আজকাল ওয়েবডেস্ক:‌ ফিফা বিশ্বকাপের টিকিটের চাহিদা ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে টিকিটের দাম নিয়ে বড় আপডেট দিল বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। 


সম্প্রতি ২০২৬ বিশ্বকাপের গ্রুপবিন্যাস করেছে ফিফা। এবার টিকিট নিয়েও বড় আপডেট প্রকাশ্যে এল। ২০২৬ বিশ্বকাপে টিকিটের দাম নাকি অনেকটাই কমতে চলেছে। যদিও সেই কম দামের টিকিট নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্য রাখা হয়েছে।


২০২৬ সালে ফিফা বিশ্বকাপের আসর বসবে আমেরিকা, মেক্সিকো ও কানাডায়। ফিফা জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা। যদিও এই মূল্যও অনেকটাই বেশি। নেটিজেনরা বিক্ষোভ শুরু করেছেন যে সাধারণ মানুষ এত টাকা দিয়ে টিকিট কাটবেন কী করে?‌ 


এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেছেন, আমেরিকায় যে খেলাগুলি হবে সেই ম্যাচগুলিতে টিকিটের সর্বনিম্ন মূল্য পাঁচ হাজার টাকা করা হয়েছে। যদিও সেই টিকিট নাকি সকলে কিনতে পারবেন না। কিছু নির্দিষ্ট সংখ্যক দর্শকের জন্যই নাকি ফিফা এই মূল্যের টিকিট ধার্য্য করেছে। ফিফার বক্তব্য, এই নির্দিষ্ট সমর্থক দর্শক তারাই, যারা এর আগেও বিশ্বকাপে প্রিয় দলের খেলা দেখতে গিয়েছেন। সেই দর্শকদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা।


ফিফার কথা অনুযায়ী, প্রতি ম্যাচে দু’দলের ৪০০ থেকে ৭৫০ সমর্থককে কম দামের সেই টিকিট দেওয়া হবে। তাঁদের জন্য প্রতিটি মাঠে একটি বিশেষ আসন থাকবে। তার নাম করা হবে ‘সাপোর্টার এন্ট্রি টায়ার’। বাকি দর্শকরা আবার এত কম দামে টিকিট পাবেন না। যে দাম রাখা হয়েছে, সেই দামেই টিকিট কিনতে হবে তাঁদের। ফিফার এই দাবি মানতে পারছেন না দর্শকদের অনেকেই। 


প্রসঙ্গত, ২০২৬ বিশ্বকাপে তিন দেশের ১৬টি স্টেডিয়ামে হবে খেলা। তার মধ্যে আমেরিকার ১১, মেক্সিকোর তিন ও কানাডার দু’টি স্টেডিয়াম রয়েছে। এর মধ্যে আমেরিকার ১১টি স্টেডিয়ামেই কম দামের টিকিট পাওয়া যাবে। কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামে আবার সেই সুবিধা পাওয়া যাবে না বলে জানিয়েছে ফিফা। যা নিয়েও দর্শকদের মধ্যে বিরক্তি রয়েছে। 

এটা ঘটনা, মেসি–রোনাল্ডোর ২০২৬ শেষ বিশ্বকাপ হতে চলেছে। দুই তারকাকে বিশ্বকাপের সর্বোচ্চ মঞ্চে শেষবার মাঠে বসে দেখার সুযোগ হারাতে চাইবেন না দর্শকরা। সুযোগ বুঝে ফিফাও তাই টিকিটের দাম বাড়িয়ে দিতে চাইছে।