বলিউডে তারকা মানেই শুধু খ্যাতি, ক্যামেরা আর রেড কার্পেট নয়। অনেকের কাছেই বক্স অফিস সাফল্যের পর খ্যাতির দরজা পুরোপুরি খোলা থাকে না। কিন্তু রুপোলি পর্দার জাঁকজমকের বাইরেও বলিউডের বহু তারকা নিজের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন অন্য এক জগতে-ব্যবসায়। ফ্যাশন, প্রযুক্তি, সোশ্যাল মিডিয়া, হোলিস্টিক লাইফস্টাইল বিভিন্ন ক্ষেত্রে সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন তারকারা। তারকাখ্যাতিকে কাজে লাগিয়ে তৈরি করেছেন হাই-এন্ড ফ্যাশন ব্র্যান্ড, অত্যাধুনিক টেক প্ল্যাটফর্ম, ইকো-ফ্রেন্ডলি বিউটি লাইন থেকে শুরু করে একের পর এক স্টার্টআপ। এখানে রইল এমন ৮জন বলিউড সেলিব্রিটি, যারা সফলভাবে পা রেখেছেন উদ্যোক্তার জগতে।
2
9
শাহরুখ খান: ২০০২ সাল থেকেই স্ত্রী গৌরী খানের সঙ্গে শাহরুখ সামলাচ্ছেন তাঁর প্রোডাকশন হাউস রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। ‘ওম শান্তি ওম’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘জওয়ান’ হিট ছবির পাশাপাশি এই সংস্থা পরিচালনা করে ফিল্ম ডিস্ট্রিবিউশন, ভিএফএক্স ও স্পেশ্যাল ইফেক্টসের কাজও। ‘রা.ওয়ান’, ‘কৃশ ৩’-এর মতো ছবির ভিএফএক্সের পেছনেও রয়েছে রেড চিলিজ। তাছাড়া ২০০৮ সাল থেকে শাহরুখের মালিকানায় রয়েছে আইপিএলের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্স, যারা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে (২০১২, ২০১৪, ২০২৪)। এছাড়া চলতি বছর তিনি বিনিয়োগ করেছেন কিড জানিয়া, মীরকাট এবং নুমি-র মতো বিভিন্ন প্ল্যাটফর্মেও।
3
9
দীপিকা পাড়ুকোন : ২০১২ সালে দীপিকা শুরু করেন কেএ এন্টারপ্রাইজেস (KA Enterprises) , যেখানে সাধারণ মানুষের জীবনযাপনের সঙ্গে যুক্ত বিভিন্ন স্টার্টআপে বিনিয়োগ করা হয়। ফুরলেঙ্কো, ব্লু স্মার্ট, মোকোবারা-এর মতো সংস্থায় রয়েছে তাঁদের ইনভেস্টমেন্ট। ২০২২ সালে দীপিকা লঞ্চ করেন তাঁর স্কিনকেয়ার ব্র্যান্ড ৮২°ই ( 82°E), যা সহজ ও কার্যকর সেল্ফ-কেয়ারের বার্তা দেয়। এরপর ২০১৫ সালে তিনি মিন্ত্রা–র সঙ্গে যুক্ত হয়ে শুরু করেন নিজের পোশাক ব্র্যান্ড অল অ্যাবাউট ইউ, যা পরে মিন্ত্রা কিনে নেয়। পাশাপাশি চলতি বছর তিনি বিনিয়োগ করেছেন নুয়া, এপিগ্যামিয়া, সুপার টেইলস সহ আরও বহু প্রতিষ্ঠানে।
4
9
কৃতি স্যানন: ২০২৩ সালে কৃতি বাজারে আনেন নিজের বিউটি ব্র্যান্ড হাইফেন, যেখানে রয়েছে ভেগান ও ক্রুয়েলটি-ফ্রি স্কিনকেয়ার পণ্য। একই বছর তিনি শুরু করেন নিজের প্রোডাকশন হাউজ ব্লু বাটারফ্লাই ফ্লিমজ, যার প্রথম প্রজেক্ট ছিল নেটফ্লিক্স ফিল্ম দো পত্তি। এছাড়াও তাঁর পোশাক ব্র্যান্ড মিস.টেকেন এবং ফিটনেস কোম্পানি দ্য ট্রাইব-এর সঙ্গে তিনি যুক্ত।
5
9
রিয়া চক্রবর্তী: ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে রিয়া শুরু করেছেন নিজের ফ্যাশন ব্র্যান্ড চ্যাপ্টার ২, যার মূল ভাবনা আত্মবিশ্বাস, নতুন শুরু এবং নিজের শক্তিকে নতুন করে চিনে নেওয়া। চলতি বছর একই নামে চালু করেছেন একটি পডকাস্টও, যেখানে জীবনের নতুন অধ্যায়, সাহস, আত্ম উন্নয়ন ও নতুন সূচনার গল্প উঠে আসে। প্রথম অতিথি ছিলেন সুস্মিতা সেন।
6
9
শ্রদ্ধা কাপুর: ২০২১ সালে শ্রদ্ধা বিনিয়োগ করেন বিউটি ও পার্সোনাল কেয়ার ব্র্যান্ড মাই গ্ল্যাম–এ এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি। ২০২৪ সালে তিনি সহ-প্রতিষ্ঠা করেন জুয়েলারি ব্র্যান্ড প্যালমোনাস, যেখানে লক্ষ্য স্টাইলিশ কিন্তু সাশ্রয়ী মূল্যে টেকসই গয়না পৌঁছে দেওয়া। এছাড়া চলতি বছরেই তিনি বিনিয়োগ করেছেনবেলা কাসা ও শূন্য-র মতো ব্র্যান্ডেও।
7
9
সলমন খান: ২০০৭ সালে সলমন শুরু করেন বিয়িং হিউম্যান, যা শুধু একটি পোশাক ব্র্যান্ড নয়, সামাজিক উদ্যোগেরও অংশ। এছাড়া তাঁর জিম চেইন এসকে-২৭, পুরুষদের গ্রুমিং ব্র্যান্ড ফ্রেশ, এবং ভ্রমণ সংস্থা যাত্রা-তেও তাঁর বিনিয়োগ রয়েছে। চলতি বছরেই শর্ট ভিডিও প্ল্যাটফর্ম চিঙ্গারি–তেও বিনিয়োগ করেছেন সলমন।
8
9
আলিয়া ভাট: ২০২০ সালে আলিয়া লঞ্চ করেন সাসটেইনেবল কিডস ও ম্যাটারনিটি পোশাক ব্র্যান্ড এড-এ-মাম্মা, যেখানে ২০২৩ সালে বড় অংশীদারিত্ব নেয় রিলায়েন্স। তিনি ২০২১ সালে শুরু করেন নিজের প্রোডাকশন হাউজ এটার্নাল সানশাইন প্রোডাকশনস, যার প্রথম কাজ ছিল ‘ডার্লিংস’। এছাড়া চলতি বছরেই তিনি বিনিয়োগ করেছেন নায়িকা এবং ফুল-এর মতো সংস্থায়।
9
9
ক্যাটরিনা কইফ: ২০১৯ সালে নায়িকা-র সঙ্গে যৌথভাবেক্যাটরিনা নিয়ে আসেন তাঁর বিউটি ব্র্যান্ড কে বিউটি। স্কিন-ফ্রেন্ডলি উপাদানে তৈরি, ক্রুয়েলটি-ফ্রি এই ব্র্যান্ড ‘মেকআপ দ্যাট কেয়ারস’ দর্শনে দাঁড়িয়ে তৈরি। পাশাপাশি, চলতি বছর থেকে নায়িকা সংস্থাতেও নাকি তাঁর শেয়ার রয়েছে।