দেখতে দেখতে শেষের মুখে ২০২৫। কারও বেজায় ভাল কাটল এই বছর, কারও আবার টলমল অবস্থার মধ্যে দিয়েই ১২টা মাস কেটে গেল। কারও কারও আবার ভাল, মন্দ দুই মিশে রয়েছে ২০২৫-এর স্মৃতিতে। এবার পালা ২০২৬ এর। আর মাত্র কটাদিন পরেই নতুন বছর শুরু হবে, ২০২৬ কোন রাশির জন্য কী সাজিয়ে রেখেছে জেনে নিন। ছবি -সংগৃহীত
2
13
মেষ: এতদিন আপনার যে কাজ বারংবার বাধা পাচ্ছিলেন, এবার সেটা দ্রুত গতিতে শেষ হবে। জটিল, ক্ষতিকর মানুষরা জীবন থেকে সরে যাবে। স্বপ্নের সফর যা এতদিন ধরে পরিকল্পনা করেছেন সেটা ২০২৬ এ বাস্তবায়িত হতে পারে। ছবি- সংগৃহীত
3
13
বৃষ: ২০২৫ এ যত আঘাত, যন্ত্রণা পেয়েছেন তার থেকে ধীরে ধীরে সেরে উঠবেন ২০২৬ সালে। বছরের মাঝখান থেকে আপনার সময় আরও ভাল যাবে। জুনে জীবনের মোড় ঘোরানো কোনও ঘটনা ঘটতে পারে।
4
13
মিথুন: এপ্রিল মাস থেকে ধীরে ধীরে বাধা কেটে, যেমনটা আপনি চেয়েছেন, বা চাইছেন তেমন ঘটনা ঘটবে। আপনার থেকে মানুষ পরামর্শ নেবে। আপনার সম্মান, খ্যাতি বাড়বে বছরের মাঝখান থেকে। কোনও প্রভাবশালীর নেক নজরে পড়তে পারেন, যা আখেরে আপনার উন্নতিতে সাহায্য করবে। ছবি -সংগৃহীত
5
13
কর্কট: বছরের গোড়াটা ভাল কাটলেও, জুন থেকে সময় বদলাবে। ছোটখাট সমস্যায় পড়তে হবে। নতুন কিছু শেখার দিকে মন দিন। বই পড়ুন। দাম্পত্য জীবন ভাল কাটবে। একাধিক সফরে যাবেন। ছবি -সংগৃহীত
6
13
সিংহ: দীর্ঘ বারো বছর পর বৃহস্পতি এই রাশিতে প্রবেশ করবে ২০২৬ সালে, ফলে উন্নতির শিখরে পৌঁছবেন। কর্মক্ষেত্রে প্রশংসা পাবে আপনার কাজ, আইডিয়া। ব্যবসা বা নতুন কিছু শুরু করার পরিকল্পনা থাকলে এটাই শুভ সময়। ছবি -সংগৃহীত
7
13
কন্যা: একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ২০২৬ সালে। তবে সেগুলো যদি বুদ্ধি দিয়ে সামলাতে পারেন, জিৎ আপনারই হবে। ভাবনাচিন্তা, সাজপোশাকে বদল আনা প্রয়োজনীয়। ব্যক্তিগত জীবন মোটের উপর ভাল যাবে। ছবি -সংগৃহীত
8
13
তুলা: যাঁরা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত তাঁদের কাজ নজর কাড়বে। চর্চায় থাকবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। ছবি -সংগৃহীত
9
13
বৃশ্চিক: টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে এই রাশির জাতকদের। কোনও মাস ভীষণ ভাল কাটবে, কোনও মাস একেবারেই ভাল যাবে না। বিশেষ করে নভেম্বর। যদিও ডিসেম্বরে আবার অবস্থার বদল ঘটবে। প্রতি কাজে বাধাপ্রাপ্ত হতে হবে। ছবি -সংগৃহীত
10
13
ধনু: শান্তি বজায় থাকবে মোটের উপর। বছরের দ্বিতীয় ভাগে কোথাও বেড়াতে যেতে পারেন। এতদিন যে বিষয় নিয়ে দ্বিধা, দ্বন্দ্বে ভুগছিলেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, দুই স্থিতিশীল থাকবে। বিশেষ কোনও পরিবর্তন হবে না। ছবি -সংগৃহীত
11
13
মকর: ধীর গতিতে বছর শুরু হলেও, আপনি আপনার দূরদৃষ্টি দিয়ে জীবনে পরিবর্তন আনবেন। বাড়বে দায়িত্ব। একই সঙ্গে ধৈর্য বাড়াতে হবে। যেমন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, তেমনই একাধিক নতুন অভিজ্ঞতা হবে। ছবি -সংগৃহীত
12
13
কুম্ভ: আগামী বছর জীবন আপনাকে এমন একাধিক সুযোগ দেবে যা ঠিকঠাক ব্যবহার করতে পারলে সাফল্য পাবেন। প্রকাশিত হবে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা। বাড়বে আত্মবিশ্বাস। জীবনে একাধিক বদল আসবে।
13
13
মীন: এই রাশির জাতকদের সৃজনশীল শক্তি আরও বাড়বে এই বছর। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে, উন্নতি হবে। হতে পারে পদোন্নতি। বৃদ্ধি পাবে আয়। একই সঙ্গে জীবনে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন ঘটবে। ২০২৬ ভরপুর সুযোগ দেবে এই রাশির জাতকদের।