আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতেই জানা যায়, মৃত্যু হয়েছে পদ্মাপারের ছাত্রনেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। গত শুক্রবার গুলিবিদ্ধ হন তিনি। পরিস্থিতি বিচারে হাদিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় অন্য দেশেও। তবে শেষরক্ষা হল না। শুক্রবার দেশে ফিরবে হাদির দেহ।
তবে, হাদির মৃত্যুর পরেই, নতুন করে জ্বলছে বাংলাদেশ। বৃহস্পতিবার রাত থেকেই ঢাকার রাস্তায় ছড়িয়ে পড়ে বিক্ষোভ। স্লোগান উঠতে থাকে, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘জাহাঙ্গীরের গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা কব’। ধীরে ধীরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে ঢাকা থেকে দেশের অন্যান্য অংশেও। রাতভর কার্যত বাংলাদেশের বুকে তাণ্ডব চলে বলেই সেখানকার একাধিক সূত্রে খবর।

তারমধ্যেই পরিস্থিতির কথা উল্লেখ করে একের পর এক পোস্ট আসতে শুরু করে সমাজমাধ্যমে। জানা যায়, হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পর, ঢাকার শাহবাগ এলাকা থেকে একদল বিক্ষুব্ধ জনতা গিয়ে আগুন ধরিয়ে দেয় বাংলাদেশের সংবাদ মাধ্যম 'প্রথম আলো'র অফিসে। সংবাদ মাধ্যম 'দ্য ডেলি স্টার'-এর অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্রে খবর। জানা গিয়েছে, কেবল অগ্নিসংযোগ নয়, ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে সংবাদ মাধ্যমের অফিসে। বিবিসি বাংলা'র প্রতিবেদন সূত্রে খবর, দুই সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগের কারণে, অনলাইন কার্যক্রম প্রায় বন্ধ। শুক্রবার সংবাদ প্রকাশিতও বন্ধ একপ্রকার। সে দেশের সংবাদ মাধ্যমে প্রকাহসিত হয়েছে পুড়ে খাক হয়ে যাওয়া 'প্রথম আলো' সংবাদমাধ্যমের অফিসের ছবি।
বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে, কেবল দুই সংবাদমাধ্যমের অফিসে নয়, বিক্ষুব্ধরা ছায়ানট সংস্কৃতি ভবন, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি-সহে কাধিক জায়গায় হামলা চালায়। চলে ভাঙচুর, অগ্নিসংযোগ।
উল্লেখ্য, সমান হাদির মৃত্যুর পর, বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান, মহম্মদ ইউনূস। হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেন। ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রথম আলো সূত্রে খবর, বৃহস্পতিবার জাতীয় উদ্দেশে ভাষণ দিয়ে ইউনূস জানান, 'দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।' তবে, বৃহস্পতিবার রাত থেকেই একপ্রকার উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। কার্যত জ্বলল ঢাকা।
