আজকাল ওয়েবডেস্ক: একা ব্যালকনিতে দাঁড়িয়ে। চোখে-মুখে একরাশ হতাশা। শূন্য দৃষ্টিতে তাকিয়ে মাঠের দিকে। বারান্দায় দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না শহিদ আফ্রিদির। কিংবদন্তিদের বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল বয়কট করার সিদ্ধান্ত নেয় যুবরাজ সিংরা। দুই দেশের মধ্যে বর্তমান রাজনৈতিক অবস্থানের জন্য এমন সিদ্ধান্ত নেয় ভারতীয় দলের ক্রিকেটাররা। প্রথমে গ্রুপ পর্বে খেলার বিষয়ে বেঁকে বসেন। তবে একই অবস্থান সেমিফাইনালে থাকবে কিনা সেই নিয়ে প্রশ্ন ছিল। তবে নিজেদের অবস্থানে অনড় থাকে ভারতীয় দল। শেষ চারে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায়নি ভারতের ক্রিকেটাররা।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে আফ্রিদিকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে যুবরাজ সিং, সুরেশ রায়না, শিখর ধাওয়ানরা মাঠ ছাড়েন। সেমিফাইনালে ওঠার পর উস্কানিমূলক মন্তব্য করেছিলেন আফ্রিদি। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বলেন, 'জানি না এবার কোন মুখ নিয়ে খেলবে, তবে খেলতে আমাদের সঙ্গে হবেই।' কিন্তু আফ্রিদির মন্তব্য বুমেরাং হয়ে ফেরে। কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলার বদলে, টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়া বেছে নেয় ভারতীয়রা। আফ্রিদি ভেবেছিলেন, সেমিফাইনাল নকআউট হওয়ায় তাঁদের বিরুদ্ধে খেলা ছাড়া কোনও উপায় থাকবে না ভারতের। তবে মাথা উঁচু করে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেয় যুবরাজরা। একটি বিবৃতিতে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, 'ভারত চ্যাম্পিয়নদের সেমিফাইনাল থেকে নাম প্রত্যাহার করার সিদ্ধান্তকে আমরা সম্মান করি। একইসঙ্গে আমরা পাকিস্তান চ্যাম্পিয়নদের খেলার সিদ্ধান্তকেও সম্মান করি। তবে সবদিক বিবেচনা করে, ভারত চ্যাম্পিয়ন এবং পাকিস্তান চ্যাম্পিয়নদের মধ্যে ম্যাচ পরিত্যক্ত করা হল। যার ফলে পাকিস্তান চ্যাম্পিয়নরা ফাইনালে চলে যাবে।' আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা বিশ্বাস করে, স্পোর্টস পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। একইসঙ্গে জানানো হয়, পাবলিক সেন্টিমেন্টকেও গুরুত্ব দেওয়া উচিত।
প্রসঙ্গত, এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। কিন্তু ম্যাচের আগেই জানিয়ে দেওয়া হয়, ডব্লুসিএলে ভারত-পাকিস্তান সেমিফাইনালের সঙ্গে যুক্ত থাকতে চায় না প্রধান স্পনসর easemytrip। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি নিজেদের সিদ্ধান্ত স্পষ্ট জানিয়ে দেন। গ্রুপ পর্বেও মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত-পাকিস্তানের। কিন্তু একাধিক ভারতীয় প্লেয়ার ম্যাচ বয়কট করায় শেষপর্যন্ত আর ম্যাচ হয়নি। দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতার জেরে সেমিফাইনাল ম্যাচ শেষপর্যন্ত হয় কিনা সেই নিয়ে প্রশ্ন ওঠে। নিশান্ত পিট্টি জানিয়ে দেন, easemytrip এই ম্যাচে কোনও ভূমিকা পালন করবে না। কারণ তাঁদের মতে, সন্ত্রাসবাদ এবং ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।
