আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ইউ টার্ন পৃথ্বী শয়ের। দিল্লি ক্যাপিটালস তাঁকে কেনার পর ১৮০ ডিগ্রি ঘুরে যান তারকা ওপেনার। আইপিএলের নিলামে দু'বার অবিক্রিত থাকার পর নিজের ইনস্টাগ্রামে একটি হার্টব্রেক ইমোজি পোস্ট করেন কিন্তু তৃতীয় দফায় দিল্লি ক্যাপিটালস তাঁকে কেনার পর সেই পোস্ট সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন। ওপেনিং সেশনে ৭৫ লক্ষ বেস প্রাইজে তাঁকে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেনি। অবিক্রিত প্লেয়ারদের তালিকায় তাঁর নাম ওঠে। কিন্তু দ্বিতীয়বারও কোনও দল তাঁকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেনি। তারওপর নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন পৃথ্বী। তাতে লেখেন, 'ঠিক আছে।' তার সঙ্গে একটি হার্টব্রেক ইমোজি জুড়ে দেন। কিন্তু নিলামের শেষদিকে তাঁর ভাগ্য খুলে যায়। তৃতীয় দফায় তাঁকে নেওয়ার আগ্রহ প্রকাশ করে দিল্লি। 

আইপিএলে দল পাওয়া‌ মাত্র নিজের পুরোনো পোস্ট মুছে দেন। ছয় মিনিটের মধ্যে সেই পোস্ট উড়িয়ে নতুন পোস্ট দেন। ফ্র্যাঞ্চাইজির পোস্ট নিজের স্টোরিতে ভাগ করে নেন। তাতে অধিনায়ক অক্ষর প্যাটেলের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে। সেই পোস্টের ক্যাপশনে লেখেন, 'নিজের পরিবারে ফেরা।' সঙ্গে একটি হৃদয়ের ইমোজি জুড়ে দেন। ২০১৮ থেকে ২০২৪ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন পৃথ্বী। চলতি বছরের অক্টোবরে রঞ্জি ট্রফিতে দ্রুততম অর্ধশতরান করেন। ঘরোয়া ক্রিকেটে ছন্দে ছিলেন। তাই নিলামে দল পাওয়ার আশা ছিল। কিন্তু প্রথম দুই রাউন্ডে অবিক্রিত থাকার পর হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। কিন্তু শেষপর্যন্ত দল পাওয়ায় সেটা ডিলিট করে দেন। 

একটা সময় সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারদের তালিকায় ছিলেন পৃথ্বী। তাঁকে শচীন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা হত। কিন্তু বেহিসেবী জীবনযাত্রার জন্য মূল ক্রিকেট থেকে পিছিয়ে পড়েন। তারপর একাধিক ব্যক্তিগত ঝামেলায় জড়ান। বর্তমানেও তাঁর বিরুদ্ধে একটি মামলা চলছে। যা ভুয়ো বলে দাবি তোলেন তারকা ক্রিকেটার। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিল শ্লীলতাহানির অভিযোগ আনেন পৃথ্বীর বিরুদ্ধে। সেটাকে ভুয়ো বলে দাবি করেন তারকা ক্রিকেটার। জানান, ব্যক্তিগত সম্পর্ক, ঈর্ষা এবং প্রচারের জন্যই এই অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার মুম্বই কোর্টে লিখিতভাবে সেটাই জানান পৃথ্বী। দাবি করেন, তাঁর সুনাম নষ্ট করাই প্রাথমিক লক্ষ্য। এছাড়াও জানান, ২০২৩ সালে একটি হোটেলে গিলের সঙ্গে ঝামেলায় জড়ান পৃথ্বী। তারই প্রতিশোধ নেন গিল। হোটেলে সেলফি তোলা নিয়ে ঝামেলার সূত্রপাত। তারপর তারকা ক্রিকেটারকে আক্রমণ করেন। জামিনে মুক্তি পাওয়ার পর আন্ধেরি পুলিশ স্টেশনে পৃথ্বী এবং তাঁর বন্ধু আশিস যাদবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।