শক্তিশালী গল্প, দুরন্ত অভিনয় আর স্মরণীয় চরিত্র এই ছয় তারকা ২০২৫-কে সত্যিই ‘নিজের’ করে নিয়েছেন। প্রমাণ করেছেন, শুধু ‘তারকা’ তকমা নয়, দুর্দান্ত অভিনয়ই ঠিক করে দেয় কোন বছরটা আসলে ব্লকবাস্টার হয়ে উঠবে। তাই এক নজরে দেখে নেওয়া যাক, বছরটাকে যারা প্রকৃত অর্থে সংজ্ঞা দিয়েছেন।
2
7
ভিকি কৌশল: ঐতিহাসিক চরিত্র আর আবেগমথিত অভিনয়ের জন্য যিনি আগেই প্রশংসিত, সেই ভিকি কৌশল এ বছর চমকে দিলেন ‘ছত্রপতি সাম্ভাজি মহারাজ’-এর চরিত্রে। ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘ছাবা’ ছবিতে যুদ্ধ, সংগ্রাম ও আবেগ সবটুকুই তিনি তুলে ধরেছেন দুর্দান্তভাবে। ভারতের ঐতিহাসিক গল্প নির্ভর সিনেমায় অভিনয়ের নতুন মানদণ্ড স্থাপন করলেন তিনি।
3
7
আদর্শ গৌরব: ২৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ ছবিতে ‘নাসির’-এর চরিত্রে আদর্শ গৌরবের অভিনয় নিঃশব্দে হৃদয় ছুঁয়ে গেছে সকলের। ছোট শহরের স্বপ্ন, লড়াই আর নিষ্পাপ সংগ্রাম সবটাই তিনি ফুটিয়েছেন অবিশ্বাস্য স্বাভাবিকতায়। বিয়ের ভিডিও শুট করা থেকে সম্পাদনা শেখার যাত্রায় আদর্শের নিখাদ অভিনয় এ ছবির জৌলুস বাড়িয়েছে নিঃসন্দেহে।
4
7
অক্ষয় কুমার: দেশপ্রেমিক চরিত্রে বরাবরই শক্তিশালী অক্ষয় কুমার। ১৮ এপ্রিল মুক্তি পাওয়া ‘কেশরি চ্যাপ্টার ২’-এ তাঁর দাপট, আবেগ দর্শকদের চোখ আটকে রেখেছিল। অ্যাকশন ও আবেগের নিখুঁত ভারসাম্যে তিনি এই ছবিটিকে নিয়ে গিয়েছেন আলাদা উচ্চতায়।
5
7
অহন পাণ্ডে: ১৮ জুলাই মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে বড়পর্দায় আত্মবিশ্বাসী অভিষেক করলেন অহন পাণ্ডে। ‘কৃশ কাপুর’ চরিত্রে তিনি দেখালেন তাঁর প্রতি প্রত্যাশার চেয়েও বেশি আবেগ ও পারফরম্যান্স। এ বছরের সবচেয়ে উল্লেখযোগ্য ডেবিউ পারফরম্যান্সগুলোর মধ্যে এটিকে ইতিমধ্যেই সেরা ধরা হচ্ছে।
6
7
সিদ্ধান্ত চতুর্বেদী: ১ আগস্ট মুক্তি পাওয়া ‘ধড়ক ২’-এ নীলেশের চরিত্রে সিদ্ধান্ত চতুর্বেদীর অভিনয় ছিল তাঁর কেরিয়ারের অন্যতম আবেগঘন ও শক্তিশালী কাজ। ভালবাসা, সমাজের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে দিয়ে এগোনো এক দলিত ছেলের গল্প তিনি তুলে ধরেছেন নিখাদ সততায়। সমালোচকরা ইতিমধ্যেই এই অভিনয়কে জাতীয় পুরস্কার–যোগ্য বলে মনে করছেন।
7
7
রণবীর সিং: অপরিসীম এনার্জি আর নিজস্ব স্টাইলের জন্য বরাবরই নজর কাড়েন রণবীর সিং। তিনি এ বছর মুগ্ধ করলেন ‘ধুরন্ধর’–এ। গত ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া ছবিতে রহমান ডাকাত গ্যাংয়ের মধ্যে উঠে আসা হামজা আলি মাজারির চরিত্রে তাঁর শক্তিশালী উপস্থিতি, চরিত্রের জটিলতা আর আবেগ দেখে তৃপ্ত হয়েছে দর্শক। তাঁর এই পারফরম্যান্স স্বভাবতই ছবিটিকে করে তুলেছে আরও স্মরণীয়।