আজকাল ওয়েবডেস্ক: লোকেশ রাহুলের নতুন ঠিকানা কি কেকেআর? গতবার দিল্লি ক্যাপিটালসের জার্সিতে লোকেশ রাহুল ভাল ছন্দে ছিলেন। 

নতুন মরশুমে লোকেশ রাহুলকে যদি কেকেআর শিবিরে দেখা যায়, তাহলেও অবাক হওয়ার কিছু নেই। রাহুলকে দলে নেওয়ার জন্য কেকেআর মুখিয়ে রয়েছে বলে জানা গিয়েছে।  

কলকাতা শিবির ছেড়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। বোলিং কোচ ভরত অরুণও সরে গিয়েছেন। লোকেশ রাহুলের কেকেআর-এ আসা ত্বরাণ্বিত হতে পারে অভিষেক নায়ারের জন্য। কলকাতা যে তাঁকে দলে নিয়ে আগ্রহী, সেই ব্যাপারে আভাসও পেয়েছেন লোকেশ রাহুল। লোকেশ রাহুল কেকেআর-এ এলে তাঁর হাতেই উঠবে অধিনায়কের আর্মব্যান্ড। 

আরও পড়ুন: 'কোন মুখে..', কিংবদন্তিদের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আফ্রিদিকে যোগ্য জবাব যুবরাজদের
গত মরশুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন লোকেশ রাহুল। তার আগের বার লোকেশ রাহুল ছিলেন লখনউ সুপার জায়ান্টস শিবিরে। 

দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তাঁকে ধমকাচ্ছেন, এই ছবি ভাইরাল হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে। ক্রিকেটার ও দলের কর্ণধারের সম্পর্ক নিয়ে চর্চা চলে বহুদিন। জল্পনা শুরু হয় দু'জনের সম্পর্ক নিয়েও। এহেন লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টস ছেড়ে চলে যান দিল্লি ক্যাপিটালসে। এবার সব ঠিকঠাক থাকলে দিল্লি থেকে কলকাতায় আসতে পারেন লোকেশ রাহুল। সেই সম্ভাবনা প্রবল। 

কারণ কেকেআর শিবিরের সহকারী কোচ অভিষেক নায়ার। তাঁর ও রাহুলের সম্পর্ক খুবই ভাল। বলা ভাল, নায়ারের কোচিংয়ে, তাঁর পরামর্শে লোকেশ রাহুল সাদা বলের ফরম্যাটে আগ্রহ ফিরে পেয়েছিলেন। একসঙ্গে বহু সময় তাঁরা কাটিয়েছিলেন। 

লোকেশের ভুল-ত্রুটি সংশোধন করে দেন অভিষেক নায়ার। সেই সময়ে লোকেশ রাহুলের পিছনে প্রচুর সময় খরচ করেছিলেন তিনি। 

 

?ref_src=twsrc%5Etfw">April 6, 2025

গতবারের আইপিএল চলাকালীন লোকেশ রাহুল সহকারী কোচ অভিষেক নায়ার প্রসঙ্গে বলেছিলেন, ''গত বছর থেকে সাদা বল নিয়ে প্রচুর খেটেছি। এর জন্য অভিষেক নায়ারের কৃতিত্ব রয়েছে। ভারতীয় দলে আসার পর থেকে ওঁর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি। কত কথা হয়েছে আমাদের মধ্যে। কীভাবে আরও উন্নতি করা যায় তা নিয়েও আলোচনা হয়েছিল। মুম্বইয়ে আমরা ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়েছি। নায়ারের প্রশিক্ষণেই সাদা বলের ক্রিকেটের প্রতি আমার আগ্রহ ফিরে আসে।'' 

গত বার কলকাতা নাইট রাইডার্স হতশ্রী পারফরম্যান্স করে। তার পিছনে ছিল ভ্রান্ত নীতি। শ্রেয়স আইয়ারকে সরিয়ে দেওয়া হয়। তাঁর পরিবর্তে অজিঙ্ক রাহানেকে ক্যাপ্টেন করা হয়। লিগ পর্ব থেকেই ছিটকে যায় কেকেআর। নতুন মরশুমে ভাল কিছু করতে চায় কেকেআর। সেই কারণে দলে এবার বড়সড় পরিবর্তন ঘটতে চলেছে। 

১৪ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল লোকেশ রাহুলকে। এবার সব ঠিকঠাক থাকলে ঠিকানা বদলাতে পারে লোকেশ রাহুলের। দিল্লি থেকে আসতে পারেন কলকাতায়। লোকেশ রাহুল আসবেন কিনা, তার উত্তর দেবে সময়। তবে তাঁকে দলে নেওয়ার জন্য কেকেআর যে উঠেপড়ে লেগেছে একথা বলে দেওয়াই যায়। 

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরে স্ট্যান্ড বাই হিসেবে যাচ্ছেন বাংলার ক্রিকেটার, নেতৃত্বে মাত্রে, দলে জায়গা পেয়েছেন সূর্যবংশী ...