আজকাল ওয়েবডেস্ক: রবিবাসরীয় রাতের হাইভোল্টেজ ম্যাচে টসে হার ভারতের। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এবারও দলে নেই হ্যারিস রউফ। চারজন স্পিনার নিয়ে নামবে সলমন আঘার দল। পাকিস্তানের দলে কোনও পরিবর্তন নেই। টসে হারলেও প্রথমে বল করতে পেরে খুশি সূর্যকুমার যাদব।

ভারত অধিনায়ক জানান, টসে জিতলে বোলিং নিতেন তাঁরা। সূর্যকুমার বলেন, ''আমরা বল করতে চেয়েছিলাম, প্রস্তুতি ভাল হয়েছে। আশা করছি আমরা ভাল খেলবে। আমরা এখানে আগে খেলেছি। রাতে ব্যাট করা তুলনায় সহজ। বাতাসে আর্দ্রতা রয়েছে। শিশির পড়ার সম্ভাবনা আছে।'' ভারতীয় দলে কোনও পরিবর্তন নেই।

আরও পড়ুন:  টসে হার ভারতের, প্রথমে ব্যাট করবে পাকিস্তান, দুই দলে কোনও পরিবর্তন নেই

এবারের ভারত-পাক ক্রিকেটযুদ্ধ অন্যান্যবারের থেকে আলাদা। রাজনৈতিক বিষয়ও জুড়ে রয়েছে এবারের ভারত-পাক ম্যাচের সঙ্গে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল প্রতীকী প্রতিবাদ জানাবে। পহেলগাঁওয়ে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের নির্বিচারে গুলি চালনায় প্রয়াত হয়েছেন নিরীহ পর্যটকরা। এই প্রেক্ষিতে অনেকেই বলছেন, পাকিস্তান ম্যাচ বয়কট করুক ভারত। ভারতের সাজঘরেও এর প্রভাব পড়েছে

প্রতীকী প্রতিবাদ হিসেবে ভারতীয় ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে খেলতে পারেন। ম্যাচ শুরুর পর পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন হয়তো করবেন না। এমন আভাস ছিল। টসের সময়ে দেখা গেল ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব চোয়াল শক্ত করে দাঁড়িয়ে। পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে বাক্যালাপ বন্ধ। সূর্য হাত মেলালেন না পাক অধিনায়কের সঙ্গে। আজ সূর্যকুমার যাদবের জন্মদিন। জন্মদিনে সূর্যর সামনে বড় চ্যালেঞ্জ

জাতীয় সঙ্গীতের সময়ে তাল কাটল। পাকিস্তানের জাতীয় সঙ্গীত শুরুর আগে অন্য কিছু চালিয়ে দেওয়া হয়েছিল। পাক ক্রিকেটাররা তাতে হতবাক হয়ে যান। পরে অবশ্য ভুল শুধরে নেওয়া হয়

এদিকে ভারতীয়রা শুরু থেকেই পাকিস্তানকে চাপে রাখার কাজ শুরু করে দিয়েছে হার্দিক পাণ্ডিয়া শুরুতেই ফেরান সাইম আয়ুবকে। খাতাই খোলেননি তিনি। বুমরাহ এসেই ফিরিয়ে দিলেন মহম্মদ হ্যারিসকেফকর জামানকে দুরন্ত ইয়র্কার দিয়েছিলেন বুমরাহ। সেই যাত্রায় ফকর জামানের ব্যাটে লাগায় এবং বল লেগ স্টাম্পের বাইরে থাকায় আউট হননি। তবে এই পাকিস্তান শক্তির নিরিখে অনেক দুর্বল। সাম্প্রতিক পরিসংখ্যানও বলছে ভারত এগিয়ে। 

বেশ কয়েকদিন ধরে চারিদিক থেকে পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক আসছিল। এতে সামিল ছিলেন ভারতের প্রাক্তন। ক্রিকেটাররা। তালিকায় ছিলেন হরভজন সিং, মনোজ তিওয়ারি সহ আরও অনেকে। ভারত-পাক মহারণের আগের দিন এই প্রসঙ্গে মুখ খোলেন সীতাংশু কোটাক। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুযায়ী বোর্ড পাকিস্তান ম্যাচ খেলতে রাজি হয়ে যাওয়ার পর তাঁদের ফোকাস শুধুমাত্র ক্রিকেটে। রাজনৈতিক বিষয় নিয়ে তাঁরা ভাবছেই না। দাবি, তার প্রভাব ম্যাচে পড়বে না। রবিবার সূর্যকুমার যাদবের জন্মদিন। বিশেষ দিনে সতীর্থদের থেকে ম্যাচ উপহার চাইবেন স্কাই। 

আরও পড়ুন: মনোনয়ন জমা দিলেন সৌরভ, ৬ বছর পর সিএবি সভপতি পদে ফিরছেন মহারাজ