেনি। বিশ্বজুড়ে ৩৬৪.৩৫ কোটি টাকাতেই আটকে গিয়েছে 'ওয়ার ২'-এর দৌড়। হৃতিক রোশন, কিয়ারা আদবানি, জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি ভারতীয় বক্স অফিসে মাত্র ২৮২.৬ কোটি টাকা আয় করেছিল। এটি মুক্তি পেয়েছিল ১৪ আগস্ট। ছবি-সংগৃহীত
- 5
- 15
হাউজফুল ৫: 'হাউজফুল' ফ্র্যাঞ্চাইজির পঞ্চম ছবি, 'হাউজফুল ৫' চলতি বছর মুক্তি পেয়েছে। কিন্তু এটিও বক্স অফিসে বিশেষ ছাপ ফেলতে পারেনি। অক্ষয় কুমার অভিনীত ছবিটি ২৫০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল, বিশ্বজুড়ে এর মোট আয় ছিল ২৮৮.৫৮ কোটি টাকা। ভারতে ২১৮.৩৩ কোটি টাকা আয় করেছিল। এই ছবিটি ৬ জুন মুক্তি পেয়েছিল। ছবি-সংগৃহীত
- 6
- 15
রেইড ২: 'রেইড' ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতে অজয় দেবগন ছাড়াও রীতেশ দেশমুখকে দেখা গিয়েছিল। ১২০ কোটি বাজেটে তৈরি হওয়া ছবিটি দেশের বাজারে ২০৬ কোটি টাকার ব্যবসা করেছিল। আর বিশ্বজুড়ে এর মোট আয়ের পরিমাণ ছিল ২৩৭ কোটি টাকা। 'রেইড ২' ছবিটি ১ মে বক্স অফিসে মুক্তি পেয়েছিল। ছবি-সংগৃহীত
- 7
- 15
সিতারে জমিন পর: 'তারে জমিন পর' ছবির প্রায় দুই দশক পর মুক্তি পেল 'সিতারে জমিন পর'। লাল সিং চাড্ডার ভরাডুবির পর এই ছবির হাত ধরে ফের বড়পর্দায় ফিরলেন আমির খান। ১২২ কোটি টাকায় তৈরি এই ছবিটি বক্স অফিসে মোট ২৬৭.৩৪ কোটি টাকার ব্যবসা করেছে। ভারতীয় বক্স অফিসে আয়ের পরিমাণ ছিল ২০০.৫৯ কোটি টাকা। ২০ জুন মুক্তি পেয়েছিল ছবিটি। ছবি-সংগৃহীত
- 8
- 15
থাম্মা: আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিটি ১৮৭.৫৯ কোটি টাকা আয় করেছিল বক্স অফিসে, যেখানে এর বাজেট ছিল ১২৫ কোটি টাকা। এই বছরের দীপাবলির সময় ২১ অক্টোবর মুক্তি পেয়েছিল ছবিটি। ছবি-সংগৃহীত
- 9
- 15
জলি এলএলবি থ্রি: 'জলি এলএলবি' ফ্র্যাঞ্চাইজির এই ছবিতে গত দুই বারের জলি অর্থাৎ অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারশিকে মুখোমুখি হতে দেখা যায়। ১২০ কোটি টাকায় তৈরি ছবিটি গোটা বিশ্বজুড়ে ১৭০.৮ কোটি টাকা আয় করেছিল। ভারতীয় বাজারে সেই আয়ের পরিমাণ ছিল ১৩৯.৩ কোটি টাকা। ১৪ নভেম্বর মুক্তি পেয়েছিল ছবিটি। ছবি-সংগৃহীত
- 10
- 15
স্কাইফোর্স: প্রজাতন্ত্র দিবসের আবহে ২৪ জানুয়ারি মুক্তি পেয়েছিল 'স্কাইফোর্স'। অক্ষয় কুমার অভিনীত ছবিটি বক্স অফিসে ফ্লপ করে। ১৬০ কোটি বাজেটের ছবিটি বিশ্বজুড়ে মাত্র ১৪৯ কোটি টাকা তুলতে পেরেছিল। ভারতে সেই অঙ্কের পরিমাণ ছিল মাত্র ১৩৪.৫ কোটি টাকা। ছবি-সংগৃহীত
- 11
- 15
সিকান্দর: এক বছর বিরতির পর এই ইদে আবারও মুক্তি পেয়েছিল সলমন খানের ছবি। কিন্তু একেবারেই দাগ কাটতে পারেনি 'সিকান্দর'। ২০০ কোটি বাজেট ছিল, কিন্তু বক্স অফিসে সব মিলিয়ে মাত্র ১৮৪.৬ কোটি টাকা আয় করেছিল। ছবি-সংগৃহীত
- 12
- 15
ধুরন্ধর: বক্স অফিসে এখন দাপট দেখাচ্ছে এই ছবি। রণবীর সিং, অক্ষয় খান্না অভিনীত এই ছবিটি বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। প্রভাব পড়ছে বক্স অফিসেও। ২২৫ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি ইতিমধ্যেই ভারতে ২৪৮.৭৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। গোটা বিশ্বজুড়ে ৩১৯.২৫ কোটি টাকায় দাঁড়িয়ে আছে এখন, যা আগামীতে আরও বাড়বে গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবিটি। ছবি-সংগৃহীত
- 13
- 15
তেরে ইশক মে: ধনুশ এবং কৃতি শ্যানন অভিনীত ছবিটিও অপ্রত্যাশিত ভাবে বক্স অফিসে ভাল ব্যবসা করছে। ৯৫ কোটি বাজেটে তৈরি হওয়া ছবিটি ইতিমধ্যেই গোটা বিশ্বজুড়ে ১৫০.৩৫ কোটি টাকা আয় করে ফেলেছে। এটি গত ২৮ নভেম্বর মুক্তি পেয়েছে। ছবি-সংগৃহীত
- 14
- 15
এছাড়া 'কান্তারা' ছবিটির হিন্দি ভার্সনও ভারতীয় বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে। এর মোট আয় ২২৪.৫৩ কোটি টাকা ছিল। 'মহাবতার নরসিংহ'ও এই একই দলে পড়বে। এর হিন্দি ভার্সন ভারতে ২৪৭.৯৬ কোটি টাকা আয় করেছিল। ছবি-সংগৃহীত
- 15
- 15
