আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...

সঞ্জয়ের স্ত্রীর নামে এবার তোপ দাগলেন করিশ্মার প্রাক্তন ননদ!
করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যুর পর থেকে বিতর্ক যেন থামছেই না। এতদিন অভিনেত্রী এবং তাঁর সন্তানেরা সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলছিলেন, কখনও করিশ্মার সন্তানদের ফিজ না দেওয়ার, তো কখনও উইলে সই জাল করার। এরপর প্রায় একই সুর শোনা যায় সঞ্জয় কাপুরের মায়ের গলায়। তিনিও তাঁর বউমার নামে একাধিক অভিযোগ আনেন। এবার মুখ খুললেন প্রয়াত ব্যবসায়ীর বোন, মন্দিরা কাপুর। তিনি এদিন জানান তাঁর মা যেখানে মাত্র কয়েক লাখ টাকা প্রতি মাসে মাইনে পান, সেখানে বাইরের একজন হয়ে প্রিয়া কোটি কোটি টাকা পারিশ্রমিক নেন। এই বিষয়ে একটি পডকাস্টে মন্দিরা বলেন, 'রক্ত এবং বাইরের মানুষের মধ্যে ফারাক আছে। আমার বাবা যখন জীবিত ছিল, মা সেই সময় অনেক বেশি পারিশ্রমিক পেত। এমনকী আমার ভাই জীবিত ছিল যখন, তখনও। কিন্তু আমার মা তখন দেখত না যে তিনি কত, কী পেতেন। এখন দেখতে গিয়ে আমরা জানতে পারি, আগে মা মাসে ২১ লাখ টাকা মাইনে পেত, এখন ১২ লাখ টাকা পায়। আর একজন বাইরের লোক হয়ে প্রিয়া ৩ থেকে ৫ কোটি টাকা নেয় প্রতি মাসে। আর যে কোম্পানি তৈরি করল তিনি পান ১২ লাখ।' প্রসঙ্গত ১২ জুন লন্ডনে মারা যান সঞ্জয় কাপুর। এরপর থেকেই তাঁর বিপুল সম্পত্তি নিয়ে জটিলতা তৈরি হয়। 

'ধুরন্ধর'-এ অক্ষয় খান্না, অর্জুন রামপালকেই কেন নেতিবাচক চরিত্রে নিলেন, জানালেন মুকেশ ছাবরা
যাঁদের নেতিবাচক চরিত্রে দেখে এসেছেন দর্শক, তাঁদের কারও বদলে কেন অক্ষয় খান্না, অর্জুন রামপালকেই 'ধুরন্ধর' ছবির জন্য বেছে নিয়েছিলেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা ছবি বক্স অফিসে হিট করতেই কারণ প্রকাশ্যে আনলেন। এদিন একটি সাক্ষাৎকারে মুকেশ জানান তিনি সবসময় ভাবতে থাকেন যে মানুষকে কী করে চমক দেওয়া যায়। কাস্টিং আরও আকর্ষণীয়, চমকপ্রদ, মজার কীভাবে বানানো যায়। এই ছবির ক্ষেত্রেও তিনি একই রকম ভেবেছিলেন। মুকেশ জানান, 'মানুষ ছবিটিতে টুইস্টের প্রত্যাশা করছিল। তাই আমি সেই চমক কাস্টিংয়ে রাখি। মানুষ যাতে বুঝতে পারে আমরা বেশ ভেবে চিনতে কাস্টিং করেছি, যাকে মনে হয়েছে তাঁকে নিয়ে নিইনি।' মুকেশ এদিন এও জানান অর্জুন হোক বা মাধবন বা অক্ষয়, প্রতিটি চরিত্রের কাস্টিং নিয়ে তাঁরা একাধিকবার ভেবেছেন, বিচার করেছেন যে এই চরিত্রে তাঁদের মানাবে কিনা, ঠিক লাগবে কিনা। তাঁর কথায়, 'আমি আর আদিত্য রোজ ২-৪ ঘণ্টা করে এটা নিয়ে বসতাম। আমরা এর আগে অন্য কিছু নাম ভেবেছিলাম, কিছু ওটিটির অভিনেতাদের নিয়ে ভেবেছিলাম। কিন্তু তারপর ঠিক করি বড় করেই বানানো যাক। অন্য রকম কিছু ভাবা যাক।' প্রসঙ্গত গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া 'ধুরন্ধর' বক্স অফিসে ঝড় তুলেছে। মুখ্য ভূমিকায় রয়েছেন রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুন, প্রমুখ। 

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতাকে হেনস্থা! অভিজ্ঞতা জানিয়ে কী বললেন অনুজ? 
গাড়ি রাখা নিয়ে বিতর্ক, এবং তারপরই গুরুগ্রামে হেনস্থা করা হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অনুজ সচদেবকে! এমনই অভিযোগ জানিয়েছেন তিনি। গত ১৪ ডিসেম্বর এই ঘটনাটি ঘটেছে বলেই জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, তাঁকে যিনি আক্রমণ করেছিলেন তিনি স্থানীয় কেউই ছিলেন। লাঠি দিয়ে অনুজ আক্রমণ করেছিলেন সেই ব্যক্তি, এবং মেরে ফেলার হুমকিও দেন। ছোটখাটো আঘাত লেগেছে অভিনেতার। গুরুতর কিছু না হলেও, এই ঘটনার পর পুলিশে অভিযোগ জানিয়েছেন। কিন্তু এফআইআর করার পরও যথাযথ কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানিয়েছেন অনুজ। 

'স্কাইফোর্স' থেকে 'ওয়ার ২', '১২০ বাহাদুর': ২০২৫-এ বক্স অফিসে কেন কোনও ম্যাজিক দেখাল না দেশপ্রেমের ছবি? 
সাম্প্রতিককালের 'জওয়ান' হোক বা 'পাঠান', 'টাইগার ৩', অতীতের 'বর্ডার', 'লক্ষ্য', ইত্যাদি ছবি মানেই বক্স অফিসে হিট। কিন্তু ২০২৫ সালটা যেন একটু অন্যরকম। এই বছর 'স্কাইফোর্স' থেকে শুরু করে 'কেশরী ২', 'ওয়ার ২', '১২০ বাহাদুর'-সহ একাধিক দেশপ্রেমের ছবি মুক্তি পাওয়া সত্ত্বেও, একটিও ছবি সেই অর্থে বক্স অফিসে প্রভাব ফেলতে পারল না। একমাত্র ব্যতিক্রম 'ধুরন্ধর'। কিন্তু কেন? তবে এই জ্যঁরের ছবি মানুষ আর চাইছেন না? না, বিষয়টা একেবারেই সেটা নয়। হলে 'ধুরন্ধর'-ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ত, কিন্তু সেটা হয়নি। তাহলে? নতুন ভাবে গল্পকে উপস্থাপন করার প্রয়োজন। প্রয়োজন শক্তিশালী গল্প এবং চমকের। সেটা রণবীর সিংয়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিতে ভরে ভরে রয়েছে। মহামারীর পর থেকে দর্শকদের স্বাদ যে বদলেছে সেটা স্পষ্ট। তাঁরা এখন যাই দেখুন না কেন তাতে সততা, বাস্তবের ছোঁয়া, রাজকীয় একটা বিষয় খুঁজছেন। অতীতের ছবির রিমিক্স দেখালে সেটা আর কাজ করবে না। তাই উক্ত ছবিগুলোতে উগ্র দেশপ্রেম, বর্ডারের টেনশন, ইত্যাদি থাকলেও সেটার প্রভাব বক্স অফিসে পড়েনি।