আজকাল ওয়েবডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হল। লখনউয়ের একানা স্টেডিয়ামে অতিরিক্ত কুয়াশার জন্য নির্ধারিত সময়ে টস হল না। দুই ফিল্ড আম্পায়ার ছ'দফা পর্যবেক্ষণের পরে জানালেন ম্যাচ করা সম্ভব হচ্ছে না। ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ফলাফল এখন ২-১ ভারতের পক্ষে।

দুই দলের ক্রিকেটাররা মাঠে নেমে ওয়ার্ম আপ করছিলেন। কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে গিয়েছিল। আধ ঘণ্টা বাদে বাদে দুই আম্পায়ার মাঠ পর্যবেক্ষণে যাচ্ছিলেন। আর প্রতিবারই ঘোষণা করা হচ্ছিল, পরবর্তী পর্যবেক্ষণ আধ ঘণ্টা বাদে। শেষে রাত সাড়ে ন'টা নাগাদ সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল একানা স্টেডিয়ামের ম্যাচ পরিত্যক্তই হয়ে গেল। 

আজ লখনউয়ে জিতলে ভারত সিরিজ জিতে নিত। কিন্তু ম্যাচ না হওয়ায় সিরিজ হারের আর সম্ভাবনা নেই ভারতের। পঞ্চম ম্যাচ দক্ষিণ আফ্রিকা জিতলে, সিরিজ ২-২-এ শেষ হবে। আর ভারত জিতে গেলে সিরিজের ফলাফল সূর্যকুমার যাদবের দলের অনুকূলে হবে ৩-১। অর্থাৎ টি-টোয়েন্টি ফরম্যাটে ভারত তাঁর দাপট বজায় রাখছে বিশ্বকাপের আগে।

এদিনের ম্যাচ জিতলে ভারত পঞ্চম ম্যাচে একাধিক পরিবর্তন আনত। বিশ্বকাপের আগে গৌতম গম্ভীর দেখে নিতেন অন্যদেরও। কিন্তু পঞ্চম ম্যাচে কি  গম্ভীর পরিবর্তনের পথে হাঁটবেন? চলতি মাসের ১৯ তারিখ পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ।

চলতি টি-টোয়েন্টি সিরিজে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম নিয়ে অনেকেই ভ্রু কুঁচকোচ্ছেন। তবে অধিনায়কের দুঃসময়ে তাঁর পাশে এসে দাঁড়াচ্ছেন সতীর্থরা। শিবম দুবে বলেছেন, ‘‌'সূর্য এমন একজন ক্রিকেটার যে একাই ম্যাচ জেতাতে পারে। তাই ফর্মে না থাকলেও সূর্যকে কোনওভাবেই খারাপ ক্রিকেটার বলা যাবে না।’‌ দুবে আরও যোগ করেছেন, ‘‌সূর্য অন‌্যতম সেরা ক্রিকেটার। ও যা করতে পারে, তা অনেকেই করতে পারে না। সঠিক সময়েই সূর্য রানে ফিরবে। যে কোনও দিন ব্যাটে ঝড় বইয়ে দেবে।’‌ শুভমানের ফর্ম নিয়েও কথা বলেছেন দুবে। বলেই দিয়েছেন, ‘‌অন্যতম সেরা ব্যাটার গিল ভাই। তাই রান না পেলেও চিন্তা নেই। ঠিক সময়ে খেলে দেবে।’‌' সূর্যর ব্যাটে রান চাইছেন সবাই। আহমেদাবাদে কি কাঙ্খিত রানের দেখা পাবেন সূর্যকুমার যাদব? সময় এর উত্তর দেবে।