জ্বলছে বাংলাদেশ, রেহাই পেলেন না সাংবাদিকরাও, হামলা ভারতের উপদূতাবাসেও!

জ্বলছে বাংলাদেশ, হামলা ভারতের উপদূতাবাসেও!

আজকাল ওয়েবডেস্ক:  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গত সপ্তাহে গুলিবিদ্ধ হন। মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে। হাদির গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছিল পদ্মাপারে। মৃত্যু সংবাদ আসতেই তা ছড়িয়ে পড়ে দাবানলের মতো। ইউনূস সরকার, এই রোষানল আয়ত্তে আনতে যে পারেনি, সে দেশের ছবিতেই তা স্পষ্ট। বিক্ষোভ ছড়াল দেশের নানা প্রান্তে। রেহাই পেলেন না সাংবাদিকরাও। জ্বলল সংবাদমাধ্যমের অফিস। হামলা চলল ভারতের উপদূতাবাসেও। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর  তেমনটাই। 

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বিক্ষোভকারীরা ভারতের উপদূতাবাসে হামলা চালায়। ইট-পাথর ছোড়া হয়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রামে খুলশী এলাকায় মিশনের অফিসের বাইরে শুরু হয় অবস্থান কর্মসূচি। পাশাপাশি আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগানও ওঠে। যমুনা টিভি সূত্রে খবর, ঘটনায় ১২ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। 

অন্যদিকে, অগ্নিসংযোগের ঘটনার পর, দ্য ডেলি স্টারের অফিস থেকে উদ্ধার করা  হয়েছে ২৫ সাংবাদিককে। সংবাদপত্রের অফিসে আগুন লাগানোর পর, সাংবাদিকরা কোনওমতে অফিসের ছাদে আশ্রয় নেন। সোশ্যাল মিডিয়ায় দ্য ডেলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম লেখেন, 'আমি আর শ্বাস নিতে পারছি না। প্রচন্ড ধোঁয়া, আমি ভিতরে, আপনারা আমাকে মেরে ফেলছেন।' উদ্ধার হওয়ার পর এক সাংবাদিক বলেন, 'ভাবতেই পারিনি বেঁচে ফিরব।' সূত্রের খবর, খুলনায় এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। খুনের অভিযোগ ময়মনসিংহেও। 

 

বৃহসপতিবার রাতেই জানা যায়, হাসিনা বিরোধী ছাত্রনেতার মৃত্যুর পর, ঢাকার শাহবাগ এলাকা থেকে একদল বিক্ষুব্ধ জনতা গিয়ে আগুন ধরিয়ে দেয় বাংলাদেশের সংবাদ মাধ্যম 'প্রথম আলো'র অফিসে। সংবাদ মাধ্যম 'দ্য ডেলি স্টার'-এর অফিসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে একাধিক সূত্রে খবর। জানা গিয়েছে, কেবল অগ্নিসংযোগ নয়, ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে সংবাদ মাধ্যমের অফিসে। বিবিসি বাংলা'র প্রতিবেদন সূত্রে খবর, দুই সংবাদমাধ্যমের অফিসে অগ্নিসংযোগের কারণে, অনলাইন কার্যক্রম প্রায় বন্ধ। শুক্রবার সংবাদ প্রকাশিতও বন্ধ একপ্রকার। সে দেশের সংবাদ মাধ্যমে প্রকাহসিত হয়েছে পুড়ে খাক হয়ে যাওয়া 'প্রথম আলো' সংবাদমাধ্যমের অফিসের ছবি। 

বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে, কেবল দুই সংবাদমাধ্যমের অফিসে নয়, বিক্ষুব্ধরা ছায়ানট সংস্কৃতি ভবন, ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি-সহ একাধিক জায়গায় হামলা চালায়। চলে ভাঙচুর, অগ্নিসংযোগ। 

 

উল্লেখ্য, ওসমান হাদির মৃত্যুর পর, বৃহস্পতিবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন, বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান, মহম্মদ ইউনূস। হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের ঘোষণা করেন। ইউনূস শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রথম আলো সূত্রে খবর, বৃহস্পতিবার জাতীয় উদ্দেশে ভাষণ দিয়ে ইউনূস জানান, 'দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।'