আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে চলছে এসআইআর। ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার শেষ হয় বাংলার এনুমারেশন পর্ব। কমিশন আগেই জানিয়েছিল, ১৬ ডিসেম্বর, মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। যদিও কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশ করেনি। তবে, মঙ্গলবার সকাল থেকেই দেখা যাচ্ছে নাম। খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কার? রইল না কার?
খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কি না, সাধারণ মানুষ কীভাবে জানবেন?
জানার উপায় রয়েছে অনলাইন, অফলাইন দু'ভাবেই।
অফলাইনে কীভাবে জানবেন?
জানা যাবে বিএলও'দের কাছে। অর্থাৎ এই এনুমারেশন পর্বে যেসকল বিএলও ফর্ম পূরণের কাজ করলেন, তাঁদের দিয়ে দেওয়া হয়েছে খসড়া ভোটার তালিকার হার্ড কপি। তাঁদের কাছে গিয়ে, ওই নির্দিষ্ট বুথের ভোটাররা যাচাই করে নিতে পারবেন, এনুমারেশন পর্বের শেষে, রাজ্যের ভোটার তালিকায় তাঁদের নাম উঠল কি না। হার্ড কপি থাকবে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ'দের কাছেও। এছাড়া, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর, এই রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে খসড়া ভোটার তালিকার সফট কপি দিয়ে দেবে, সূত্রের খবর তেমনটাই। তবে যাঁরা অনালাইন মাধ্যমে সড়গড়, তাঁরা অনলাইনে, ঘরে বসেই, মোবাইল ফোন কিম্বা কম্পিউটার থেকেই দেখে নিতে পারবেন নিজেদের নাম রইল কি না তা।
অনলাইনে কীভাবে জানবেন?
অনলাইনে খসড়া ভোটার তালিকায় নিজেদের নাম রয়েছে কি না জানা যাবে,
eci.gov.in
https://www.eci.gov.in/electoral-roll
ceowestbengal.wb.gov.in
https://ceowestbengal.wb.gov.in/SIR-এ গিয়ে। অর্থাৎ নির্বাচন কমিশন কিংবা সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইটে গিয়ে জানা যাবে।
কীভাবে জানবেন?
eci.gov.in-এ গিয়ে, 'সার্চ ইয়োর নেম ইন ই-রোল' অপশনে ক্লিক করলেই খুলে যাবে একটি পেজ। তাতে নিজের এপিক নম্বর দিয়ে, ডান দিকের বক্সে রাজ্যের নাম সিলেক্ট করতে হবে। নীচে ক্যাপচা কোড এর জায়গায় কোড দিয়ে, ঠিক তার নীচেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। তাহলেই দেখতে পাবেন তাঁদের নাম রয়েছে কি না। নাম খসড়া ভোটার তালিকায় থাকলে ভোটারের নাম, আত্মীয়ের নাম, বয়স, লিঙ্গ, এপিক নম্বর, রাজ্য, সংসদীয় এলাকা, বিধানসভা, পোলিং বুথ স্টেশন-সহ একাধিক তথ্যের পিডিএফ ডাউনলোড করতে পারবেন ভোটাররা।
যদি কারও নাম না থাকে খসড়া ভোটার তালিকায়, কী করতে হবে সেক্ষেত্রে?
সেক্ষত্রে তাঁকে ফর্ম ৬-এ আবেদন জানাতে হবে। তারপর তাঁকে অপেক্ষা করতে হবে শুনানি হওয়া পর্যন্ত।
কীভাবে জানা যাবে, কাদের নাম নেই তালিকায়?
ceowestbengal.wb.gov.in/asd_sir-এ গিয়ে জানা যাবে, যাঁদের নাম ২০২৫ এর তালিকায় ছিল কিন্তু খসড়া ভোটার তালিকায় নেই, তাঁদের নাম।
