১০০ বছর তৈরি হচ্ছে বিরল সমসপ্তক রাজযোগ। আর এর কারণেই ভাগ্যের হাল ফিরতে চলেছে ৫ রাশির। চাকরি, থেকে ব্যবসা, ব্যক্তিগত জীবন সবেতেই লাভবান হবেন। আসতে চলেছে সুসময়। ছবি- সংগৃহীত
2
7
আগামী ২০ ডিসেম্বর শুক্র ধনু রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে বৃহস্পতি বর্তমানে মিথুন রাশিতে অবস্থান করছে। এই দুই গ্রহ যখন একে অন্যের সপ্তম ঘিরে অবস্থান করে তখনই তৈরি হয় এই সমসপ্তক রাজযোগ। ফলে ২০ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ৫ রাশির জাতকেরা জ্যাকপট পেতে চলেছেন। তালিকায় আছেন কারা? ছবি- সংগৃহীত
3
7
মেষ: বাড়ি, গাড়ি কেনার কথা ভেবে থাকলে এটাই আদর্শ সময়। ইচ্ছেপূরণ হবে। পারিবারিক জীবনে কোনও জটিলতা চলে থাকলে সেটা কেটে যাবে। সুসম্পর্ক পুনঃস্থাপিত হবে। যাঁরা কোনও সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য পাবেন এই সময়। আত্মবিশ্বাস বাড়বে। নতুন কাজের সুযোগ আসবে। ছবি- সংগৃহীত
4
7
সিংহ: সন্তানের সঙ্গে সময় কাটাবেন। তাঁদের থেকে সুখবর পাবেন। বছরের গোড়াতেই ব্যবসায়ীরা বিপুল লাভ করবেন এই রাজযোগের কারণে। আয় বৃদ্ধির নতুন উপায় খুঁজে পাবেন। আর্থিক অবস্থা বর্তমানের তুলনায় অনেকটা ভাল হবে। সঙ্গীর সঙ্গে মিলে যৌথভাবে কোনও সম্পত্তি কিনতে পারেন বা কোথাও বিনিয়োগ করতে পারেন। ছবি- সংগৃহীত
5
7
তুলা: সামাজিক ক্ষেত্রে আপনার প্রতিপত্তি বাড়বে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার উন্নতি হবে। দাম্পত্য জীবনে সুখের হাওয়া লাগবে। পেশাগত জীবনে কোনও জটিলতা চলে থাকলে সেটা শীঘ্রই কেটে যাবে। মানসিক শান্তি ফিরবে। ছবি- সংগৃহীত
6
7
বৃশ্চিক: কোথাও কারও থেকে টাকা পাওয়ার থাকলে এই সময় সেটা ফেরত পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভাই-বোনদের থেকে সব রকম সাহায্য পাবেন। প্রভাবশালী লোকেদের সঙ্গে যোগাযোগ বাড়বে। ছবি- সংগৃহীত
7
7
মীন: এই সময়ে ভাগ্য প্রতিপদে আপনার সঙ্গে থাকবে। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। কোনও আইনি জটিলতা নিয়ে যদি চিন্তিত থাকেন, সেটা এই সময় সমাধান হবে। যাঁরা বহুদিন ধরে চাকরি খুঁজছেন, তাঁরা সফল হবেন। মার্কেটিং, ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের কেরিয়ার এক অনন্য উচ্চতায় পৌঁছবে এই রাজযোগের কারণে। ছবি- সংগৃহীত