আজকাল ওয়েবডেস্ক: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রীড়াসূচি প্রকাশিত হয়ে গিয়েছে। শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রিও। ন্যূনতম মূল্যের টিকিট বাজারে এসে গিয়েছে।

এই পরিস্থিতিতে সব দলগুলোই দল নিয়ে পরীক্ষী নিরীক্ষা শুরু করেছে। চূড়ান্ত স্কোয়াড নির্বাচন এখনও হয়নি।  বিশ্বকাপের আগে যেটুকু সময় রয়েছে, সেই সময়ের মধ্যে ক্রিকেটারদের পরখ করে নেবে সব দেশগুলোই। 

এদিকে বিশ্বকাপের কথা মাথায় রেখে কোচিং স্টাফেও পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রের ফিল্ডিং কোচ হয়েছেন ভারতের প্রাক্তন কোচ রামকৃষ্ণণ শ্রীধর।

২০১৪ থেকে ২০২১, সাত বছর ভারতের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেন শ্রীধর। এবার শ্রীলঙ্কা তাঁর নতুন ঠিকানা। 

শ্রীলঙ্কার ফিল্ডিং বেশ উচ্চমানের। যদিও সাম্প্রতিককালে শ্রীলঙ্কার ফিল্ডিং একেবারেই ভাল হয়নি। শ্রীধরকে পেয়ে শ্রীলঙ্কার ফিল্ডিং আরও উন্নত হবে বলেই মনে করা হচ্ছে। 

শ্রীধর আগেও শ্রীলঙ্কায় কাজ করেছেন। গত বছরের মে-তে কলম্বোয় ১০ দিনের ফিল্ডিং প্রোগ্রাম পরিচালনা করেন শ্রীধর। 

এশিয়া কাপ ও পাকিস্তান সফরে শ্রীলঙ্কা হতশ্রী পারফরম্যান্স করে। ফিল্ডিংও শ্রীলঙ্কা-সুলভ হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপে যাতে ফিল্ডিং সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়, সেই কারণেই নতুন কোচ নিয়োগ করেছে শ্রীলঙ্কা। 

জানুয়ারিতে শ্রীলঙ্কার ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপরে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কানরা।