আজকাল ওয়েবডেস্ক: তখন করোনাকাল পেরিয়েছে সবে। ২০২১-এর বিধানসভা ভোটের আগে আগেই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে শুরু হয়েছিল মা ক্যান্টিন। মাত্র পাঁচ টাকায় মেলে পেট ভরানো খাবার। পাতে থাকে ভাত-ডাল-ডিম। স্বাভাবিকভাবেই খুব অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করে এই মা ক্যান্টিন। গত কয়েকবছর ধরে টানা চলছেও তা। এর মাঝেই মমতা ব্যানার্জি একবার ভোট জিতে গিয়েছেন এবং রাজ্যে আরও একবার বিধানসভা ভোটের দামামা বাজবে। এর মাঝেই ফের মুখ্যমন্ত্রী পোস্ট দিলেন মা ক্যান্টিন নিয়েই। কেন?

বুধবার দুপুরে আচমকা রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যাম এসএসকেএম-এর সামনে মা ক্যান্টিনে। সেখানে তিনি পরিস্থিতির দেখভাল করেন। অনেকের হাতের খাবার তুলে দেন। তারপরই সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী নিজে একটি পোস্ট দিয়েছেন। তাতে লিখেছেন নিজের অনুভূতির কথা। কী লিখলেন মমতা?
https://www.facebook.com/share/p/17mu18Mydo/?mibextid=wwXIfr
মা ক্যান্টিন ঘুরে, খোঁজ খবর নিয়ে, হাতে খাবার তুলে দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন নিজের ভাবানুভূতির কথা। লিখেছেন, 'বাংলার শহর ও মফস্বলের সাধারণ মানুষদের প্রতিদিন সুলভে দ্বিপ্রাহরিক অন্ন সংস্থানের লক্ষ্যে ২০২১ সালে চালু করেছিলাম ‘মা ক্যান্টিন’। মাত্র ৫ টাকায় ভাত, ডাল, সবজি ও ডিমের বন্দোবস্ত থাকে জনসাধারণের জন্য। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় ‘মা ক্যান্টিন’ থেকে সুলভ মূল্যে দুপুরের খাবার খেতে পারেন সকলে। আমরা পশ্চিমবঙ্গের প্রতিটি বাজার এবং ‘হকিং’ এলাকায় ‘মা ক্যান্টিন’ চালু করেছি। অনেক ‘মা ক্যান্টিন’ রয়েছে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও। বাংলার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দিয়েই চালানো হয় এই ‘মা ক্যান্টিন’।
আজ এসএসকেএম হাসপাতালের সন্নিকটে অবস্থিত ‘মা ক্যান্টিন’-এ হঠাৎই উপস্থিত হয়েছিলাম। সবার মাঝে থেকে নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে অন্ন তুলে দিয়ে আমি উপলব্ধি করেছি যে, সেবা আমাদের পরম ধর্ম। উপস্থিত জনসাধারণের ভালোবাসা, আশীর্বাদ পেয়ে আমি আবেগাপ্লুত। বাংলার মানুষের কল্যাণে, সুবিধার্থে আমাদের মা-মাটি-মানুষের সরকার সর্বতোভাবে মানুষের পাশে আছে এবং আগামী দিনেও থাকবে।'
https://www.facebook.com/AITCofficial/posts/1432685098228930
ইতিমধ্যেই শাসক দলের কর্মী সমর্থকরা অনেকেই ওই পোস্ট শেয়ার করেছেন। সেখানে উপস্থিত থাকা সাধারণ মানুষেরাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখা হয়েছে-'মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই মানুষের মুখ্যমন্ত্রী, মানুষের সুখ-দুঃখের সাথী। গরিব মানুষের মুখে অন্ন তুলে দিতে তিনি চালু করেছিলেন 'মা ক্যান্টিন'। আজ হঠাৎই কলকাতার এক মা ক্যান্টিনে হাজির হলেন তিনি, নিজের হাতে ক্ষুধার্ত মানুষের হাতে তুলে দিলেন অন্ন। তাঁকে কাছে পেয়ে দারুণ খুশি আগত মানুষজন, প্রাণ ভরে আশীর্বাদ করলেন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধারা।'
যদিও বিরোধীপক্ষ আবার মুখ্যমন্ত্রীর এই ঝটিকা-সফর'কে নিছক আচমকা পরিদর্শন বলে মানতে নারাজ। তাদের মতে, এও রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসংযোগেরই কৌশল।
