'ইন্ডিয়ান আইডল'-এর মঞ্চে ফিরে এল সোনালী যুগ! সম্প্রতি এই রিয়্যালিটি শো-এর একটি বিশেষ পর্বে হাজির হয়েছিলেন বলিউডের 'এভারগ্রীন' অভিনেত্রী জিনাত আমান। আর সেখানে তাঁর কালজয়ী গান 'দম মারো দম'-এর সুরে নাচতে দেখা গেল তাঁকে। জিনাতের এই প্রাণবন্ত পারফরম্যান্স মুহূর্তের মধ্যে দর্শককে যেন কয়েক দশক পিছিয়ে নিয়ে গিয়েছে।
2
6
১৯৭১ সালে মুক্তিপ্রাপ্ত 'হরে রাম হরে কৃষ্ণ' ছবির এই গানটি আজও সঙ্গীতপ্রেমীদের কাছে সমান জনপ্রিয়। শো-এর অন্যতম প্রতিযোগী অংশিকার কণ্ঠে এই গানটি শুনে জিনাত এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে তিনি আর নিজেকে ধরে রাখতে পারেননি। মঞ্চে উঠে তিনি যখন তাঁর সিগনেচার স্টাইলে পা মেলালেন, তখন পুরো স্টুডিও করতালিতে ফেটে পড়ে। বিচারক থেকে শুরু করে দর্শক—সবাই জিনাতের এই এনার্জি দেখে রীতিমতো মুগ্ধ।
3
6
মজার বিষয় হল, জিনাতের এই ম্যাজিকাল মোমেন্টে সামিল হয়েছিলেন অভিনেতা কার্তিক আরিয়ানও। কার্তিক এবং জিনাতের এই যুগলবন্দি অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।
4
6
জিনাত আমান বরাবরই তাঁর সাহসী অভিনয় এবং স্টাইলের জন্য পরিচিত। সত্তরের দশকে 'হরে রাম হরে কৃষ্ণ' ছবির মাধ্যমে তিনি এক আধুনিক এবং ওয়েস্টার্ন ইমেজে ধরা দিয়েছিলেন, যা তৎকালীন ভারতীয় সিনেমায় ছিল এক বড় বিপ্লব। দেব আনন্দ পরিচালিত এই ছবিটি ড্রাগ কালচারের বিরুদ্ধে কথা বলেছিল। সেই ছবির আইকনিক গানটির স্মৃতিচারণ করে জিনাত জানান, কীভাবে দেব আনন্দের সঙ্গে কাজ করা তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।
5
6
বর্তমানে জিনাতকে ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাচ্ছে। সম্প্রতি তাঁর অভিনীত সিরিজ 'দ্য রয়্যালস' বেশ চর্চায় রয়েছে। ৭৪ বছর বয়সেও তাঁর এই গ্ল্যামার এবং কাজের প্রতি নিষ্ঠা বর্তমান প্রজন্মের তারকাদের কাছে বড় অনুপ্রেরণা।
6
6
ইন্ডিয়ান আইডলের এই মঞ্চে জিনাতের উপস্থিতি ছিল কেবল একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, বরং একটি সোনালী অধ্যায়ের পুনরাবৃত্তি। সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হওয়া এই পর্বটি এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল।