আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের আইপিএলের নিলামের ঠিক ২৪ ঘণ্টারও কম সময় আগে নিলামের তালিকায় আরও ১৯ জন ক্রিকেটার যুক্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আচমকা এই সংযোজনের ফলে নিলামে অংশগ্রহণকারী মোট ক্রিকেটারের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৯ জনে। মঙ্গলবার আবুধাবির এথিহাড এরিনায় শুরু হতে চলেছে এই নিলাম।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিলামের এত কাছাকাছি সময়ে এত বড় সংখ্যক খেলোয়াড়ের নতুন করে তালিকাভুক্ত হওয়াকে নজিরবিহীন বলেই অভিহিত করেছেন ফ্র্যাঞ্চাইজি ও বিসিসিআই কর্তারা।

এক ফ্র্যাঞ্চাইজি আধিকারিক জানান, আইপিএল নিলামের ইতিহাসে শেষ মুহূর্তে এভাবে এতজন খেলোয়াড় সংযোজনের ঘটনা আগে কখনও দেখা যায়নি।

নতুন সংযোজনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম বাংলা দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে নিলামের তালিকায় স্থান পেয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে জাতীয় দলে সুযোগের দাবিদার ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমার ঈশ্বরণ নিলাম স্প্রেডশিটে রয়েছেন ৩৬০ নম্বরে।

বিদেশি ক্রিকেটারদের মধ্যেও একাধিক নাম শেষ মুহূর্তে যুক্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কাইল ভারানে নিলামে উঠছেন ১ কোটি ২৫ লক্ষ টাকা বেস প্রাইসে।

তাঁরই সতীর্থ অলরাউন্ডার ইথান বোশের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা। জিম্বাবোয়ের লম্বা ও গতিময় পেসার ব্লেসিং মুজারাবানির নামও নথিভুক্ত করা হয়েছে ৭৫ লক্ষ টাকায়।

নিউজিল্যান্ডের ফাস্ট বোলার বেন সিয়ার্স শেষ মুহূর্তে যুক্ত হওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বেস প্রাইস নিয়ে নিলামে নামছেন ১ কোটি ৫০ লক্ষ টাকা।

অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্রিস গ্রিনের বেস প্রাইস ৭৫ লক্ষ টাকা, আর মালয়েশিয়ার আন্তর্জাতিক ক্রিকেটার বিরানদীপ সিংয়ের বেস প্রাইস ৩০ লক্ষ টাকা।

ভারতীয় ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ত্রিপুরার মানিসংকর মুরাসিংহ (৩০ লক্ষ), উত্তরপ্রদেশের স্বস্তিক চিকারা (৩০ লক্ষ), হায়দরাবাদের চামা মিলিন্দ (৩০ লক্ষ), কর্ণাটকের কে. এল. শ্রিজিথ (৩০ লক্ষ), ছত্তিশগড়ের রাহুল রাজ নামালা (৩০ লক্ষ), ঝাড়খণ্ডের বিরাট সিং (৩০ লক্ষ), মধ্যপ্রদেশের ত্রিপুরেশ সিং (৩০ লক্ষ), ওডিশার রাজেশ মোহান্তি (৩০ লক্ষ), স্বস্তিক সামাল (৩০ লক্ষ), মধ্যপ্রদেশের সরাংশ জৈন (৩০ লক্ষ), অন্ধ্র্রপ্রদেশের সুরজ সাঙ্গারাজু (৩০ লক্ষ) এবং হায়দরাবাদের তন্ময় আগরওয়াল (৩০ লক্ষ)।

উল্লেখযোগ্যভাবে, এই ১৯ জনের মধ্যে নয়জন ক্রিকেটার—যার মধ্যে মানিসংকর মুরাসিংহ, স্বস্তিক চিকারা ও ইথান বোশ রয়েছেন।

আগেও অল্প সময়ের জন্য নিলাম তালিকায় যুক্ত হয়েছিলেন, পরে তাঁদের নাম প্রত্যাহার করা হয়। ফ্র্যাঞ্চাইজিগুলির অনুরোধে এবার তাঁদের ফের তালিকাভুক্ত করা হয়েছে।

বর্তমানে নিলামের তালিকায় মোট ৩৬৯ জন ক্রিকেটার রয়েছেন। তবে সব দল যদি ২৫ জনের পূর্ণ দল গঠন করে, সেক্ষেত্রেই সর্বাধিক ৭৭ জন ক্রিকেটার কেনার সুযোগ থাকবে।