দরজায় কড়া নাড়ছে ২০২৬। আগামী বছর কোন রাশির প্রেম জীবন কেমন হবে? কারা প্রেমে পড়বেন, কারাই বা ছাদনাতলায় যাবেন জেনে নিন। সম্ভাবনা রয়েছে কাদের বিয়ে বা প্রেম ভাঙার?
2
13
মেষ: মোটামুটি কাটবে প্রেম জীবন। সম্পর্ক না ভাঙলেও, কোনও মতে টেনে নিয়ে যাবেন। বিশেষ করে বছরের দ্বিতীয়ার্ধে জীবন ধৈর্যের পরীক্ষা নেবে আপনার। বিশ্বাসভঙ্গ হতে পারে।
3
13
বৃষ: একাধিক মিষ্টি চমক পেতে পারেন। বছরের গোড়ার দিকে যদিও কিছু সমস্যায় পড়তে হতে পারে। কিন্তু শীঘ্রই সেগুলোর মোকাবিলা করে নেবেন। বছর শেষ হওয়ার আগে বিয়ের কথা পাকা হতে পারে।
4
13
মিথুন: ২০২৬ আপনাকে একাধিক শিক্ষা দেবে প্রেম জীবনে। তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে, বুঝে পা ফেলুন। তবে যদি ঠান্ডা মাথায় সমস্যার মোকাবিলা করতে পারেন আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। সিঙ্গলরা নতুন সম্পর্কে জড়াতে পারেন।
5
13
কর্কট: একদম মাখনের মতো চলবে প্রেম জীবন। বিবাহিতদের দাম্পত্য জীবন দারুণ সুখে কাটবে। সিঙ্গলদের এমন কারও সঙ্গে আলাপ হতে পারে যার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন।
6
13
সিংহ: ভুল বোঝাবুঝি মিটিয়ে ভাঙা সম্পর্ক জোড়া লাগবে। তবে যাঁরা সিঙ্গল, তাঁদের এই বছরও একাই কাটাতে হবে। বুদ্ধি দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন সম্পর্কের ক্ষেত্রে।
7
13
কন্যা: ধৈর্যের পরীক্ষায় সফল হলে শেষ পর্যন্ত হাসি আপনিই হাসবেন। কিন্তু বছরের প্রথম ভাগে একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। মনে হতে পারে, সম্পর্কটা বুঝি টিকল না। সিঙ্গল যাঁরা তাঁরা মনের মানুষ খুঁজে পাবেন।
8
13
তুলা: বিবাহিতদের আগামী বছরটা বেশ ভালই কাটবে। একসঙ্গে সময় কাটানোর একাধিক সুযোগ পাবেন। সঙ্গীর থেকে অনেক সুন্দর চমক পাবেন।
9
13
বৃশ্চিক: সম্পর্ক ভাঙতে পারে। বা যাঁরা এখনও সম্পর্কে জড়াননি, কিন্তু কাউকে পছন্দ করেন, তাঁদের সেই সম্পর্ক শুরু হতে সময় লাগবে। আবার নাও হতে পারে।
10
13
ধনু: জীবনে এমন কেউ আসবে যিনি আপনাকে বুঝবে। তবে আপনার মুড সুইং নিয়ন্ত্রণে রাখা জরুরি। যদি কোনও ক্ষেত্রে মনে হয় যে মিক্সড সিগন্যাল পাচ্ছেন, তবে বছরের শেষে সেই কনফিউশন দূর হবে। নিজের উত্তর পাবেন।
11
13
মকর: যাঁরা সম্পর্কে রয়েছেন তাঁদের সেই সম্পর্ক আরও দৃঢ় হবে। সিঙ্গলদের এমন কারও সঙ্গে আলাপ হতে পারে, যাঁর সঙ্গে সময় কাটিয়ে বা কথা বলে মনে হবে এর জন্যই অপেক্ষা করছিলেন। ফলে নতুন সম্পর্কে জড়াতে পারেন
12
13
কুম্ভ: নতুন প্রেম আসবে জীবনে। এমনকী ভাঙা প্রেম জোড়া লাগতে পারে। বিয়ের কথা পাকা হতে পারে। যেতে পারেন ছাদনাতলায়।
13
13
মীন: যাঁরা প্রেম করছেন, তাঁরা পরবর্তী ধাপ অর্থাৎ বিয়ের দিকে এগোবেন। যে বিবাহিতদের দাম্পত্য জীবনে জটিলতা চলছে, তাঁরা সেগুলো কাটিয়ে উঠবেন। যাঁরা সিঙ্গল তাঁরা 'সত্যিকারের' প্রেমের দেখা পেলেও পেতে পারেন।