২০২৬ সালে গুগল প্রথমবারের মতো এআই স্মার্ট চশমা আনতে চলেছে বাজারে, যা প্রযুক্তির জগতে নতুন অধ্যায় খুলবে।
2
6
স্যামসাং, জেন্টল মনস্টার ও ওয়ারবি পার্কার-এর সঙ্গে যৌথভাবে গুগল দুই ধরনের এআই চশমা তৈরি করছে, যা অ্যান্ড্রয়েড XR অপারেটিং সিস্টেমে চলবে।
3
6
প্রথম ধরণের ‘অডিও এআই গ্লাসেস’ স্ক্রিন ছাড়াই কাজ করবে, যেখানে মাইক্রোফোন, স্পিকার ও ক্যামেরার মাধ্যমে ব্যবহারকারী সরাসরি জেমিনি এআই-এর সঙ্গে কথা বলতে পারবেন।
4
6
দ্বিতীয় ধরণের ‘ডিসপ্লে এআই গ্লাসেস’-এ লেন্সের ওপর তথ্য ভেসে উঠবে, যেমন রাস্তাঘাটের দিকনির্দেশ বা তাৎক্ষণিক ভাষা অনুবাদের সাবটাইটেল।
5
6
এই স্মার্ট চশমাগুলি স্মার্টফোনের সঙ্গে ওয়্যারলেসভাবে যুক্ত থাকবে, এবং ফোনেই মূলত এআই প্রসেসিং হবে।
6
6
গুগলের নতুন এআই চশমা মেটার রে-ব্যান স্মার্ট গ্লাসের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। রে-ব্যান মেটা চশমা ইতিমধ্যেই বাজারে হিট হয়ে উঠেছে। সবচেয়ে জনপ্রিয় এআই চশমা হিসেবে উঠে এসেছে এই চশমার নাম।