আজকাল ওয়েবডেস্ক: শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার সন্ধেবেলা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইকোপার্কের কাছে ঝুপড়িতে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত প্রাপ্ত তথ্য, অন্তত ১৪টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। যদিও প্রথমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে। পরে, পরিস্থিতি বিচারে ঘটনাস্থলে পৌঁছয় আরও ৯ ইঞ্জিন। 

 

প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগুন লেগেছে মূলত নিউটনের গৌরাঙ্গনগর ঘুনি এলাকায় । ঘুনি বস্তিতে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, আচমকাই আগুনের লেলিহান শিখা দেখতে পান বাসিন্দারা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১৪টি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নিউ টাউন থানার পুলিশ। স্থানীয়রা জানিয়েছেন, একের পর এক সিলিন্ডার ব্লাস্ট হয়েছে ঝুপড়ির ভিতরেই। দমকলের পক্ষ থেকে যদিও এই বিষয়ে নিশ্চিত কিছু জানানো হয়নি।

ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, নিশ্চিত তথ্য পাওয়া যায়নি সেই প্রসঙ্গেও। 

 

ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, বুধবার সন্ধে ছ'টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কী থেকে এই অগ্নিকাণ্ড তা স্পষ্ট বোঝা না গেলেও, ক্ষয় ক্ষতি হয়েছে ব্যাপক। পুড়ে ছাই অন্তত ২০টি ঝুপড়ি। একইসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, বস্তি  এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ার কারণে প্রথমে দমকলের ইঞ্জিন ঝুপড়ির কাছাকাছি পর্যন্ত পৌঁছতে পারেনি। পরে বাসিন্দাদের সহযোগিতায় দু'টি ইঞ্জিন প্রবেশ করেছে ভিতরে।

তবে আগুন লাগার পরেই, বস্তি এলাকার বাসিন্দাদের অনেকেই সরিয়ে পড়তে পারলেও, কেউ ভিতরে আটকে রয়ে গিয়েছেন কি না, তা নিশ্চিত করে জানা যায়নি। আশঙ্কা রয়েছে ভিতরে আটকে থাকারও। 

 

ঘটনাস্থলে হাজির হন রাজ্যের মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, ১০ থেকে ১২টিন ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে। ২০টি ইঞ্জিন তৈরি রাখা রয়েছে। স্থানীয়রা সামগ্রিকভাবে ঘটনায় সহযোগিতা করেছেন বলে জানান মন্ত্রী।