আজকাল ওয়েবডেস্ক: মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমানকে মিনি নিলাম থেকে তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।
পাথিরানাকে ১৮ কোটি টাকায় তুলে নিয়েছে কেকেআর। মুস্তাফিজুরকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় নিয়েছে শাহরুখের দল। এছাড়া বরুণ চক্রবর্তী, হর্ষিত রানারা তো আছেনই।
কেকেআরের হাতে ছিল ৬৪ কোটি ৩০ লক্ষ টাকা। তাই ক্রিকেটারের পিছনে টাকা খরচ করতে কার্পণ্য করেনি কেকেআর ফ্রাঞ্চাইজি। গ্রিনকে ২৫ কোটি ২০ লক্ষ টাকায় তুলে নিয়েছে। তবে পাথিরানা আসায় কেকেআরের বোলিং যে শক্তিশালী হল তা জানাতে ভোলেননি প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
গতবার মেগা নিলামে সেভাবে বড় ক্রিকেটার নিতে পারেনি নাইটরা। গত মরশুমে চরম ব্যর্থতার পর বেশ কিছু ক্রিকেটারকে রিলিজও করে দেওয়া হয়েছিল। তাই এবারের মিনি নিলামে দলের ফাঁকফোঁকর বুজিয়ে শক্তিশালী করার কাজটা সুন্দরভাবে সেরেছে নাইট ম্যানেজমেন্ট।
এই পরিস্থিতিতে পাঠান মনে করছেন, পাওয়ারপ্লে থেকে ডেথ ওভার– সমস্ত বিভাগই শক্তিশালী নাইটদের। এক্স হ্যান্ডলে পাঠান লিখেছেন, ‘মাথিশা পাথিরানা কেকেআরে যোগ দিয়েছে। ও আসায় নাইটরা আরও শক্তিশালী হয়েছে। ২০ ওভারের সমস্ত পর্যায় এখন পরিপূর্ণ। সেখানে কোনও ফাঁকফোকর নেই বললেই চলে।’ কেকেআরের বোলিং বিভাগ নিয়ে তাঁর ব্যাখ্যা, ‘পাওয়ার প্লে’র জন্য রয়েছে হর্ষিত রানা এবং বৈভব অরোরা। হর্ষিত আবার ডেথ ওভারেও ভাল বোলিং করতে পারে। মিডল ওভার সামলানোর আছে জন্য ক্যামেরন গ্রিন, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীর মতো বোলাররা। পাথিরানাকে অবশ্য পাওয়ার প্লে থেকে মিডল অর্ডারেও ব্যবহার করা যেতে পারে।’
পেস বোলারদের মধ্যে কেকেআরের টার্গেট ছিলেন মাথিশা পাথিরানা। আর রাসেলের পরিবর্ত হিসেবে গ্রিন। দুই লক্ষ্যেই সফল কেকেআর। পাথিরানা যেমন ৩২টি আইপিএল ম্যাচে ৮.৬৮ ইকোনমিতে ৪৭টি উইকেট নিয়েছেন তবে গত আইপিএল বিশেষ ভাল যায়নি তাঁর। ওভারপিছু দশের উপর রান দিয়েছিলেন। ১২ ম্যাচে পেয়েছিলেন ১৩টি উইকেট। অন্যদিকে গ্রিন ২৯ আইপিএল ম্যাচে করেছেন ৭০৭ রান। রয়েছে একটি শতরান।
এদিকে, অবশেষে আইপিএল খেলতে দেখা যাবে সরফরাজ খানকে। মিনি নিলামে প্রথম রাউন্ডে অবিক্রিত ছিলেন। কিন্তু পরবর্তী পর্বে তাঁকে কেনে চেন্নাই সুপার কিংস। বেস প্রাইজ ৭৫ লক্ষে তাঁকে কেনা হয়। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে সরফরাজ। নিলামের কয়েকঘণ্টা আগে আরও একবার নিজেকে মেলে ধরেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২২ বলে ৭৩ রান করেন। প্রথম কয়েক রাউন্ডে অবিক্রিত থাকার পর শেষপর্যন্ত তাঁকে নেয় চেন্নাই সুপার কিংস।
