নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই তুমুল আলোচনায় রাত অকেলি হ্যায়: ‘দ্য বনশল মার্ডার্স’ ছবিটি ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন, এ কি সত্যিই কোনও বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি? হানি ত্রেহান পরিচালিত ও স্মিতা সিংয়ের লেখা এই সিক্যুয়েলে আবার ফিরেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি, তীক্ষ্ণ ও দৃঢ়প্রতিজ্ঞ পুলিশ অফিসার জটিল যাদবের ভূমিকায়।

 

কানপুরকে পটভূমি করে এগোনো এই গল্পে দেখা যায়, উচ্চবিত্ত বনশল পরিবারের সদস্যদের রহস্যজনক খুন। বিশাল প্রাসাদের ভেতরে জমে ওঠা উত্তেজনা, প্রতিটি বেঁচে থাকা সদস্যের আলাদা আলাদা গোপন রহস্য, স্বার্থ আর সন্দেহ সব মিলিয়ে জতিন জড়িয়ে পড়েন চক্রান্ত, বিশ্বাসঘাতকতা আর লোভের এক গভীর জালে। রাধিকা আপটে, চিত্রাঙ্গদা সিং ও রজত কাপুর-সহ শক্তিশালী অভিনেতাদের উপস্থিতিতে এ ছবি আরও টানটান হয়েছে।

 

তা আসল ঘটনা কি? এই সিনেমা দেখতে বাস্তবের মতো মনে হলেও এই গল্প কিন্তু কোনও একটি নির্দিষ্ট সত্যিকারের হত্যা মামলার ওপর ভিত্তি করে নয়। পরিচালক হানি ত্রেহান পরিষ্কার জানিয়েছেন, এটি কোনও নির্দিষ্ট কেস নয়; বরং সমাজের নানা অভিজ্ঞতা, বাস্তব জীবনের নানা উপাদান মিলিয়েই তৈরি হয়েছে চিত্রনাট্য। অবশ্য এই ছবি দেখা পর, অনেকেই তুলনা করছেন দিল্লির বহুল আলোচিত বুরাড়ি কাণ্ডের সঙ্গে। তবে পরিচালক সরাসরি বিষয়টি স্বীকার করেননি। তাঁর কথায়, বাস্তব কিছু ঘটনার আবহ হয়তো অনুপ্রেরণা দিয়েছে, কিন্তু গল্পটি সম্পূর্ণ নির্মিতসমাজের ভেতরে লুকিয়ে থাকা আতঙ্ক, মানসিক জটিলতা আর পারিবারিক চাপের মতো দিকগুলোকে কেন্দ্র করেই তৈরি।

 

তবে কেন এত সত্যি লাগে রাত অকেলি হ্যায় -এর এই সিক্যুয়েল? কারণ চরিত্রগুলো একেবারে বাস্তব চরিত্রদের মতো। পরিবারের সদস্যদের চাপা রাগ, ঈর্ষা, বিরোধ...সব মিলিয়ে গল্পটি দর্শককে টেনে নেয় বাস্তবের কাছাকাছি। নওয়াজউদ্দিন সিদ্দিকির টানটান অভিনয়ও ছবিতে বাড়তি বিশ্বাসযোগ্যতা যোগ করেছে। তাঁর মতে, চরিত্রের অসম্পূর্ণতা আর সত্যের অবিরাম খোঁজই জটিল যাদবকে এতটা মানবিক করে তোলে।

 

 

 

 

 

সিনেমাপ্রেমীরা নেটপাড়ার দেয়ালে দেয়ালে নিজেদের মতামত হিসেবে জানিয়েছেন, ‘রাত অকেলি হ্যায়: দ্য বনশল মার্ডার্স’ কোনো সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয়। এটি একটি কল্পিত ক্রাইম থ্রিলার, যেটি বাস্তবের সমাজ, মনস্তত্ত্ব ও অন্ধকার দিকগুলোকে স্পর্শ করে বলে এতটা বাস্তব মনে হচ্ছে। যদি মানুষের স্বভাবের অন্ধকার দিক, পরিবার-রাজনীতি আর সাসপেন্স পছন্দ হয়, তবে এই ছবি তাঁর একেবারেই মিস করা উচিত নয়।